এনসিএ-তে চলছে বুমরার রিহ্যাব

আশঙ্কা সত্যি করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর অভাবে টিম ইন্ডিয়ার (Team India) বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে তা বলাই বাহুল্য। দলে থাকা অন্যান্য বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। কবে সুস্থ হবেন বুমরা? সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট চলাকালীন পিঠ চোট পেয়েছিলেন ডানহাতি পেসার। সে ম্যাচের শেষ ইনিংসে বলই করতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বুমরাকে সুস্থ করে তোলার যাবতীয় চেষ্টা হয়েছিল কিন্তু তা বিফলে যায়। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছেন তিনি। সেখানেরই ফিট হয়ে ওঠার প্রক্রিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুমরা। ছবিটি এনসিএ-র জিমের ভিতর একটি আয়নার সামনে তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘রি-বিল্ডিং’, অর্থাৎ “নতুন করে নিজেকে গড়ছি।” আশা করা যায় আইপিএল ২০২৫ শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। আইপিএল শেষ হলে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের সিরিজ আছে। ইংলিশ কন্ডিশনে ওই সিরিজে বুমরাকে লাগবেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন, বুমরা কবে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। তা বলতে পারবেন এনসিএ-র চিকিৎসকরা। যদিও তাঁরা এখনও এ নিয়ে মুখ খোলেননি।

১১৯ ভারতীয়কে দেশে পাঠানোর ব্যবস্থা করছে ট্রাম্প প্রশাসন

আমেরিকা (USA) থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের (Indian Citizen) ফেরত পাঠানোর প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। প্রথম দফায় ১০৪ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর পর এবার দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প (Donald Trump) প্রশাসন। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে দেশের অসামরিক বিমান সংস্থা সিভিল এভিয়েশন ব্যুরোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া চিঠি অনুযায়ী, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত আনতে দু’টি বিশেষ বিমান আমেরিকা থেকে রওনা দিয়ে পঞ্জাবের অমৃতসরে নামবে। প্রথম বিমানটি ১৫ ফেব্রুয়ারি রাত ১০টা ০৫ মিনিটে ১১৯ জন যাত্রী নিয়ে অবতরণ করবে। দ্বিতীয় বিমানটি ১৬ ফেব্রুয়ারি ভারতে পৌঁছবে। তবে এই দ্বিতীয় বিমানে কতজন যাত্রী থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, প্রথম দফায় যে ১১৯ জনকে ফেরত আনা হবে, তাঁদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার এবং বাকি ১৯ জন গুজরাট, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। বেশিরভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাঁদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী গত ৭ ফেব্রুয়ারি জানান, আমেরিকা থেকে মোট ৪৮৭ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।