১৪৬ বলে ১৭৭ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন আফগান ওপেনার

ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে বড় রান করে দিল আফগানিস্তান (Afghanistan)। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩২৫ করল তারা। ১৪৬ বলে ১৭৭ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং ছ’টি ছয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ইতিহাসে এক ইনিংসে এটাই কোনও ব্যাটারের সবথেকে বেশি রান। এই সংস্করণেই ১৬৫ করেছিলেন বেন ডাকেট, তাঁকে টপকে রেকর্ডের অধিকারী হলেন জাদরান। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন আরও তিনজন। অধিনায়ক হসমতুল্লা শাহিদি ৬৭ বলে ৪০, আজমাতুল্লা ওমরজাই ৩১ বলে ৪১ এবং অভিজ্ঞ মহম্মদ নবি (Mohammad Nabi) ২৪ বলে ৪০ করেছেন। ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৬৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন জফ্রা আর্চার (Jofra Archer)। পাঁচ ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট পেলেন লিয়াম লিভিংস্টোন। একটি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন এবং আদিল রশিদ। লাহোরের পিচ শানবাঁধানো বললে ভুল হয় না। তাই এই রান জস বাটলাররা (Jos Buttler) তাড়া করে ফেললে অবাক হওয়ার কিছু নেই। এই মাঠেই ইংল্যান্ডের করা ৩৫০ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হারলেও ইংল্যান্ডের (England) সেমিফাইনালে যাওয়ার পথ এখনও খোলা। সহজ হিসেব হল বাকি দুটি ম্যাচই জিততে হবে। তার জন্য আগে আজ ৩২৬ করতে হবে।

বৃষ্টি নিয়ে বড় আপডেট

দক্ষিণবঙ্গে (Sourth Bengal Weather) তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) খবর, আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (District) আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণবঙ্গে। কাল থেকে চড়বে পারদ। সপ্তাহান্তে অনেকটাই তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যেতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। কুয়াশার দাপট থাকবে বেশ কয়েকটি জেলায়।

ব্রত পালনের জন্য কোন কোন নিয়ম মেনে চলবেন?

২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। হিন্দুধর্মের শ্রেষ্ঠ ব্রত। অনেকেই নিরম্বু উপবাস করে মহাশিবরাত্রি পালন করেন। এদিন মনোস্কামনা পূরণের জন্য চার প্রহর শিবের উপাসনা করেন। শাস্ত্র মতে, মহাদেব এবং পার্বতীর বিয়ের দিনই শিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয়। চলতি বছর কবে শিবরাত্রি? ব্রতের নিয়ম কী? জেনে নিন খুঁটিনাটি। পঞ্জিকা মতে, ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টা ১০ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিথি শেষ। তবে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এদিন সুফল পেতে বুধবার সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড থেকে শুরু করে ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত শিবের মাথায় জল ঢালতে হবে পুণ্যার্থীকে। ব্রত পালনের জন্য কোন কোন নিয়ম মেনে চলবেন? ১. এদিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। ২. নির্জলা উপোস বাঞ্চনীয় নয়। ৩. গরম জলে তিল দিয়ে স্নান করুন। ৪. পুজোর শুরুতে শিবলিঙ্গকে মধু মেশানো দুধ দিয়ে স্নান করান। ৫. পুজোয় রাখুন বেলপাতা, আকন্দ ফুল, কুমকুম এবং চন্দন। ৬. সূর্য ডোবার পর কিছু না খাওয়াই ভালো। ৭. শিবরাত্রিতে রাতে না ঘুমোনোর চেষ্টা করু। ৮. তিথি শেষে দুধ, ফল খেয়ে উপোস ভাঙুন।