চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড

আইসিসি ইভেন্টের নক আউট পর্যায়ে ব্যর্থ হওয়ার ‘ধারাবাহিকতা’ বজায় রাখল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তাদের ৫০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICT 2025) ফাইনালে গেল নিউজিল্যান্ড (New Zealand)। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। আগামী রবিবার (৯ মার্চ) রোহিত শর্মাদের মুখোমুখি মিচেল স্যান্টনারের দল। প্রথমে ব্যাট করে ৩৬৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে কিউয়ি ব্যাটাররা। সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন (Kane Williamson)। ব্যাট হাতে ভালো অবদান রাখেল ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসও। লাহোরের পাটা উইকেটে এই টুর্নামেন্টেউ ইংল্যান্ডের ৩৫০ তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়া শিবিরে এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো বিস্ফোরক ব্যাটার ছিলেন। কিন্তু সমস্যা হল, নক আউট এলেই চাপ রাখতে পারে না প্রোটিয়ারা। এদিনও চোকার্স হয়ে থেকে গেলেন টেম্বা বাভুমারা (Temba Bavuma)। ২৩তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার সময় স্কোরবোর্ডে ১২৫ রান উঠে গিয়েছে। চার ওভার পর আউট হলেন ভ্যান ডার ডুসেন, তখন দলের রান ১৬১। কিন্তু তারপরেই কাঁপন ধরল প্রোটিয়া মিডল অর্ডারে। ৩১ করে আউট হলেন মার্করাম, মাত্র ৩ করলেন ক্লাসেন, মুল্ডার করলেন ৮। একা মিলারের পক্ষে এই ম্যাচ জেতানো সম্ভব ছিল না, দুরন্ত শতরান করেও না। গদ্দাফি স্টেডিয়ামের পাটা পিচেও ভেল্কি দেখালেন স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভাঙলেন তিনিই। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বও দারুণভাবে সামলাচ্ছেন তিনি। গ্রুপের ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে কোনও এক দুর্বোধ্য কারণে প্রথমে বোলিং নিয়েছিলেন তিনি, ফাইনালে টস জিতলে কিন্তু তা করবেন না।
কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে ( Bhaskar Gupta ) বুধবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত? হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল ভর্তির পর এমআরআই করা হয়। রিপোর্ট স্বাভাবিক। এই মুহূর্তে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি। উচ্চরক্ত চাপ জনিত যে সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন, এখন তা স্বাভাবিক। তবে পর্যবেক্ষণে রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস ও নিউরোলজিস্ট অনিমেষ করের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভ দেখানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় আহত পড়ুয়াদের দেখতে গিয়ে ভাস্কর গুপ্তকে হেনস্থা হতে হয়। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। সোমবার তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস তাঁকে শারীরিক পরীক্ষার পর দশ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে চিকিৎসকের সতর্কবার্তাকে সত্যি প্রমাণ করেই দু’দিনের মধ্যেই ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি করতে
শীতের দিনে প্রখর রোদের দাপট!

ফাল্গুনের হাওয়ায় খামখেয়ালিপনা। ভোর ও রাতের ঠান্ডা আমেজের পর দিনভর প্রখর রোদে তীব্র গরমের অনুভূতি। তাপমাত্রার ওঠাপড়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। পরবর্তী পাঁচদিন তাপমাত্রার সেরকম কোনও তারতম্য হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহে বাড়বে গরম চলতি সপ্তাহের শেষে আবহাওয়ার মেজাজ বদলাবে। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদায় নেবে। গরমের প্রকোপ বাড়বে, শীতের শেষ পরশ মিলিয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে গ্রীষ্মের দাপট। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার ও শনিবারও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ঝড়বৃষ্টির কারণে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দক্ষিণভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী দুইদিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। শীতের শেষে এই সামান্য তাপমাত্রা পতন সাময়িক হলেও দিনের বেলায় গরমের দাপট বজায় থাকবে। গরমের প্রস্তুতি শুরু করুন আবহাওয়ার এমন খামখেয়ালিপনা দেখে সাধারণ মানুষ ইতিমধ্যেই কনফিউশনে পড়েছেন। কখন কী পরবেন, সেই হিসেব রাখা যেন মুশকিল। সকালে ঠান্ডা, দুপুরে গরম, রাতে আবার ঠান্ডা। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গরমের প্রভাব শুরু হবে। তাই এখন থেকেই গরমের প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো। বিশেষত যাঁরা উত্তরবঙ্গে যাবেন, তাঁদের সঙ্গে ছাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে বলা হচ্ছে।