অ্যাপেই বুক করা যাবে অটো

এবার ট্যাস্কির (Taxi) মতো অটো (Auto) বুক করা যাবে অ্যাপের (APP) মাধ্যমে। মুম্বই (Mumbai) ও বেঙ্গালুরুতে (Bengaluru) এই ব্যবস্থা চালু থাকলেও কলকাতায় (Kolkata) ছিল না, এবার এই পরিষেবা পেতে চলেছে তিলোত্তমার বাসিন্দারাও। শুক্রবার পুলিশ ও পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে ওলা, উবারের মতো অ্যাপ পরিবহণ সংস্থাগুলির একটি বৈঠক হয়, সেখানেই ঠিক হয়। সেখানে অটো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। কোন রুটের অটো অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে, সেই মতামত চাওয়া হয়েছিল শ্রমিক প্রতিনিধিদের কাছে। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ দিল্লির মতো শহরে অটোতে করে শহরের যেকোনও জায়গায় ভ্রমণ করা যায়। সেখানে ট্যাক্সির মতো ভাড়া দেন যাত্রীরা। ফলে যারা বেশির ভাড়ার কারণে ট্যাক্সিতে যেতে পারেন না, তারা অটো করে ভ্রমণ করতে পারেন। ওলা বা উবারের মতো অ্যাপগুলিও সেখানে অনলাইনে অটো ভাড়া নেওয়ার সুবিধা দিয়ে থাকে। তবে অ্যাপের মাধ্যমে অটো ভাড়া করা যায় না কলকাতায়। কারণ কলকাতায় অটো চলে ‘রুটে’। এবার নিউটাউনে (New Town) অ্যাপের মাধ্যমে অটো বুক করা যাবে বলে দাবি করা হল রিপোর্টে। জানা গিয়েছে, নিউটাউনে পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হবে অ্যাপ অটো পরিষেবা। ভবিষ্যতে কলকাতা ও তার শহরতলীতে এই পরিষেবা চালু হবে। তবে এই অ্যাপ অটো পরিষেবা চালুর জেরে যে রুটের অটো পরিষেবা বন্ধ হয়ে যাবে, তেমনটাও নয়। এদিকে নিউটাউনে চালু হওয়া এই অ্যাপ অটোগুলি কলকাতা পুলিশ পরিচালিত এলাকায় প্রবেশ করতে পারবে না। পরবর্তীকালে অটোর জোন ভাগ করে দেওয়া হবে। এই আবহে উত্তর কলকাতার অটো মধ্য কলকাতায় যেতে পারবে না। তবে আপাতত নিউটাউনে এই প্রকল্প চালু করা হচ্ছে। উল্লেখ্য, দিন দিন বাড়ছে অটোর দৌরাত্ম্য। আর সেখানে সন্ধ্যার পর থেকেই ইচ্ছে খুশি ভাড়া চেয়ে থাকেন অটো চালকরা। ফলে এই অটো চালকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা লেগেই থাকে। ফলে সাধারণ মানুষের বক্তব্য, অ্যাপ চালু হলে অটো চালকদের দৌরাত্ম্য কমবে, সুবিধা হবে নিত্যযাত্রীদের।
শেয়ার মার্কেটে বিরাট ধস

শেয়ার মার্কেটে (Share Market) বিরাট ধস। শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স-এর পতন (Fall) ১৪১৪ পয়েন্ট। নিফটির (Nifty) পতন ৪২০ পয়েন্ট। দু’টি সূচকই পড়েছে ১.৯ শতাংশ করে। প্রায় ২,৫০০ কোম্পানির মধ্যে শেয়ার দর পড়েছে ২,২৪৮ কোম্পানির। আইটি ও গাড়ি উৎপাদন সেক্টর খুইয়েছে ৪ শতাংশ শেয়ার মূল্য। বিদেশি পুঁজির ভারত ত্যাগ চলছেই। চলতি মাসে এ দেশ ছেড়েছে ৪৭ হাজার কোটি টাকার বিদেশি ফাটকা পুঁজি। এদিন সেনসেক্স থেমেছে ৭৩ হাজার ১৯২ পয়েন্টে। নিফটি থেমেছে ২২ হাজার ১২৬ পয়েন্টে। বিদেশি বিনিয়োগের মুখ ফেরানো, ট্রাম্পের শুল্ক নীতিই এর জন্য মূল দায়ী বলে মনে করা হচ্ছে। এতে প্রায় ৯ লক্ষ কোটি টাকার রেকর্ড ক্ষতি হয়েছে এদিন।
ঝামেলা মিটল কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতারের

সালিশিতে ঝামেলা মিটল কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranaut) ও জাভেদ আখতারের (Javed Akhtar) । পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। পাঁচ বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও বর্ষীয়ান গীতিকার ও কবি জাভেদ আখতারের। সালিশিতে সমাধান সূত্র মেলার পর দুজনেই বান্দ্রার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যক্তিগতভাবে হাজির হন। । সমাধান সূত্র পেশ হতে যাবতীয় মামলার নিষ্পত্তি বিচারক এ কে আওয়ারি’র বেঞ্চে। উল্লেখ্য, ২০২০ সালের ১৯ জুলাই একটি টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেছেন বলে রানাওয়াতের বিরুদ্ধে মানহানির অভিযোগ জাভেদের। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু বিতর্কের পরিপ্রেক্ষিতে অবাঞ্ছিতভাবে কঙ্গনা তাঁর নাম টেনেছেন বলেও অভিযোগ। মান্ডির সংসদ সদস্য কঙ্গনা এরপরেই জাভেদের বিরুদ্ধে ফৌজদারি হুমকি প্রদান, অর্থ আদায় এবং সম্ভ্রমহানির পাল্টা অভিযোগ আনেন। সম্প্রতি সালিশির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হতে পাঁচ বছরের সেই আইনি লড়াই বন্ধ হল।