‘প্রথমে ভোটদান, তার পর জলপান’ বার্তা প্রধানমন্ত্রীর

আজ দিল্লিত ভোটগ্রহণ (Delhi Assemble Election 2025) পর্ব চলছে। নির্দিষ্ট সময় মেনেই এদিন ভোট দান শুরু হয়। বুধবার ৭০টি আসনে ভোট হবে। মোট ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ (Voting) চলছে। এক কোটি ৫৬ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮৫ লক্ষ ৭৬ হাজার পুরুষ, ৭২ লক্ষ ৩৬ হাজার মহিলা এবং ১,২৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। নিরাপত্তায় মোতায়েন করা ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সাড়ে ৩৫ হাজারের বেশি দিল্লি পুলিশ এবং ১৯ হাজার হোমগার্ড মোতায়েন থাকবে বিভিন্ন বুথে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির (আপ) টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপের প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Atishi)। নয়াদিল্লি আসনে বিজেপির প্রার্থী হলেন পরবেশ বর্মা। জঙ্গপুরা থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। কারাওয়াল নগরের থেকে লড়াইতে বিজেপি প্রার্থী হলেন কপিল মিশ্র। মালবিয়া নগরে আপ প্রার্থী হলেন সোমনাথ ভারতী। শকুর বস্তিতে আপ প্রার্থী হলেন সত্যেন্দর জৈন। কালকাজিতে বিজেপি প্রার্থী হলেন রমেশ বিধুরি। ওখলায় আপ প্রার্থী হলেন আমানাতুল্লাহ খান। এদিন দিল্লিতে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar)। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি বরাররই সকাল সকাল ভোট দিই। আমি দিল্লির ভোট। জয়শঙ্কর বলেন, আমার মনে হচ্ছে দিল্লির জনগণ পরিবর্তনের মেজাজে আছেন। দিল্লিতে নির্মাণ ভবনের কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)। ভোট পর্ব শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenra Modi) সবাইকে ভোটদানের আহ্বান জানিয়ে ট্যুইট করেন। প্রধানমন্ত্রী বলেন’ আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটদান। আমি ভোটারদের আহ্বান জানাচ্ছি যে পূর্ণ উদ্যম নিয়ে তাঁরা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হন এবং নিজেদের মূল্যবান ভোট দিন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোটে যাওয়া যুব প্রজন্মকে আমার অভিনন্দন। মনে রাখতে হবে প্রথমে ভোটদান তার পর জলপান’।
৫০ জন পড়ুয়া এখনও পায়নি মাধ্যমিকের অ্যাডমিট

১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই পায়নি। পরীক্ষা দেওয়া নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হল। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। বৃহস্পতিবার এই মামলার শুনানি। আর মাত্র কয়েকদিন বাকি মাধ্যমিক পরীক্ষার (High Court-Madhyamik Exam)। ইতিমধ্যেই প্রস্তুতি ব্যস্ত পড়ুয়ারা। এর মধ্যেও বিপত্তি। রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। অ্যাডমিট কার্ড পেতে আদালতের দারস্থ হল বহু ছাত্র-ছাত্রী। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। এ নিয়ে এক অভিভাবকরা বলেন, তাঁর মেয়ে যদি পরীক্ষা দিতে না পারে, এরপর যদি কিছু করে বসে… তাহলে তো আমারই গেল। আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কিন্তু বাকিরা যারা কথা বলেছেন, তাঁদের বলা হয়েছে, আর কিছু করা যাবে না। এক শিক্ষিকা বলেন, পোর্টাল সবার নাম দেখায়। কিন্তু আমাদেরও তো প্রথম। আমাদেরও কিছু ভুল হয়েছে। এক পরীক্ষার্থীর বদলে অন্য পরীক্ষার্থী এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। টেস্ট পরীক্ষা দেয়নি, এমন ছাত্রও এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। আমাদের আবেদন ছিল, আমাদের আরেকবার সুযোগ দেওয়া হোক।
একদিনের সিরিজে ডাক পেলেন বরুণ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন না বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় তাঁকে। জল্পনা ওঠে, তাহলে কি কেকেআর-এর মিস্ট্রি স্পিনারকে নেট বোলার হিসেবে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, দলে নেওয়া হয়েছে বরুণকে। সন্ধে নাগাদ বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে মিস্ট্রি স্পিনারকে পরখ করে নিতে চাইছেন কোচ গম্ভীর। স্কোয়াডে ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। এরপরেও বরুণকে নেওয়া হল। কোনও সন্দেহ নেই, টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে দারুণ খুশি করেছে। টি২০ সিরিজে এক ম্যাচে পাঁচ উইকেট সহ পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন বরুণ। ইংলিশ ব্যাটাররা তাঁর বলের হদিশ পাচ্ছিলেন না। কে বলতে পারে, ওডিআই সিরিজে যদি সুযোগ পেয়ে নজর কাড়তে পারেন, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ঢুকে পড়তে পারেন। বহু প্রতীক্ষিত আইসিসি ইভেন্টের জন্য প্রাথমিকভাবে একটা দল ঘোষণা করে রেখেছে বিসিসিআই। তবে জসপ্রীত বুমরাকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করতেই হবে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুশ্রুষায় আছেন বুমরা। ১১ তারিখের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে না পারলে বরুণ দলে ঢুকে পড়তেই পারেন।