সাইকেলে চড়ে মহাকুম্ভে পাড়ি বৃদ্ধের

পূর্ব বর্ধমানের (East Bardwan) কালনা (Kalna) থেকে সাইকেলে মহাকুম্ভের উদ্দেশ‍্যে যাত্রা করেছেন ৭৪ বছরের প্রভাত দাস। তার সাইকেলে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা। গত ২২ তারিখে যাত্রা শুরু করে শনিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছান। রাতে তিনি দক্ষিণা কালী বাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে ১৯নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডিহী চেকপোস্ট পৌঁছান ফের তিনি যাত্রা শুরু করেন। লক্ষ‍্য ২৬ শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশ গ্রহণ। তবে মূল লক্ষ‍্য তারা পাঞ্জাবে পৌঁছানো। যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি মূলত পশ্চিম বাংলার কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান ওই কৃষক আন্দোলনে। একই সাথে ভারতের স্বাধীনতা রক্ষা ও তথ‍্য জানার অধিকার আইন রক্ষার বিষয়েও জনগণকে সচেতন করতে চান। এই ব‍্যক্তি সমাজ সেবার সাথে যুক্ত। এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি বলে যানান । রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশ গ্রহণ করে তিনি কোহিমা থেকে কিষাণগঞ্জ পর্যন্ত পৌঁছে ছিলেন। পরে পারিবারিক কারনে বাড়ি ফিরতে হয়েছিল তাকে। মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই তিনি পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ‍্যে রওনা দিয়েছেন।

সন্ন্যাসী বেশে তামান্না

কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)কলকাতা হয়ে বর্ধমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এবার তাকে সন্ন্যাসিনী বেশে কাঁধে ঝোলা নিয়ে কপালে তিলক কেটে (Naga Sadhu avatar) প্রয়াগরাজে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি দেখে ভক্তরা অনেকেই বলেছেন তবে কি সব বিসর্জন দিয়ে অভিনেত্রী এবার সন্ন্যাসের পথ নিলেন! গায়ে গেরুয়া কাঁদে ঝোলা এক হাত শূন্যে-ডমরু ধরে, কপালে জয়টিকা কাশির ঘাটে ভক্তবেশে হাঁটছেন। ‘ওডেলা ২'(Odela 2) এর প্রথম লুক টুইটারে প্রকাশ এনে অভিনেত্রী লিখেছেন মহা শিবরাত্রির এই শুভ দিনে এই লোক প্রকাশ্যে এনে আমি আনন্দিত। হর হর মহাদেব! শুভ মহা শিবরাত্রি!’ অশোক তেজা পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি হয়েছিল। যে ওডেলা নামের একটি গ্রামে বিবাহিত মহিলাদের হত্যা করত। সম্প্রতি নির্মাতারা ‘ওডিলা ২’ এর কথা ঘোষণা করে তামান্নার এই লুক প্রকাশ্যে এনেছেন। রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। এই ছবিরই শুটিং চলছে কাশীতে। দক্ষিণী এই ছবিতে একজন শিক্ষক আরাধ্যার ভূমিকায় দেখা যাবে তামান্নাকে। শিব ভক্তির আঁধারে তা তৈরি হয়েছে। সেই জন্য শিবরাত্রির প্রাক্কালে আজ শনিবার মহা কমবে গিয়ে ছবিটি টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না। জানা যাচ্ছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি। দর্শক অনুরাগীদের ছবির এই পয়লা ঝলক দারুন আকর্ষণ করেছে। উন্মাদনার বারণ চড়িয়েছে সুপারন্যাচরাল থ্রিলার ঘরানার এই টিজার।

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে (Weather Forecast)। আলিপুর আবহাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, রবিবার কলকাতা সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা (Weather Update)। কোনও কোনও জেলায় থাকবে ঝড়ো হাওয়ার দাপট। সোমবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা (Rainfall Forecast)। শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া ওয়েদার সিস্টেমের জেরে আবহাওয়ার এই পটবদল। উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা নাগাল্যান্ড থেকে বিস্তৃত ছত্তিশগড় পর্যন্ত। তার উপর আবার উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব দিকে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কয়েকটি জায়গায় ঝোড়ো হওয়াও বয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতার কয়েকটি এলাকাতে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বাংলার জেলাগুলিতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়াতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবারের মতো সোমবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সপ্তাহের বাকি দিনগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রবিবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা, এই চার জেলাতে কুয়াশার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। সম্ভবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আমি দু’দিনে তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা, জানিয়েছে হাওয়া অফিস।