বাড়ছে তাপমাত্রার পারদ! কেমন থাকবে আবহাওয়া?

মার্চের সবে শুরু, কিন্তু তারই মাধ্যেই বঙ্গে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। চরচরিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝেই শহর কলকাতায় ফিরল শীতের আমেজ। বুধবার থেকেই কলকাতায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা টের পাচ্ছেন শহরবাসী। শুধুমাত্র কলকাতাবাসীই নন, রাজ্যের বিভিন্ন প্রান্তেই শীতের আমেজ। কিন্তু, এই ঠান্ডার স্থায়ীত্ব বেশি দিনের নয়! আগামী সপ্তাহে বসন্ত উৎসবের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ যেমন তাপমাত্রা নিম্নমুখী, তবে আগামীকাল অর্থাৎ শনিবার তাপমাত্রা আবার বাড়বে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পং-সহ চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
ফের দেশের হয়ে খেলবেন সুনীল

অবসর ভেঙে ফিরে এলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতের জার্সি গায়ে ফের মাঠে নামবেন তিনি। বৃহস্পতিবার রাত ৮.৫৫-য় ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানানো হল, “সুনীল ছেত্রী ইজ ব্যাক! অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চ মাসে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দলে ফিরবেন।” ২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক করা স্ট্রাইকার গত বছর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ৯৪ গোল করে তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গোটা বিশ্বের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৩৫), লিওনেল মেসি (১১২) এবং আলি দায়ির (১০৮) পরে চতুর্থ স্থানে রয়েছেন। গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে বিদায় নিয়েছিলেন তিনি। সেই থেকে এখনও খাঁটি স্ট্রাইকার নেই জাতীয় দলে। সম্ভবত সেই কারণে কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez) ২৬ জনের দলে সুনীলের নাম রেখেছেন। ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তারপর ২৫ তারিখ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এফএসি এশিয়ান কাপ ২০২৭-এর (AFC Asian Cup 2027) যোগ্যতা অর্জন পর্বের খেলা। মার্কেজ বলেন, “এশিয়ান কাপের যোগ্যতা অর্জন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই টুর্নামেন্টের গুরুত্ব এবং সামনের ম্যাচগুলোর কথা ভেবে আমি সুনীলের সঙ্গে ওর প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করি যাতে দলটার শক্তিবৃদ্ধি হয়। ও রাজি হয়েছে, তাই দলে ওর নাম রাখা হয়েছে।”
জয়শঙ্করের উপর হামলা কাণ্ডে ব্রিটেন সরকার কী জানাল?

লন্ডনে (London) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় (Security Breach) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন সরকার (Britain Government)। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গেলে খলিস্তানপন্থীরা (Khalistani Attack) তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশি নিরাপত্তার মধ্যেই এক বিক্ষোভকারী ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং কনভয়ের সামনে স্লোগান দেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতর বা এফসিডিও। এক মুখপাত্র বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। তবে হুমকি, ভয় দেখানো বা সরকারি অনুষ্ঠান বিঘ্নিত করার প্রচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” ব্রিটিশ সরকার আরও জানায়, তারা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার সময় জয়শঙ্কর চ্যাথাম হাউসের ভিতরে ছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খলিস্তানপন্থীরা তাঁর গাড়ির সামনে চলে আসে। সূত্রের খবর, পুলিশের উপস্থিতিতেই তারা ভারতবিরোধী স্লোগান দেয়। সেই সময় এক ব্যক্তি দৌড়ে গিয়ে গাড়ির সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এরপর আরও কয়েকজন জয়শঙ্করের কনভয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনায় কড়া নিন্দা করেছে ভারত সরকারও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “একটি বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক কাজ করেছে। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করবে।”