গ্রুপ সি’র ওই নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে

ভারতীয় রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হল গ্রুপ সি পদের যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি। জানা যাচ্ছে, গ্রুপ সি’র ওই নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে, তাই সমস্ত নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। পাশাপাশি এও জানানো হয়েছে, যতদিন না পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ততদিন পর্যন্ত এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে রেলের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজারদের তরফ থেকে। উল্লেখ্য, সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। আর এই ইস্যুতে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়েছিল। শুধুতাই নয়, অভিযুক্তদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। আর তারপরেই রেলের পক্ষ থেকে ৪ মার্চের সমস্ত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয় রেল বোর্ডের তরফ থেকে।
মার্কিন অনুদান নিয়ে বিতর্কের জবাব দিল ভারত

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডস-এর (USAID) ভারতকে অনুদান দেওয়া নিয়ে সম্প্রতি বিতর্কে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মন্তব্য করেন, ভারতীয় নাগরিকদের ভোট-মুখী করতে ব্যবহৃত হয়েছে এই অনুদান। এই মন্তব্যের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফে তথ্য দিয়ে দেখানো হয়েছে, মার্কিন অনুদানের টাকা উন্নয়নের কাজে ব্যবহৃত হয়েছে, নির্বাচনে নয়। এই ইস্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress)। ইউএসএইড অনুদানের অভিযোগ এবং আসল তথ্য ঠিক কী? অর্থমন্ত্রকের ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট বলছে, মার্কিন অনুদানের টাকা ভারতে সাতটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগানো হয়েছিল, সেই অর্থের পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন ডলার। এই কর্মকাণ্ডগুলি ছিল মূলত কৃষি, জল শৌচ, নবায়নযোগ্য শক্তি, বিপর্যয় মোকাবিলা এবং স্বাস্থ্য ক্ষেত্রে। ভোটারদের বুথমুখো করতে এই অর্থ ব্যবহার হয়েছিল, এমন কোনও উল্লেখ নেই এই রিপোর্টে। যে ২১ মিলিয়ন ডলার নিয়ে এত বিতর্ক, তদন্তের রিপোর্ট বলছে তা আদতে ২০২২ সালে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়েছিল আমেরিকা, যাতে ২০২৪ নির্বাচনের আগে ছাত্রদের রাজনৈতিক এবং সামাজিক কাজকর্মে সম্পৃক্ত করা যায়। এর মধ্যে ১৩.৪ মিলিয়ন ডলার ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের আগেই ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। নয়াদিল্লির তরফে এই তথ্য খোলসা করার পরেও ট্রাম্প তাঁর কথায় অনড় থেকে যান যা ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক জটিল করে তুলছে।
একসঙ্গে নাচলেন অক্ষয়-শিল্পা, কত বছর পর?

বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)-শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এই জুটিকে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল। ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে ‘চুরা কে দিল মেরা’ গানে নাচলেন অক্ষয়-শিল্পা। বলিউডে তাঁদের পথ চলা দীর্ঘদিনের। জুটিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৯৪ সালের ছবি ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার গানটি সুপারহিট হয়েছিল। অনুরাগীদের মনে এখনও উজ্জ্বল অক্ষয় ও শিল্পার অনস্ক্রিন কেমিস্ট্রি। অক্ষয় কুমার ও শিল্পা শেট্টিকে একসঙ্গে দেখা গেল হোয়াইট টুইনিং-এ মঞ্চ মাতাতে। সুপারহিট গান ‘চুরা কে দিল মেরা’-এর গানে নাচলেন দুই তারকা। মাঝে কিছু স্টেপ ‘খিলাড়ি’ মিস করলে তাঁকে শুধরেও দিলেন শিল্পা। দীর্ঘ দু’দশকের পরে নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। নাচের স্টেপে একটু গন্ডগোল হলেও তাঁদের কেমিস্ট্রিতে যে বিন্দুমাত্র মরচে পড়েনি তা তাদের নাচের মাধ্যে প্রকাশ পেল। হোয়াইট ব্লেজার ও ফর্মালে চেনা মেজাজে দেখা গিয়েছে অভিনেতাকে। আর মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে নিজেকে মেলে ধরেছেন শিল্পা। অভিনেত্রীর স্টাইলিশ ও গর্জিয়াস সাজে চোখে ফেরানো দায়। View this post on Instagram A post shared by HT City (@htcity)