কার সঙ্গে প্রেম করছেন রশ্মিকা?

বহুদিন ধরে রশ্মিকা-বিজয় দেবেরাকোন্ডারর (Vijay Deverakonda) সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। এত দুজনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন। যুবপ্রজন্মের হার্টথ্রব রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। অভিনেত্রীর নাম উঠলেই বিজয় প্রসঙ্গ উঠবে না এমনটা হতে পারে না। শোনা যাচ্ছে বিজয়-রশ্মিকা একে অপরকে মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন দক্ষিনী অভিনেত্রী। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তারা দুজন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি তিনি। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা মুখ ফসকেই ‘সত্যিটা’ বলে ফেললেন রাশ্মিকা। তাঁর কথায়, “সবচেয়ে আনন্দের জায়গা হল বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনওই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।”তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনও একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।” কিন্তু তিনি কার পার্টনার? সে ব্যাপারে আর বিস্তারিত কিছুই বলেননি অভিনেত্রী।
চ্যাম্পিয়ন্স লিগে আজ ১৮টি ম্যাচ

নব কলেবরে আয়োজিত হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। লিগ পর্বের প্রাথমিক পর্যায়ের অষ্টম তথা শেষ রাউন্ড। গড়াপেটা যাতে না হয় তাই আজ একই সময়ে একসঙ্গে ১৮টি ম্যাচে মুখোমুখি ৩৬টি দল। এদিন প্রথম আটে যারা শেষ করবে তারা সরাসরি নক আউট পর্বের (শেষ ষোলো) যোগ্যতা অর্জন করবে। এই মুহূর্তে শীর্ষস্থানে থাকা লিভারপুল (Liverpool FC) এবং দ্বিতীয় স্থানাধিকারী বার্সেলোনার (FC Barcelona) নক আউট নিশ্চিত হয়ে গিয়েছে। আজ হারলেও তাদের কিছু যায় আসে না। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আর্সেনাল ও ইন্টার মিলান, বিরাট অঘটন না হলে তাদেরও নক আউট নিশ্চিত। অ্যাস্টন ভিলা, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ আজ জিতে প্রথম আটে জায়গা করার মরিয়া চেষ্টা করবে। তা না পারলেও নক আউটে যাওয়ার দ্বিতীয় সুযোগ আছে, লিগ ফেজের পর খেলা হবে প্লে অফ। দুই লেগের নক আউট প্লে অফ খেলে শেষ ষোলোয় যেতে হবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো প্লে অফ খেলার সুযোগ পাবে। কিন্তু ২৫ কিংবা তার নীচে শেষ করা দলগুলি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এমনকী আগের মতো ইউরোপা লিগেও আর ঠাঁই হবে না। ইউরোপের অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) এই আশঙ্কায় রয়েছে। আজ ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। আশা করা যায়, পুরো তিন পয়েন্ট নিয়ে ১১ পয়েন্টে শেষ করবে তারা। এদিকে ইতিমধ্যেই ১১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে রয়েছে ব্রুগ। ১০ পয়েন্ট নিয়ে ২১, ২২, ২৩ এবং ২৪ নম্বরে অবস্থান করছে বেনফিকা, পিএসজি, স্পোর্টিং সিপি এবং ভিএফবি স্টুটগার্ট। সবমিলিয়ে সমীকরণ বেশ জটিল। অর্থাৎ আজ রাতে (ভারতীয় সময় রাত ১.৩০টা) ইউরোপের ক্লাব ফুটবলের আঙিনায় চলবে মহাযুদ্ধ।
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, সাময়িক বন্ধ অমৃত স্নান?

প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান (Amrit Snan) উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পদপিষ্ট বহু। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় ২ নম্বরের সেক্টরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে অমৃত স্নানের (Mahakumbh Amrit Snan) জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে পৌঁছেছেন। প্রায় ১০ কোটি মানুষ এদিন উপস্থিত ছিলেন মেলায়। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Mahakumbh 2025)। এখনও পর্যন্ত প্রায় ১৫ কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে মহাকুম্ভে ভিড় জমতে শুরু করে। রাস্তাঘাট জমজমাট। রেলপথ হোক বা বাসস্ট্যান্ড কোথাও পা ফেলার জো নেই। ভিড়ের মোকাবিলায় প্রয়াগরাজের মহাকুম্ভে নামানো হয়েছে এনএসজি ও র্যাফ। হেলিকপ্টারে চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘যারা এই ভিড় সামলাতে ব্যর্থ, প্রশাসন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করবে।’ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা বলেছেন। মেলা প্রশাসন আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্রপুরী জানিয়েছেন, আখড়া থেকে ফের অমৃত স্নান শুরু করা হতে পারে। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফ থেকে সবরকম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।