শুরু বিধানসভার বাজেট অধিবেশন

সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (Budget Session 2025) শুরু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) ভাষণ দিয়ে সূচনা হবে। গত বাজেট হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। আগামী বুধবার বিকেল ৪টেয় রাজ্য বাজেট প্রস্তাব পেশ হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে চমক থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, টানা ১৪ মাসের বন্দিদশা কেটেছে জানুয়ারি মাসে। রবিবার ১৫ মাস পরে নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় পা রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মুক্তির প্রায় দিন ২৫ পর নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সংবর্ধনায় ভেসে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী। হাবড়া বিধানসভা থেকে তিন বার বিধায়ক হয়েছেন বালু। স্বভাবতই তাঁর রবিবেলার প্রত্যাবর্তনে হাবড়া তৃণমূলের কর্মীমহল ধরে নিয়েছে যে, আগামী বছর বিধানসভা নির্বাচনে বালুই আবার তাঁদের প্রার্থী হবেন। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের অন্দরমহলে খোঁজ নিলে ভিন্ন কথা শোনা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ বীরেন সিংয়ের

মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রীর (Chief Minister) পদ থেকে পদত্যাগ করলেন বীরেন সিং (Biren Singh)। রবিরার সন্ধ্যায় রাজ্যপাল অজয় ভাল্লার (Governor Ajay Bhalla) কাছে পদত্যাগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বিগত দু বছর ধরে অশান্ত মণিপুর। বিরোধীদের লাগাতার চাপের মুখেই ইস্তফা বীরেন সিংয়ের। বিরোধীদের অভিযোগ, মণিপুরকে শান্ত করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (Jp Nadda) সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন বীরেন সিং। সূত্রের খবর, পদত্যাগ পত্রে বীরেন লিখেছেন, এত দিন মণিপুরের মানুষকে যে সেবা দিতে পেরেছি, সেটি আমার কাছে খুব সম্মানের। এটা মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ করা এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে চির কৃতজ্ঞ।’’ আগামিকাল, মণিপুরে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেখানে মণিপুর হিংসা নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের। তার আগেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন। উল্লেখ্য, ১৫ মার্চ ২০১৭ তারিখে বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বীরেন ছিলেন মণিপুরে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী।
আজ শুরু মাধ্যমিক

আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। তার আগে রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি (Preparation)। জীবনের প্রথম বড় পরীক্ষা বা সরকারি বোর্ডের অধীনে পরীক্ষা। তার আগে এদিন ছাত্রছাত্রীরা বইয়ের শেষ পাতা ঝালিয়ে নিতে ব্যস্ত। পরীক্ষা কেন্দ্রগুলির সিসিটিভি, বসার ব্যবস্থা সহ সব কিছু সুষ্ঠুভাবে যাতে তা হয় তা খতিয়ে দেখতে এদিন তুঙ্গে ছিল আয়োজকদের ব্যস্ততাও। এবার পুরুলিয়া (Purulia) জেলায় মোট ৪৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ২০ হাজার ১৬০ জন। ছাত্রীর সংখ্যা ২৩ হাজার ৪ জন। জেলায় মোট পরীক্ষাকেন্দ্র ১০৮টি। তার মধ্যে ঝালদা (Jhalda) মহকুমাতেই মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯১৫০। মোট পরীক্ষা কেন্দ্র ২০টি। ঝালদা ১ নম্বর ব্লক এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা ২৬০২। সেখানে মোট পরীক্ষাকেন্দ্র ৫টি। জেলায় মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক ডঃ সোমনাথ কুইরি জানিয়েছেন, জেলাজুড়ে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সজাগ ও সতর্ক পরীক্ষা পর্যবেক্ষণ কমিটি। ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক মাহাতো জানান, পরীক্ষাকেন্দ্রগুলিতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।