কবে থেকে চড়ছে পারদ?

দক্ষিণবঙ্গে বাড়ছে শুষ্ক আবহাওয়ার দাপট (Weather Update)। নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেখা নেই। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। সোমবারের পর থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Kolkata Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম থেকেই গরমের অস্বস্তি বোধ হতে শুরু করবে। আগামী পাঁচদিন তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দোল বা রঙের উৎসবের আগে বাতাসে হালকা ঠাণ্ডার শিরশিরানি থাকে। এবার আর তার বালাই নেই। সকালের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা খানিক উপরে থাকার সম্ভবনা রয়েছে। পারদ বেশ কিছুটা বেড়ে যাবে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন? দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বসন্তে দেখা নেই নাতিশীতোষ্ণ আবহাওয়ার। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী দু’দিন হালকা বৃষ্টির সম্ভবনা। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভবনা আগামী চার-পাঁচদিন নেই বললেই চলে। শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন ২১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম৷ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। সর্বনিম্ন ২৭ শতাংশ। রবিবার পরিষ্কার থাকবে আকাশ। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ, দুইই ঊর্ধ্বগামী।
মি-টু মামলায় স্বস্তি নানার

স্বস্তি নানা পাটেকরের (Nana Patekar)। তাঁর বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanushree Dutta) আনা মি-টু (Me Too) অভিযোগের সাড়া দিল না আদালত। ‘হর্ন ওকে প্লিজ’ (Horn OK please) চলচ্চিত্রের শুটিং চলাকালীন নানা তাঁকে হেনস্থা এবং খারাপ ব্যবহার করেছেন বলে ২০১৮ সালের অক্টোবরে অভিযোগ তনুশ্রীর। অভিযোগের জেরে ব্যাপক সাড়া জাগিয়ে সমাজমাধ্যমে শুরু মি-টু আন্দোলন। ২০১৯ সালে পুলিশের ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে খারাপ কিছু পাওয়া যায়নি। ওই এফআইআর মিথ্যা বলেও দাবি করে পুলিশ। আইনি ভাষায় যে রিপোর্টকে বলা হয় বি-সামারি। এবার আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালো। নানার বিরুদ্ধে মি-টু অভিযোগে পদক্ষেপ করতে অস্বীকার আদালতের। কারণ, নির্দিষ্ট সময়সীমার পরে তিনি অভিযোগ দায়ের করেছেন। কেন এত দেরিতে অভিযোগ, তার কারণ দর্শানো হয়নি। তাঁর অভিযোগ ঘটনা ২০০৮ সালের। অথচ তিনি অভিযোগ দায়ের করলেন ২০১৮ সালে। এই দেরির নির্দিষ্ট কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। ফলে আইন অনুযায়ী কোন পদক্ষেপ আদালত করতে পারে না। মন্তব্য আন্ধেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এনভি বনসলের। রায়ের কথা প্রকাশ্যে এলেও তনুশ্রী অথবা নানার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) চ্যাম্পিয়ন হল ভারত। মহেন্দ্র সিং ধোনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন, রোহিত শর্মার (Rohit Sharma) দুটো হল। টান টান উত্তেজনার ম্যাচে চার উইকেটে জিতল ভারত। টি২০ বিশ্বকাপ জেতার ৯ মাসের মধ্যে ফের দেশে এল আইসিসি ট্রফি। ফাইনাল হল ফাইনালের মতোই। বিনা যুদ্ধে নিউজিল্যান্ড জমি ছাড়বে না তা জানাই ছিল, আবার এটাও জানা ছিল, ধারে-ভারে ভারত টুর্নামেন্টের সেরা দল। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে শত্রুদের মুখে ছাই দিয়ে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল। জয় এল পাঁচ উইকেটে এবং পাঁচ বল বাকি থাকতে। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫১ রান করেছিল নিউজিল্যান্ড। রোহিত শর্মা ফর্মে ফেরার জন্য সবথেকে বড় মঞ্চটাই বেছে নিয়েছিলেন। মনে হচ্ছিল এদিন কেরিয়ারের ৩৩ নম্বর সেঞ্চুরিটা করে ফেলবেন। কিন্তু ধৈর্য রাখতে পারলেন না তিনি । কিউয়ি স্পিনাররা রান ওঠার গতি কমিয়ে দিতেই অধৈর্য হয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্প আউট হয়ে এলেন। আউট হওয়ার আগে ৮৩ বলে ৭৬ রান করে দলকে জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন রোহিত। কিন্তু কাজ তখনও অনেকটাই বাকি ছিল। বাকি কাজ ভাগযোগ করে করলেন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। কেউ বেশি রান করেছেন কেউ কম, কিন্তু সবার অবদান সমান গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড হারল দুটো কারণে। এক, ভারতের চার স্পিনার তাদের ব্যাটারদের বন্দি করে রেখেছিলেন। কিন্তু তাদের হাতে প্রপার স্পিনার ছিল তিনজন। তাঁরা তাঁদের কাজ করেছেন কিন্তু বাকি ২০ ওভারে ম্যাচ বের করে নিল ভারত। ম্যাচের সেরা – রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – রচিন রবীন্দ্রা 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🇮🇳🏆 India get their hands on a third #ChampionsTrophy title 🤩 pic.twitter.com/Dl0rSpXIZR — ICC (@ICC) March 9, 2025