রবিনসন স্ট্রিটের ছায়া হাওড়ায়!

এবার হাওড়াতেও রবিনসন স্ট্রিটের (Robinson Street Case) ছায়া। ডিম পাচেক মায়ের পচা গলা দেহ আগলে ঘরে পড়ে রইল ছেলে। রবিবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। স্থানীয় থানা দাসনগরের খবর দেন তারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি জেলেপাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রাসমণি নন্দী (৬৫)। রিতার পুত্র সুরজ নন্দী মানসিক অবসাদগ্রস্ত। বাড়িতে মা ও ছেলে দুজনে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুরজ। এদিন সকাল থেকেই বাড়ির আশেপাশে পচা গন্ধ বের হতে থাকে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, প্রতিবেশীরাই আত্মীয়দের খবর দেন। জানানো হয়েছে দাসনগর থানায়। পুলিশ এসে দরজা ভাঙতেই দুর্গন্ধের পরিমাণ তীব্র হয়ে ওঠে। তারপরই পুলিশ অবাক হয়ে যায়। খাটের মধ্যে পড়ে মৃতদেহ। শরীরের একাধিক জায়গায় পচন ধরে। ঘরে মৃতদেহ আগলে পড়ে ছেলে সুরজ নন্দী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে রাসমণি নন্দীর। সেই থেকেই দেহ আগলে বসেছিলেন তাঁর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মা ও ছেলেকে বেশ কিছুদিন ধরেই দেখা যায়নি। তাঁর মধ্যে কোনও অসুস্থতার কারণে হয়তো ওই মহিলা মারা গিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শুরু ‘পতাকা-বিতর্ক’

আর কয়েকদিন পরেই পাকিস্তান ও দুবাইয়ে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) আসর। কিন্তু তার আগেই এক নতুন বিতর্কে (Controversy) জড়িয়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান (Pakistan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও (Viral Video) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দেশগুলির পতাকা উড়লেও সেখানে নেই ভারতের জাতীয় পতাকা। একই ঘটনা ঘটেছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেও। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি-র নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা টুর্নামেন্টের ম্যাচ আয়োজক স্টেডিয়ামগুলিতে থাকা বাধ্যতামূলক। এরই মধ্যে করাচি ও লাহোরের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। করাচি স্টেডিয়ামের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে পিসিবি-র (PCB) কৌশলী প্রতিশোধ হিসেবে দেখছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে আলোচনা তুঙ্গে। এমনকি একই ধরনের আরেকটি ভিডিও লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকেও সামনে এসেছে, যেখানে ভারত ছাড়া বাকি সাতটি দেশের পতাকা দেখা গিয়েছে। এই বিতর্কের মাঝেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২৩ ফেব্রুয়ারি হতে চলা ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই সবসময়ই উত্তেজনার পারদ চড়িয়ে দেয়। তবে এবার মাঠের বাইরের এই ঘটনা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিসিসিআই (BCCI) বা আইসিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

শীতের (Winter) আমেজ আর নেই বললেই চলে। বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) । সেইসঙ্গে আকাশের মুখ ভার। গুমোট পরিবেশ। গত ২৪ ঘণ্টার তুলনায় সোমবার প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ( Temperature Forecast) । ভোরের দিকে কুয়াশা (Fog) থাকবে। কলকাতা (Kolkata Weather) এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। ঠাণ্ডার শিরশিরানি সরিয়ে এবার বসন্তের আগমন বার্তা। আর বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল মোটের মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে ৷ কলকাতা ও দুই 24 পরগনাতে ভিজবে শুক্রবারও। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ।