এবার শহরে ক্রীড়া সিনেমা ফেস্টিভ্যাল

স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের (sports film festival) উন্মাদনায় শহর কলকাতা। রোটারি সদনে ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হয় প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের (former footballer Deependu Biswas) হাত ধরে। শুভ সূচনা হবে ইরানিয়ান ছবি (Iranian Movie) ‘আলি ভার্সেস আলি’ (‘Ali vs Ali’) দিয়ে। শেষ হবে বাংলা সিনেমা (Bengali Movie) ‘দাবাড়ু’ (Dabaru) দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী শতাক্ষী নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন আসন্ন বাংলা কমেডি মুভি “হাঙ্গামা ডট কম” এর পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক স্যাভি। ২০২৫ সালের সিনেমাগুলি আজ ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি নন্দন (Nandan Cinema Hall) থ্রি প্রেক্ষাগৃহে এই দেখা যাবে। দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল হবে দেশের আরও চারটি শহরে। সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার। যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমাগুলি। এবারের ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশের বিভিন্ন ভাষায় দেখা যাবে মোট ২৪টি ছবি । প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা । অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), মার্কিন যুক্তরাষ্ট্র (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে জোরদার লড়াই । যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে । এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি – এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস। এছাড়াও এই ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তিনটি ভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। এগুলির মধ্যে রয়েছে ফিকশন, ননফিকশন ও এলজবিটি কিউ। এই উৎসব দেশের ক্রীড়াপ্রেমীদর খুশির এক অন্যমাত্রা এনে দিল।
উধাও শীত, বাড়বে তাপমাত্রা?

শীত (Winter) উধাও, এবার বাড়বে তাপমাত্রা (Temperature Rise)। আবহাওয়ার (Weather) খামখেলিপনার মাশুল গুণতে হচ্ছে বঙ্গবাসীকে (Sourth Bengal)। ভোরে হালকা ঠান্ডা, রাতে হালকা হিমেল পরশ থাকলেও এই ঠান্ডা উপভোগ্য নয়। চলতি মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝায় (Western storm) রাজস্থানে ঘূর্ণাবর্ত (Cyclone in Rajasthan) তৈরি হয়েছে। সেইসঙ্গে উত্তর-পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পাশাপাশি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই শীতের বিদায় বেলা শুরু হবে। অর্থাৎ ২০২৫-এ এবারের মতো বিদায় নেবে শীত। আজ, মঙ্গলবার থেকে আগামী পরশু বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ২থেকে ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলার পার্বত্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার আধিক্য দেখা যাবে। আগামী আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না, বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। আজ দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।
নাম বদলাবে ‘জোম্যাটো’র?

জোম্যাটো অনলাইন ফুড ডেলিভারির জনপ্রিয় অ্যাপ। বহু মানুষ নিত্যদিন ব্যবহার করেন এই অ্যাপ, প্রতিদিনের খাবার ডেলিভারির জন্য। বিভিন্ন নামি দামী সংস্থার খাবার পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। তবে এবার বদলে যেতে চলেছে এই সংস্থার নাম। এমনটাই জানানো হল সংস্থার কর্তৃপক্ষের তরফ থেকে। ‘জোম্যাটো’র বদলে এবার সংস্থার নাম হতে চলেছে’ ইটারনাল ‘। জানিয়ে দেওয়া হল জোমাট্যোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পরে গেলেই কর্পোরেট ওয়েবসাইট জম্যাটো ডট কমের নাম বদলে হয়ে যাবে ইটারনাল ডট কম। উল্লেখ্য, ইতিমধ্যেই জ্যোমাটোর তত্ত্বাবধানে রয়েছে ব্লিঙ্কিট, যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অর্ডার করলে ৭ মিনিটের মধ্যে তা আপনার ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, যেই খাবার নষ্ট হয় সেই খাবার যাদের দরকার তাদের দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।