বাড়বে তাপমাত্রা, কত ডিগ্রি হবে?

আবহাওয়ার (Weather) পরিবর্তন হচ্ছে। বসন্তের (Spring) দ্বারে এসে হাজির হয়ে গিয়েছে উষ্ণতার বার্তা (Temperature Increase), বাড়বে তাপমাত্রা। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই বেশ গরম অনুভব করবে বঙ্গবাসী। সেই গরমে ঘেমে নেয়ে গলদঘর্ম হওয়ার দিন চলে এসেছে। মার্চ মাসে বসন্তের আমেজ থাকবে, সেই রকম পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Update)। এখনও পর্যন্ত ভ্যাপসা গরমের পূর্বাভাস না থাকলেও শুষ্ক গরম আবহাওয়া থাকবে। ‘লা নিনা’ র (la niña) প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। বৃষ্টির পরিমাণ বেশি থাকে। কিন্তু গত দু’মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, সেভাবে বৃষ্টি (Rain) হয়নি। এর ফলে মার্চ মাসেও বৃষ্টিপাতের ঘাটতি হবে, বাড়বে তাপমাত্রা। এর প্রভাব পড়বে বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও বড় পরিবর্তন হবে না। আকাশ পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
ইউক্রেনের ভবিষ্যত কী?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) আমেরিকা সফর একপ্রকার ব্যর্থ। তাঁকে ওভাল অফিসে ডেকে এনে রীতিমতো ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance)। বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রশংসা শোনা গিয়েছে তাঁদের মুখে। এক মিত্র দেশের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপ্রধানদের এই আচরণ আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন ফেলেছে। প্রশ্ন উঠেছে, তাহলে ইউক্রেনের ভবিষ্যত কী? এবার কি দেশটার উপর পুরোপুরি কবজা করে ফেলবে রাশিয়া? এই দুঃসময়ে জেলেনস্কির পাশে আছে ইউরোপ। ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Kier Starmer)। লন্ডনে ১৮টি মিত্র দেশের বৈঠক হয়েছিল গত সপ্তাহান্তে। সেই বৈঠকের পর জেলেনস্কি জানান, শান্তির সম্ভাব্য শর্তাবলি ঠিক করতে ইউরোপের সঙ্গে আলোচনা করছেন তিনি। সেই সব শর্ত পাঠানো হবে আমেরিকার কাছে। সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কির বার্তা, “আমাদের শান্তি চাই, অন্তহীন যুদ্ধ নয়।” ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারও একইভাবে বলেন, যুদ্ধ থামাতে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্যরা ইউক্রেনের সঙ্গে কাজ করবে। উপায় বের হলে তা ওয়াশিংটনের কাছে পাঠানো হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল (Emmanuel Marcon) মাক্রঁ জানিয়েছেন, ফ্রান্স ও ব্রিটেন এক আংশিক শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছিলেন। এই শান্তিচুক্তিতে আকাশ, জল এবং শক্তি পরিকাঠামোয় হামলা বন্ধ থাকবে।
KKR-এর নতুন অধিনায়ক রাহানে

শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের মনে একটাই প্রশ্ন ছিল— পরবর্তী অধিনায়ক কে? একাধিক জল্পনা, দোলাচল অবশেষে কাটিয়ে দিল কেকেআর ম্যানেজমেন্ট। নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর ঘোষণা করলেন, ২০২৫ আইপিএলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane) এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে সোমবার বিকেলে মাইসোর (Venky Mysore) জানান, “অজিঙ্ক্য রাহানের মতো একজনকে পেয়ে আমরা আনন্দিত, যিনি অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা এবং বিচক্ষণতা আনবেন। ভেঙ্কটেশ আইয়ারও এই কেকেআর ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় যাঁর নেতৃত্বগুণ রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে শিরোপা ধরে তাঁরা দারুণভাবে একসঙ্গে কাজ করবেন।” সিইও-র পোস্টের পরপরই পোস্ট করেন রাহানে। তিনি বলেন, “আসন্ন আইপিএল মরসুমে কেকেআরকে নেতৃত্ব দিতে সম্মানিত এবং উত্তেজিত বোধ করছি। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নিজের সবটা দিতে মুখিয়ে আছি। করব লড়ব জিতব।” প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলামে প্রথমটায় রাহানেকে কোনও দলই নেয়নি। পরে তাঁর বেস প্রাইস ১.৫ কোটিতে তাঁকে ঘরে তুলে নেয় নাইট শিবির। সেই জায়গা থেকে আজ দলের নেতৃত্ব দিতে চলেছেন রাহানে। এদিকে আইয়ারকে ধরে না রাখলেও ২৩.৭৫ কোটি দিয়ে কিনে নেয় কেকেআর। তিনি আপাতত রাহানের ডেপুটি। তবে অধিনায়ক ব্যাট হাতে পারফর্ম না করতে পারলেই নেতৃত্বের ব্যাটন চলে যাবে আইয়ারের হাতে।