প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়! কবে?

সরস্বতী পুজো পুজোর আগে দুঃসংবাদ। সপ্তাহ শেষে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train cancelled)। শনি-রবিবার-সোমবার শিয়ালদহ উত্তর-দক্ষিণ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনের সংশ্লিষ্ট শাখায় প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। তার মধ্যে ১০৮টি ট্রেনই বাতিল (108 Trains Cancelled) থাকছে। যার এর ভোগান্তিতে পড়বেন যাত্রীরা (Sealdah Division Passengers Face Problem)। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করে ট্রেন বাতিল করার কথা জানান। কাঁকুড়গাছি ও বালিগঞ্জ এ ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে। এই মর্মে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার রাত থেকে ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদা-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। শনিবার বাতিল থাকবে ৫৯ লোকাল ট্রেন। রবিবার বাতিল থাকবে ৪৯ লোকাল। কিছু ট্রেনের গতি পথ কমানো হয়েছে। মোট ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল থাকছে। উত্তর ও দক্ষিণ শাখায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। বহু মানুষের কাছেই কর্মস্থলে যাওয়ার মাধ্যম লোকাল ট্রেন। আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। অবশ্য লক্ষীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি রবিবার সরস্বতী পুজো অনেকেই গ্রাম থেকে শহরের আসেন ট্রেন বাতিলের জেরে বেশিরভাগ যাত্রী সমস্যার সম্মুখীন হতে চলেছেন।

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মাঘের মাঝামাঝি সময়েও শীতের (Winter) ফর্মে ঘাটতি দেখা যাচ্ছে। সরস্বতী পুজোর আগে থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের (Weather Forecast) ইঙ্গিত স্পষ্ট। সোয়েটার, মাফলার, টুপি উঠে গিয়েছে আলমারিতে। রাতের ঠান্ডাও কমতে শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার ভোরে তা এক লাফে বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শীতের এই আচমকা বদলের মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছে। এর ফলে রাত ও দিনের তাপমাত্রা বাড়ছে। আবহবিদদের মতে, চলতি মরশুমে শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে শীতের প্রত্যাবর্তনের আশা ক্ষীণ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা পারদ পতন হতে পারে। তবে তা শীতপ্রেমীদের জন্য সন্তোষজনক হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বরং ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে গরমের প্রকোপ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে শীত কার্যত বিদায় নিতেই চলেছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত বিদায় নেওয়ার পথে। তবে ঘন কুয়াশা এখনও দাপট দেখাচ্ছে উত্তরের জেলায় জেলায়। আগামী ৩ দিন দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে সকালবেলায়। ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা রয়েছে।

মহাকুম্ভে পদপিষ্ট, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উত্তর প্রদেশের প্রশাসনিক অফিসারদের বিরুদ্ধে মামলায় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী পদপিষ্টের ঘটনায় মামলা দায়ের করেছেন। কুম্ভমেলায় স্নান করার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম প্রয়াগরাজে। মৌনী অমাবস্যায় ৫০ বছর পর বিরল ত্রিবেণী যোগ! পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। মৌনী অমাবস্যায় তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে ঘটে গেল পদপৃষ্টের মতো দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এখনও অনেকেরই খোঁজ মিলছে না। এই ঘটনায় জনস্বার্থে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মামলাকারীর দাবি, সব তীর্থক্ষেত্রের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত গাইডলাইন প্রার্থনা মামলায়। মেলায় থাকা প্রতিটি রাজ্যের স্টল থেকে পূণ্যার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত গাইডলাইন সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার আবেদন। হিন্দি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় মেলা প্রাঙ্গণে বিভিন্ন রাস্তাঘাটের নাম ও ঘাটের দিকনির্দেশকারী বোর্ড দেওয়া ছাড়াও ঘোষণা ব্যবস্থা রাখার দাবি। রাজ্যের স্টলগুলিতে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডাক্তার ও নার্স রাখার আবেদন মামলাকারী আইনজীবী বিশাল ভরদ্বাজের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকারকে আদালতে স্ট্যাটাস রিপোর্টের তলবের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে যাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এমন ঘটনা, সেই অফিসার ও কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আবেদন।