মাধ্যমিকে ছাত্রর থেকে ছাত্রীর সংখ্যা বেশি

রের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025)। মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তার মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ১৪৭ জন বেশি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। রাজ্যে ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার বেশি। গত বছরের মতো এবছরও মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নয়। কেউ ধরা পড়লে পরীক্ষা বাতিল (Exam Cancel)। গত বছর ওই কারণে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন ধরে কিছু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি। এটা সম্পূর্ণ স্কুলের ভুল। ৯৬৪৫টি স্কুল নিয়ম মেনে কাজ করেছে। কিন্তু ১৩৬টি স্কুল সেই কাজ করেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ১৮১ জন পরীক্ষার্থীর নতুন আবেদন আজ রবিবার জমা পড়েছে। স্কুলগুলোর দায়িত্বজ্ঞানহীন কাজে পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, মাধ্যমিকের কোনও কাজ করবেন না। সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের কাছে এমন কোনও খবর নেই। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বাংলা (প্রথম ভাষা), ১১ ফেব্রুয়ারি ইংরেজি (দ্বিতীয় ভাষা), ১৫ ফেব্রুয়ারি (অঙ্ক), ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।
বিদায় নিতে চলেছে শীত?

শীতের খামখেয়ালিপনা জারি রয়েছে রাজ্যজুড়ে। কখনও ঠাণ্ডা তো কখনও আবার প্রচণ্ড গরম। সকালবেলাতে আবার ঘন কুয়াশার দাপট। যদিও সেই কুয়াশার চাদর সড়ে যেতে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কড়া রোদের জেরে গা পড়ানো গরমের দাপটও অব্যাহত। আর এবার আবহাওয়া দফতরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। যার জেরে স্পষ্ট ইঙ্গিত রাজ্যে শুরু হয়ে গেছে শীত বিদায় পর্বের প্রস্তুতি। এমনটাই জানাল আবহাওয়া দফতর। বসন্তের আগমন যে শুধু সময়ের অপেক্ষ তাও কিন্তু স্পষ্ট। কারণ ইতিমধ্যেই ইতিউতি শোনা যাচ্ছে কোকিলের ডাক। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মাসের মাঝামাঝি রাজ্য থেকে পুরোপুরি ভাবে বিদায় নিতে চলেছে শীত। বৃহস্পতিবার থেকেই ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও, উত্তরবঙ্গ থেকে এখনই কিন্তু বিদায় নেবেনা শীত। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও। শীত বিদায় নিতে চললেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ কুয়াশায় আচ্ছন্ন থাকবে বলে জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা। থাকবে শুষ্ক আবহাওয়া।
বাংলাদেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’

ফের অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ (Bangladesh Unrest)। কিছুদিন আগেই ঢাকার ধানমান্ডিতে (Dhanmandi) শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মহলেও চর্চা হয়েছে এই ঘটনাকে ঘিরে। আর এবার সেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল গাজীপুরে (Gazipur)। শুক্রবার রাতে গাজীপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল জনতা চড়াও হলে তাঁরা পাল্টা প্রতিরোধের মুখে পড়ে। স্থানীয়দের সাথে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের ছ’মাস পর দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ধানমন্ডি ও গাজীপুরের ঘটনাবলী দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে একদল হামলা চালিয়ে ভবনের একটি বড় অংশ ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধানমন্ডির ঘটনার রেশ না কাটতেই গাজীপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে গাজীপুরের উত্তেজনার পর স্বরাষ্ট্র মন্ত্রক ‘অপারেশন ডেভিল হান্ট’ (Operation Devil Hunt) নামে বিশেষ অভিযান শুরু করে। যৌথ বাহিনীর এই অভিযানে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের আটটি থানায় ৪৩ জনসহ মোট ৮৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের লোকজন।