বসন্তের শেষে রাজ্যে শুরু হয়ে যেতে পারে তাপপ্রবাহ

দোলের পর থেকে মিলবে না স্বস্তি। বসন্তের শেষে রাজ্যে শুরু হয়ে যেতে পারে তাপপ্রবাহ (Heat Wave Condition South Bengal)! হ্যাঁ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে জেলায় তাপপ্রবাহের (Heat Wave Condition) সতর্কবার্তা রয়েছে ১৬ তারিখ। রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহবিদেরা জানাচ্ছেন, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি চড়তে পারে। তারপর ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে পরবর্তী দুই দিনে। রবিবার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহ পরিস্থিতির জন্য দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। চড়া রোদে বয়স্ক ও শিশুদের দীর্ঘ ক্ষণ বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকলকেই হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে। সঙ্গে রাখতে হবে ছাতা কিংবা টুপি। বেশি করে জল খাওয়ার পরামর্শও দিয়েছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরের জেলাগুলিতে এখনই সে রকম কোনও সম্ভাবনা নেই। বুধবার সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মেঘ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বইতে পারে। দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার কোচবিহারে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরের দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ১৪ তারিখ দার্জিলিং কালিংপং এবং জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ এবং ১৬ তারিখ দার্জিলিং এবং কালিংপং এ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন জনদীপ ধনখড়

হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) । দিল্লির এইমস (Delhi AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁকে বাড়িতে আরও কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এইমস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি ধনকড় নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছিল। কিছুদিন বিশ্রামে থাকার পর তিনি আবার সাধারণ জীবনযাপনে ফিরে আসবেন বলেই আমরা আশাবাদি। গত ৯ মার্চ বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন জগদীপ ধনকড়। রাত ২ টো নাগাদ তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসক রাজীব নারং ধনকড়কে পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান। উপরাষ্ট্রপতির চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এইমস সূত্রে খবর, ধীরে ধীরে উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। রিপোর্ট সন্তোষজনক হওয়ার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এখন বেশ কয়েকটা দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে উপরাষ্ট্রপতি, তাঁর পাশে থাকার জন্য ভারত ও ভারতের বাইরে তাঁর সমস্ত শুভাকাঙ্খীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পুজোয় আসছে ‘রক্তবীজ ২’

২০২৩ এর পুজোর বক্স অফিসে সাড়া জাগিছিল ‘রক্তবীজ’। এবার চলতি বছরের পুজোর বড় পর্দায় কাঁপাতে আসছে রক্তবীজ ২ (Raktabeej 2)। পুজোয় বড়পর্দায় ফিরছে মিমি-আবিরের রসায়ন। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) নিয়ে ‘রক্তবীজ ২’-এর। মঙ্গলবার থেকে তার প্রস্তুতি শুরু করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। টালিগঞ্জে শুরু হল রক্তবীজ ২ এর শুটিং (Raktabeej 2 Shooting Starts)। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রথম থ্রিলার ছবি নজর কেড়েছিল দর্শকদের। এই ছবির শেষ ভাগেই সিক্যুয়েলের ইঙ্গিত মিলেছিল। জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছিল ‘রক্তবীজ ২’ এর মোশন পোস্টার। তার পর থেকে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছিল। জানা গিয়েছে, এই সিনেমার কাস্টিংয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে নুসরত জাহানকেও। কেবল নুসরতই নন, ছবিটিতে অভিনয় করার কথা বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) এবং অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়েরও। এইমুহূর্তে দক্ষিণ কলকাতার রানিকুঠি অঞ্চলে ছবির শুটিং চলছে। রানিকুঠির মধুবন প্রেক্ষাগৃহের ঠিক পাশের গলির মুখে দাঁড়ালেই নাকি শোনা যাবে নন্দিতা-শিবপ্রসাদের গলায় ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। ছবির একটিতে দেখা যাচ্ছে আবারও অফিসার সংযুক্তা মিত্র এবং পঙ্কজ সিনহা হিসেবে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। সেই আগের বারের মতোই চেনা লুকে দেখা গেল তাঁদের। শিবপ্রসাদ জানিয়েছিলেন, বহুরূপী’র শুটিং হয়েছিল ৮৪টি জায়গায়। সেখানে, ‘রক্তবীজ ২’-এর শুটিং আরও বেশি জায়গায় হবে।