দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান, আসছে ধূমকেতু

ধূমকেতুর (Dhoomketu Movie) প্রতিক্ষায় দর্শকরা। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে।কয়েকদিন আগে রাণা সরকারকে দেবের (Dev) সঙ্গে ছবি ভাগ করতে দেখা গিয়েছে। তারপর থেকেই ফের শুরু হয়েছে তাঁদের পূর্ব ঘোষিত ছবি ধূমকেতু নিয়ে জল্পনা। এবার প্রকাশ্যে এল ধূমকেতুর মুক্তির দিন। ২০১৬ দেব-শুভশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই সময় দেব-শুভশ্রীকে বড় পর্দায় নিয়ে আসছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর দুই প্রাক্তনের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। শুটিং শেষ হয়ে যায়, ডাবিংও শেষ, বেশ কিছু জটিলতার কারণে জানা যায় ছবি হচ্ছে না। রানা ও দেবের সম্পর্কেরও অবনতি ঘটে। বহুবার ধূমকেতু মুক্তির কথা সামনে এসেছে। তবে সমস্যার সমাধান হয়নি। এবার সেই সমস্যা মিটতে চলেছে। দেব-শুভশ্রী (Dev-Subhashree), এক সময় তাদের সম্পর্ক শিরোনামে ছিল। টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর (Subhashree Ganguly)। তবে তা টেকেনি। তারপর মান, অভিমান, বিচ্ছেদ। সব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।’ শুধু কি তাই, এটি অভিনেতা দেবের প্রথম প্রযোজিত ছবি। যেমন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের প্রথম কাজ। এই প্রথম কোনও ছবিতে লিপলক করেছেন দেব-শুভশ্রী! ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। কিন্ত নানা জটিলতায় ছবি মুক্তি পায়নি। ২০১৭ সালে প্রযোজক রানা সরকারের সঙ্গে ‘ডাবিং’ নিয়ে সমস্যা শুরু হয় দেবের। দেব বলেন, ‘টাকা না পেলে ডাবিং করব না!’। আবার ২০২১ সালে ছবি মুক্তি নিয়ে SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি এবং দেবের সঙ্গে আলোচনায় বসেন রানা। প্রায় ৯ বছর,পর আবার ফেসবুক পোস্ট করেলন প্রযোজক ‘ধুমকেতু রিলিজ হবে… রাণা সরকার তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, তিনি কারও চ্যাটের একটি অংশ পোস্ট করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘১৬ মে ছবিটা রিলিজ করব।’ এই ছবিটি পোস্ট করে এদিন রানা ক্যাপশনে শাহরুখ খানের ছবির সংলাপ ধার করে লেখেন, ‘সিট বেল্ট বেঁধে নিন।’ সঙ্গে ‘বুম’-ও লেখেন। জানা গিয়েছে এই দিনেই মুক্তি পাবে ধূমকেতু।

কেন্দ্রীয় রিপোর্টে একাধিক ক্ষেত্রে শীর্ষস্থানে বাংলা

ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় রিপোর্টে শীর্ষে উঠে এল পশ্চিমবঙ্গের নাম। আর সেই কেন্দ্রীয় রিপোর্ট দেখিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদান শিল্পে ফের একবার কেন্দ্রীয় রিপোর্টে শীর্ষে উঠে এল পশ্চিমবঙ্গের নাম। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই রয়েছে শীর্ষ স্থানে। চলুন দেখে নেওয়া যাক সেই পোস্ট… Happy to share that the recently published findings of the “Annual Survey of Unincorporated Sector Enterprises” conducted by the National Statistics Office, Government of India, once again establish Bengal’s top position in (MSME) manufacturing industries and, simultaneously, our… — Mamata Banerjee (@MamataOfficial) March 10, 2025 ছোট-মাঝারি শিল্পে মহিলা চালিত সংস্থার সংখ্যা বাংলায় ৩৬.৪ শতাংশ। পাশাপাশি এ রাজ্যে মহিলা শ্রমিকদের অংশগ্রহণও সবথেকে বেশি, ১২.৭৩ শতাংশ।

ফের বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। মার্চ থেকেই গরমের উত্তাপ বুঝতে শুরু করেছে শহরবাসী। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও বেশ চড়া। তার মধ্যে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দিল আবহাওয়া দফতর (Alipur Weather office)। হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একধাক্কায় চড়বে পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি সম্ভাবনা। কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে। দোলের দিনও আকাশ পরিষ্কার থাকবে। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার করতে পারে। অপরদিকে উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। তাপমাত্রা একই রকম থাকবে।