রাজীব কুমারের পরবর্তী উত্তরসূরি কে? বৈঠক সোমবার

পদ থেকে অব্যাহতি দেওয়া হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে (Chief Election Commissioner Rajeev Kumar) । আগামী মঙ্গলবার তাঁর শেষ দিন। তার পদে পরবর্তী উত্তরসূরি কে হবেন, সেই বিষয় কেন্দ্র এখনও কিছু স্পষ্ট করেনি। চলতি বছরে বিধানসভা নির্বাচন (Assemble Election) রয়েছে বিহারে (Bihar)। ২০২৬ সালে বাংলা, তামিলনাড়ু (Tamilnadu) ও অসমে (Assam) ভোট রয়েছে। খুব স্বাভাবিকভাবে নয়া নির্বাচন কমিশনারের (Election Commission) হাতেই এই পরবর্তী ভোট পরিচালনার দায়িত্ব থাকবে। সূত্রের খবর, পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন, তা নিয়ে আগামী সোমবারই বৈঠক হওয়ার সম্ভাবনা। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বৈঠকে উপস্থিত থাকবেন। ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেন রাজীব কুমার। গত বছর লোকসভা নির্বাচন থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে এক দশকে প্রথমবার বিধানসভা নির্বাচনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এছাড়া কর্নাটক, তেলঙ্গানা, মধ্য প্রদেশ, রাজস্থান বিধানসভা নির্বাচনের ব্যবস্থাপনাও তিনি করেছিলেন। গত সপ্তাহেই দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই নির্বাচন দিয়েই নিজের দায়িত্ব শেষ করলেন। বলা যেতে পারে, দিল্লি বিধানসভা নির্বাচনের আপের একরাশ অভিযোগ নিয়ে রাজীব কুমারের পদ থেকে অব্যাহতি পেলেন। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সময়ই বলেছিলেন যে অবসর গ্রহণের পর ৪-৫ মাস হিমালয়ে কাটাবেন। রাজীব কুমারের বক্তব্য ছিল, “আমি আগামী চার-পাঁচ মাসের জন্য নিজেকে ডিটক্সিফাই করব। হিমালয়ে যাব, মিডিয়ার থেকে দূরে থাকতে চাই। আমার একটু একাকীত্ব দরকার। রাজীব কুমার বিহার-ঝাড়খণ্ড ক্যাডারের একজন ১৯৮৪-ব্যাচের আইএএস অফিসার। রাজীব কুমারের পদের মেয়াদ একাধিক অভিযোগের মাধ্যমেই শেষ হল। দিল্লি নির্বাচনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে আপ ও কংগ্রেস।
প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। কখনও খুব গরম আবার তার পরের দিনই ঠান্ডা আবহাওয়া। ফলে মানুষ কি করবে আর কি করবে না, সেই বুঝতেই গিয়েই হাঁপিয়ে উঠতে হচ্ছে তাদের। দেশের বিভিন্ন অংশেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের ঝড়বৃষ্টির (Storm) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। দেশের বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভিজবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Begal) বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায়। এইসব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে দিল্লি (Delhi), বিহার (Bihar), হরিয়ানা (Haryana), রাজস্থানে (Rajasthan) তাপমাত্রা (Temperatue) এখন অনেকটাই উপরের দিকে। কিন্তু সেই পথের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরপ্রদেশে দিনের বেলা তাপমাত্রা অনেকটা উপরের দিকে থাকলেও রাতের দিকে তা অনেকটাই কমছে। তবে শনিবার থেকে আবহাওয়ার বড় বদল হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বইবে ঝোড়ো হাওয়া। রাজস্থানে শনিবার থেকে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরিস্থিতি আগামী চারদিন ধরে চলবে। তবে যদি পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ে তাহলে সেখান থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে বলেই খবর মিলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলা রোদের দেখা মিলবে। ফলে হালকা শীতের আমেজ থাকবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছে। অন্যদিকে রাতের বেলা তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছে। জেলার বিভিন্ন প্রান্তে কুয়াশার আধিক্য থাকবে।