সৃজিতের নয়া ছবির পোস্টার দেখে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

আসছে হেমলক সোসাইটি (Hemlock Society) পার্ট ২। সরস্বতী পুজোর দিন (Saraswati Puja 2025) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের উদ্দেশে বার্তা জনপ্রিয় বাংলা ছবির পরিচালক সৃজিত মুখার্জির (Srijit Mukherjee)। এদিন নয়া ছবির প্রথম পোস্টারের ঝলক পোস্ট করে সৃজিত লিখছেন, ‘সাবধান! সাবধান! সাবধান! হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এল… কিলবিল সোসাইটি।’ পোস্টারে দেখা যাচ্ছে, বড় হরফে লেখা ‘ফ্লিমিং সুন’। সঙ্গে হেমলক সোসাইটি থেকে পরমব্রতর কালজয়ী ডায়লগ, ‘মরবে মরো ছড়িও না’। ‘ফেলুদাও জানে, নেরুদাও জানে, দেরিদাও জানে…।’ দেখা যাচ্ছে হেমলকের হিট গান ‘জল ফড়িং’, ‘এখন অনেক রাত’-এর মতো প্রথম দু-একটি শব্দও।

বাঘাযতীন কাণ্ডে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার

বাঘাযতীনে (Baghajatin) হেলে পড়া ফ্ল্যাটের ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধারকে হরিয়ানা (Haryana) থেকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ। সূত্রের খবর, বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটি তৈরির বরাত পেয়েছিল অভিষেকের সংস্থা। ঘটনার দিন এলাকাতে ছিলেন অভিষেক। পরে তিনি পালিয়ে যান। গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের (Flat Baghajatin) বিদ্যাসাগর কলোনি এলাকায় একটি বহুতল হেলে পড়ে। জানা যায়, ফ্ল্যাটটি আগেই হেলে গিয়েছিল। তা প্রোমোটারকে জানানোর পর তিনি নাকি বহুতল সোজা করার জন্য হরিয়ানার এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর সেই কাজ করেনি অভিষেকের সংস্থা। বাসিন্দাদের অভিযোগ, ওই সংস্থা কাজ তো করতে পারেনি উল্টে তাদের বিপদ বাড়িয়েছে। ঘটনার পর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এনিয়ে ক্ষোভ উগরে দেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার এই কাজ করেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে হরিয়ানার কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং সোজা করার চেষ্টা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ি লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। অনুমতি ছাড়াই বাড়ি লিফটিং কাজ করে তারা। সংস্থার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে এফআইআর করে কলকাতা পুরসভা। নির্মাণকারী সংস্থার মালিক-সহ ৮টি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সোমবারই হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে অভিষেক নাগরাকে। ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ৫ ফেব্রুয়ারি

তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যার অনথা হচ্ছেনা এই বছরও। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দুদিনের জন্য রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যের তরফ থেকে আশা করা হচ্ছে, এই বাণিজ্য সম্মেলন থেকে প্রতিবছরের মত এই বছরও বড় বিনিয়োগ হতে চলেছে। উল্লেখ্য, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই রাজ্যের তরফ থেকে শুরু হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত একাধিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নয়, বৈঠক থেকে খতিয়ে দেখা হয় গতবারের বাণিজ্য সম্মেলনের সমস্ত বিনিয়োগ প্রস্তাব কতদূর কাজ এগিয়েছে সেই সমস্ত বিষয়ও। সূত্রের খবর, আইটিসি ইনফোটেক এই সম্মেলন থেকে রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব তৈরির ঘোষণা করতে পারে। এমএসএমইর পাশাপাশি ভারী শিল্প কারখানা, পর্যটন, বস্ত্র এবং চর্ম শিল্পের বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, শিল্পস্থাপনে রাজ্যের পরিত্যক্ত জমিগুলিকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবছরের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উৎপাদন এবং শিল্প, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, সার্কুলার ইকোনমি, প্রাকৃতিক সম্পদ ও প্রতিরক্ষা উৎপাদন, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস, পর্যটন, জ্ঞানভিত্তিক অর্থনীতি (IT ও ITES সহ), স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো, শিক্ষা, সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র।