তাপমাত্রা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

আবহাওয়ার ( Weather) খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ মানুষ। শীতের (Winter) সময় উষ্ণ আবহাওয়া, অকালবৃষ্টি (Rain) আবার কখনও সকালের দিকে হালকা শীতের আমেজ, দুপুরে গরম জামা গায়ে রাখা যাচ্ছে না, রাতে ঠান্ডার শিরশিরানি আমেজ। ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। কাল থেকে কলকাতার বেশ কিছু জায়গায় আকাশের মুখ ভার থাকলেও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এর মধ্যে দক্ষিণবঙ্গ (South Bengal) কিংবা উত্তরে কোথাও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরের দু’দিনে দক্ষিণঙ্গে আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। ৩ মার্চ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাতেও সেই রকম হেরফের হবে না। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিকেলের দিকে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক ৬ মার্চ

‘ভুতুড়ে ভোটার’ (Fake Voter) ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) তৃণমূলের কর্মিসভা (Trinamool Committee) থেকে ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে সুর চড়িয়েছেন। তার পরেই রাজ্য নেতৃত্বের নেতা কর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে রাস্তায় নেমে পড়েছেন। ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের ওই সভাতেই একটি কোর কমিটির (Core Committee) কথা ঘোষণা করেন মমতা। সেইমতো আগামী ৬ মার্চ (6 March) ভোটার লিস্ট (Voter list) সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক হতে চলেছে তৃণমূল ভবনে। এই বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও জেলার সভাপতি এবং চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দলনেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্য এবং জেলার পদাধিকারীদের নিয়ে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে হবে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে স্ক্রুটিনির মাধ্যমে কীভাবে সেই কাজ আরও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিটির ৩৬ জন সদস্যের নাম জানিয়ে দেওয়ার পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন তিনি। সেইমতো আগামী বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন কমিটির প্রধান তথা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। রাজ্যের সবক’টি জেলার তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন আলোচনা হবে। কোন বিধানসভাগুলিতে বাড়তি নজর দিতে হবে, তাও আলোচনার অন্যতম ইস্যু। রাজ্যের ইতিমধ্যেই এক এপিক নাম্বারে ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে কয়েকদিন আগে। তারপর মুর্শিদাবাদের রানিনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সহ একাধিক জায়গায় একই এপিক কার্ড নম্বরে দু’জন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গিয়েছে।
অস্কারে ‘আনোরা’র বাজিমাত

অস্কারের(Oscar 2025) ৯৭ তম আসরে বাজিমাত করলো আমেরিকার যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা'(Anora)। মোট পাঁচটি বিভাগে এই ছবি পুরস্কার জিতে নিল। সেরা চলচ্চিত্র,সেরা পরিচালক, সেরা অভিনেত্রী। মধ্যে পরিচালক সন বেকার(Sean Baker) একাই চারটি এবং যৌথভাবে একটি সহ মোট চারটি পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি করে অস্কার পেয়েছে ডেনি ভিলন্যুভের ‘ডুন: পার্ট টু’, জ্যাক অঁডিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও জন এম. চু পরিচলিত ‘উইকেড’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২ মার্চ রাতে পুরস্কার বিতরণ করা হয়। চলচ্চিত্রে ২০২৪ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৭তম অস্কারে ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন। মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন(Mikey Madison)। ‘আনোরা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন। ‘আনোরা’ সিনেমার গল্পে দেখা যায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সে গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন শন বেকার। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এ সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছে সিনেমাটি। এদিকে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডে অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন ‘দ্য ব্রুটালিস্ট'(The Brutalist) চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য। ২৩টি বিভাগে প্রদান করা হয়েছে অস্কার পুরস্কার। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার ছিল। ‘এমিলিয়া পেরেজ’(Emilia Pérez) ১৩টি শাখায় আর বাকি দুটো সিনেমা ১০টি করে মনোনয়ন পায়। তবে জয়ের দৌড়ে ‘আনোরা’ সবাইকে টপকে গেছে। উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার— সেরা সিনেমা: আনোরা সেরা পরিচালক: বেকার (আনোরা) সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) সেরা পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন) সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসনের (আনোরা) সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ) সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কনক্লেভ সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো (লাটভিয়া) সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট সেরা সম্পাদনা: আনোরা সেরা কস্টিউম ডিজাইন: উইকেড সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডিউন: পার্ট টু