সন্তের শুরুতেই অকাল-বর্ষায় ভিজছে বাংলা

বসন্তের শুরুতেই বৃষ্টিপাত (Rain) ও ঝোড়ো হাওয়ার (Thunderstorm) দাপট। কোথেও অকালবৈশাখী, কোথাও অকালবর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Update) জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গনা পর্যন্ত বিস্তৃত শক্তিশালী অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে এই বৃষ্টিপাত ও ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে। এদিকে বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি এবং জেলায় শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে বসন্তের শুরুতে শীতের অনুভূতি কিছুটা মিলেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস রয়েছে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবারের আবহাওয়ার পূর্বাভাস: শনিবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের আবহাওয়ার পূর্বাভাস: রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ইউনুসকে ধুয়ে দিলেন বাংলাদেশি যাত্রীরা! কেন পড়ুন

চরম অব্যবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh Airlines), তার জেরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে (Mohammad Yunus) ধুয়ে দিলেন তাঁর দেশেরই যাত্রীরা। ঢাকা থেকে দুবাইগামী বিজি ৩৪৭ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় নাগপুরের (Nagpur) বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করে। বিমানে ছিলেন ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। যাত্রীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি সম্পর্কে উড়ান সংস্থার তরফে সঠিকভাবে কিছুই জানানো হয়নি। প্লেনের এক অংশ থেকে ধোঁয়া বেরিয়েছে, সে কথা প্রথমে গোপন করা হয়। দীর্ঘক্ষণ ধরে নাগপুর বিমানবন্দরের রানওয়েতেই বিমানের বসে থাকতে হয় যাত্রীদের। পরে অবশ্য যাত্রী ও ক্রুদের বিমান নিরাপদে থেকে নামিয়ে আনা হয়। সন্ধের দিকে অন্য একটি বিমানে যাত্রীদের দুবাইয়ে পাঠানো হয়েছে। বিজি-৩৪৭ বিমানটির এক যাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক মহিলা যাত্রী এবং ভিডিও যিনি রেকর্ড করছেন, তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থা এবং মহম্মদ ইউনুসের প্রতি তুমুল বিষোদগার করেছেন। মহিলাটি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন, তিনি জানান, সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, এমনকী শৌচাগারে যেতে দেওয়া হয়নি তাঁদের। প্রবাসী বলেই কি ইউনুস সরকার তাঁদের প্রতি মনোযোগী নন, প্রশ্ন তাঁর। ভিডিও যিনি রেকর্ড করেছেন, তিনি দুবাইতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে যাচ্ছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ওই ব্যক্তি স্পষ্ট জানালেন, উপদেষ্টা কখনওই দেশের নাগরিকদের থেকে বড় হয়ে উঠতে পারেন না। প্রয়োজন মনে করলে উপদেষ্টাকেও নামিয়ে আনতে পারে বাংলাদেশের মানুষ।

সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড শেহনাজ

‘বিগ বস’-এ প্রতিযোগিতার পর থেকেই চর্চার থাকেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। ছোটপর্দা হোক বা বড়পর্দা কিংবা বলিউডে শেহনাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সলমন খানের হাত ধরেই সিনেমার পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। ওজন কমিয়ে একেবারে ছিপছিপে হয়েছেন। এ বার মনোকিনিতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড (Shehnaaz Gill Trolled) হতে হল নায়িকাকে। কী কাণ্ড ঘটালেন দেখে নিই… সোশাল মিডিয়াতেও শেহনাজের অনুসরণকারীর সংখ্যা নেহাত মন্দ নয়! চমকে দেওয়ার মতো। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে দেখা গেল নায়িকাকে। শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই একগুচ্ছ হাসিখুশি রঙিন মেজাজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সমুদ্র তটে অভিনেত্রী আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন। উন্মক্ত বক্ষবিভাযিকা আর তাঁর ‘সান কিসড’ ছবি দেখে অনুরাগীরা মন্ত্রমুগ্ধ। অভিনেত্রীকে দেখা গেল কালো স্যুইম সুইমস্যুটের সঙ্গে ডেনিম শর্টসে। শর্টস প্যান্টের চেনা খোলা। সমালোচকদের নজরে পড়েছে শেহনাজের শর্টস প্যান্টের খোলা চেন। ট্রোলড হতে হল নায়িকাকে। সাজপোশাক দিয়ে লোকের নজর কাড়েন উরফি জাভেদ। শেহনাজের ছবি দেখেই অনেকে কটাক্ষ করে উরফির সঙ্গে তুলনা টেনেছেন।   View this post on Instagram   A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)