শীতের দেখা কবে মিলবে?

ফেব্রুয়ারির শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা রয়েছে বজায়। চিরকাল সরস্বতী পুজোয় দেখা মেলে শীতের, কিন্তু এবার সেটিও উধাও। একপ্রকার উষ্ণই কেটেছে সরস্বতী পুজো। যদিও সকাল হতে না হতেই দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। তবে তার জেরে শীতের দেখা নেই। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি পুরোপুরি ভাবে বিদায় নেবে শীত। তার আগে শীতের লুকোচুরি খেলা বজায় থাকবে। কোনদিন বাড়বে তাপমাত্রা, আবার কোনদিন হবে নিম্নমুখী। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে সপ্তাহান্তে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথম তিনে বরুণ

সদ্যসমাপ্ত টি২০ সিরিজে সবথেকে বেশি নজর কেড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। তার ফল পেলেন হাতেনাতে। আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে (ICC T20 Series) দুজনেই চলে এলেন প্রথম তিনে। কেকেআর-এর মিস্ট্রি স্পিনার আগেই প্রথম দশে ছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আদিল রশিদের সমান পয়েন্ট হয়ে গেল তাঁর। তবে তিনি আছেন তৃতীয় স্থানে। অভিষেক শর্মা এক মস্ত বড় লাফ দিয়েছেন। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মুম্বইতে শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংস তাঁকে ৩৮ ধাপ এগিয়ে নিয়ে এল দ্বিতীয় স্থানে। নিজেরই দলের তিলক বর্মা, সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav) টপকে গিয়েছেন অভিষেক। তাঁর সামনে শুধুই অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head)। মুম্বইয়ে অভিষেকের ১৩৫ এই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে সুযোগ পেয়েছেন বরুণ। আগে ঘোষিত দলে ছিলেন না তিনি । কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় বরুণকে। জল্পনা ওঠে, তাহলে কি কেকেআর-এর মিস্ট্রি স্পিনারকে নেট বোলার হিসেবে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, দলে নেওয়া হয়েছে বরুণকে। গতকাল সন্ধে নাগাদ বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে মিস্ট্রি স্পিনারকে পরখ করে নিতে চাইছেন কোচ গম্ভীর। স্কোয়াডে ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। এরপরেও বরুণকে নেওয়া হল। কোনও সন্দেহ নেই, টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে দারুণ খুশি করেছে।
ফিরছে উত্তম-শর্মিলার ‘নায়ক’

যাঁরা উত্তমকুমারের অন্ধ অনুরাগী তাঁদের জন্য সুখবর। প্রেক্ষাগৃহে উত্তমকুমার, ৬ দশক নস্ট্যালজিক ফিরছে প্রেক্ষাগৃহে। আরও একবার সিনেমাহলে ফিরছে উত্তম (Uttam Kumar)-শর্মিলার (Sharmila Tagore) ‘নায়ক’ (Nayok)। ১৯৬৬ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ছবি ‘নায়ক’। বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। এই ছবি মুক্তি পাওয়ার পর এই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জনতামহলে। সমালোচকরাও ছবিটিকে প্রশংসায় ভরিয়েছিলেন। অনেকেই ‘নায়ক’-কে সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকাতেও রাখেন। বলেন, ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবির পর, তাঁর পরবর্তী মাস্টারপিস হল নায়ক। ছয় দশক পর এবার ফের একবার পুরনো সেই নস্ট্যালজিক নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন নায়ক (Nayak Rerelease)! আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে ফের একবার সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। ছবিটি ২কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে। আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখানো হবে। বিখ্যাত মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনরায় মুক্তির খবর জানিয়েছে।