মহাকুম্ভের জেরে বাতিল কোন কোন ট্রেন?

কুম্ভগামী (Mahakumbh 2025) ট্রেনগুলিতে উপচে পড়ছে ভিড়। প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ট্রেন ভাঙচুরের ঘটনা। অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক বিজ্ঞপ্তিতে ট্রেন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে তারা। পাশাপাশি বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন (Train Candcellation) ও যাত্রার সময়সূচী। বাতিল ট্রেনের তালিকা 12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12367 ভাগলপুর–আনন্দ বিহার এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) 12368 আনন্দ বিহার–ভাগলপুর এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 22308 বিকানের–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি) 12308 যোধপুর–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫,২৬ ফেব্রুয়ারি) 22307 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) 12176 গ্বালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 12175 হাওড়া–গ্বালিয়র চম্বল এক্সপ্রেস (২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12178 মথুরা–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) 12348 গড্ডা – নয়াদিল্লি এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) বিকল্প রুটের ট্রেন: 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল৷ ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনটি গাজিয়াবাদ–মোরাদাবাদ–লখনউ–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে পরিচালিত করা হবে। দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন: জানা গিয়েছে, 01904 কলকাতা–আগ্রা ক্যান্ট কুম্ভমেলা স্পেশাল ট্রেন৷ ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নির্ধারিত সময় সকাল ৫টার পরিবর্তে বিকেল ৪টে ১০মিনিটে ছাড়বে। 12987 শিয়ালদা–আজমের এক্সপ্রেস ৷ ২১ ফেব্রুয়ারি নির্ধারিত সময় রাত ১০টা ৫৫মিনিটের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে।
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সব জেলায়

শনিবার কলকাতা (Thunderstorm Kolkata) সহ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস। রাজ্যে কমলা-হলুদ সতর্কতা জারি। হাওয়া অফিস বলছে, ভরা ফাল্গুনে অকাল বর্ষণে ভিজবে বাংলা। বিকেলের দিকে দমকা বাতাস বইতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলবে একাধিক জেলায়। ঝড়বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত। শীতের শেষে অকাল বর্ষণে একাধিক জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। জলের নিচে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা আলু জমি। থাকছে শিলাবৃষ্টির (Hailstorm Forecast) পূর্বাভাস। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষীরা। চাষে আরও ক্ষতির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এদিন বৃষ্টি ও তুষারপাত সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।