১৬ই মে মুক্তি পাবে ‘আমার বস’

বসন্তী পঞ্চমীর দিন প্রকাশ্যে এল শিবপ্রসাদ ও নন্দিতা মুখার্জি প্রযোজিত নতুন ছবির পোস্টার। মুখ্য চরিত্রে থাকবেন রাখি গুলজার (Rakhi Gulzar)। ছবির নাম ‘আমার বস’ (Amar Boss)। মুক্তি পাবে ১৬ই মে। এদিন ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ছবি প্রকাশের খবর ভাগ করে নেন পরিচালক। কী লিখলেন তিনি? পরিচালক লেখেন, ‘শুভ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা আমরা এখন যে যার মত করে নিজেদের বাড়িতে করি। আমাদের সবার প্রথম সরস্বতী পুজো মায়ের হাত ধরে। প্রথম হাতে খড়ি দেওয়া, দেবী সরস্বতীকে চেনানো, মা প্রথম ঠাকুরকে সাজিয়ে দিতেন… আমাদের প্রত্যেকের জন্য থাকতো বরাদ্দ কিছু দায়িত্ব, কেউ আলপনা দিতাম, কেউ চন্দন বাটতাম। মার হাতের ভোগের রান্না, সেই স্বাদ কখনো ভোলা সম্ভব না।’ শিবপ্রসাদ আরও লেখেন, ‘রাতে হত সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী সরস্বতীর সামনে আমরা সবাই কবিতা, গান করতাম। আমাদের মায়েরা কখনো হারমোনিয়াম নিয়ে গান গাইতেন, অভিনয় করতেন, নাচতেন, সেসব খুব মনকেমন করা স্মৃতি। আমাদের আগামী সিনেমা ‘আমার বস’-এ রয়েছে এরকম কিছু মিষ্টি মুহূর্ত। ১৬ই মে মুক্তি পাবে ‘আমার বস’। ২১ বছর বাদে আবার বড় পর্দায় দেখতে পাবেন রাখি গুলজারকে। শুটিংয়ের সময় আমরা সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তৈরি করেছিলাম। নিজে হাতে ভোগ রেঁধেছিলেন রাখি দি। সবাইকে পরিবেশনও করেছিলেন। এমনকি নাচ -গানের দৃশ্যে হৈ হৈ করে অংশগ্রহণ করেছিলেন। সেসব দৃশ্য আর কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আসবে। আর একটু অপেক্ষা… দেখা হবে বড় পর্দায়।’
কুয়াশার দাপট জারি

ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায়ে পৌঁছেছে বঙ্গ, কিন্তু কুয়াশার প্রকোপ এখনও যথেষ্টই চোখে পড়ছে (West Bengal Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সামান্য পারদ পতন হতে পারে, তবে রাজ্যে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ফলে শীতের আমেজ কিছুটা থাকলেও, ধীরে ধীরে উষ্ণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Kolkata Weather Update)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একইসঙ্গে, উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড এবং অসম-রাজস্থানে দুটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে। এই কারণেই রাজ্যের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ৪-৬ ডিগ্রি বেশি রয়ে গেছে। তবে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা নামলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ছয়টি জেলায়ও কুয়াশা ঘিরে ধরবে সকালবেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবারও দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনও হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকার সম্ভাবনা রয়েছে, ফলে দিনে উষ্ণতা বেশি অনুভূত হবে। যদিও সকালের দিকে ঠান্ডা ভাব থাকবে, তবে দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। এদিকে, কুয়াশার কারণে পথচলতি মানুষ ও গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত সকালে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ! পাকড়াও ২

ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) ফের অবৈধ অনুপ্রবেশ (Infiltration)। এবার দুই বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে চর কাকমারি সীমান্তবর্তী এলাকায় নাকা তল্লাশির সময় দু’জন ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। ফলে পুলিশের সন্দেহ আরও বাড়ে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তিরা হলেন কেরামত মাল ও সালাম বেদ। দু’জনেরই বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। তারা কয়েক মাস আগে অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তবে ভারতে থাকার পর তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। পরিকল্পনা অনুযায়ী, তারা সাগরপাড়ার চর কাকমারি সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তারা ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কেও কোনো স্পষ্ট জবাব দিতে পারেনি। তাই কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছিল এবং এখানে কী করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সাগরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবগত করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। একইসঙ্গে এই অনুপ্রবেশের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর সীমান্তের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।