চালু হচ্ছে নয়া পাসপোর্ট বিধি

পাসপোর্ট বিধি সংশোধন করবে কেন্দ্র সরকার। নয়া বিধিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। জানা গিয়েছে, নতুন পাসপোর্ট বিধিতে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে ১ অক্টোবর ২০২৩-এ বা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসেবে জন্মের সার্টিফিকেট দিতে হবে। একই সঙ্গে এও জানানো হচ্ছে, সেই সার্টিফিকেট অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে পারে। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নয়া নিয়মের অধীনে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩-এ বা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ ও মান্য করা হবে। আরও জানা গিয়েছে, অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসেবে যে কোনও বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা দিতে পারেন।
বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে দিন দিন!

বসন্তকাল হলেও গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে (Temperature Rise) শুরু করবে। আগামী কয়েক দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রারও বৃদ্ধি ঘটবে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। কলকাতা (Kolkata Weather) এবং দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ইতিমধ্যেই রোদের তাপ অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় গ্রীষ্মের মতো অস্বস্তি না থাকলেও, ধীরে ধীরে গরমের প্রকোপ বাড়বে। বসন্তের আবহাওয়া ধীরে ধীরে চৈত্রের গরমে রূপ নিচ্ছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের পূর্বাভাস রয়েছে এবং অসমের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব না থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রে আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন। আজও সেখানে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে, তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে, ফলে সেখানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪৫ শতাংশ ছিল। আজকের আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।