এসটিএফ থানা নিয়ে বড় প্রস্তাব মন্ত্রিসভার

কলকাতা পুলিশের (Kolkata Police) মতো এবার রাজ্য পুলিশের জন্য পৃথক টাস্ক ফোর্স থানা (Task Force Police Station) তৈরির সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এই প্রস্তাব দেওয়া হয় বলে খবর। জানা গিয়েছে, একজোড়া পৃথক টাস্ক ফোর্স গঠন করা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে একটি টাস্ক ফোর্স থানা গঠন করা হবে শিলিগুড়িতে, অন্যটি হবে কলকাতার নবদিগন্ত ভবনে। এর পাশাপাশি, স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন বিভাগে ৪০টি শূন্যপদ তৈরি করার প্রস্তাবও দেওয়া হয় এদিনে বৈঠকে। উল্লেখ্য, মাদক দমন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি বিরোধী কার্যকলাপ রুখতে পাঁচ বছর আগে তৈরি হয়েছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Special Task Force)। সেই সময়েই ঠিক হয়েছিল, রাজ্য পুলিশের জন্য পৃথক টাস্ক ফোর্স থানাও তৈরি করা হবে। যদিও কলকাতা পুলিশের এসটিএফ-এর জন্য পৃথক থানা ও আদালত ইতিমধ্যে রয়েছে। এবার রাজ্য পুলিশের জন্য তৈরি হবে এই বিশেষ থানা। উল্লেখ্য, স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদর দফতর রয়েছে কলকাতার সেক্টর ফাইভে। সেখানেই বসেন এসটিএফ-এর গোয়ান্দা ও শীর্ষ আধিকারকরা। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদহ, খড়্গপুর এবং দুর্গাপুরে রয়েছে এসটিএফ-এর ইউনিট। পৃথক থানা তৈরি হলে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং মালদহ ইউনিটকে শিলিগুড়ি এসটিএফ থানার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
বিএসএফকে জমি রাজ্যের

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নতুন করে সম্প্রতি শুরু হয়েছে। জমি সমস্যার (Land Problem) জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিল বিএসএফকে (BSF) সরকারি খাস জমি দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীয়া জেলার করিমপুরে বেড়া দেওয়া হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর কাঁটাতার বেড়ার ফাঁকা অংশ পূরণ করার জন্য ০.৯০ একর সরকারি খাস জমি হস্তান্তর হবে। বিএসএফ এই জমি সমস্যার কথা অনেক দিন ধরেই জানাচ্ছিল। কাঁটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। এই নদীয়াতেই কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ায় গত শুক্রবার তিনটি বাঙ্কার উদ্ধার হয়েছে। সেখান থেকে দেড় কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তার মধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি অংশে সীমান্ত অরক্ষিত। সম্প্রতি বাংলাদেশে অস্থিরতা বেড়েছে। যার জেরে নতুন করে সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই বেড়া দিতে গিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবির চাপানউতোরে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকী দুই দেশের গ্রামবাসীরা মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মা হওয়ার পর প্রথমবার ব়্যাম্পে দীপিকা

বলিউডের ফ্যাশন দুনিয়া রাজ করছেন সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee )। তাঁর ফ্যাশন হাউজ এদিন ২৫ বছর পূর্ণ করল। এই বিশেষ উদযাপনে মঞ্চ আলো করলেন দীপিকা পাড়ুকোন। গত সেপ্টেম্বরে রণবীর-দীপিকার পরিবারে এসেছে তাঁদের কন্যা দুয়া পাডুকোন সিং। মেয়ের জন্মের পর আপাতত ঘর-সংসার নিয়েই ব্যস্ত বলিউডের মস্তানি। প্রেগন্যান্সিতে শ্যুটিং করলেও মা হওয়ার পর আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন নিউলি মাম্মি। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের (Sabyasachi Mukherjee Fashion Show) ২৫ বছর পূর্তিতে ব়্যম্পে হাজির দীপিকা পাডুকোন (Deepika Padukone)! ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উদযাপন করলেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এ উপলক্ষে ছিল বিশেষ ফ্যাশন শো। ব়্যাম্পে থেকে দর্শকসারি সবখানেই ছিল তারকাদের সমাগম। বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সব্যসাচীর গালা পার্টিতে। ব়্যাম্পে সকলের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন। ফ্যাশন শোয়ের মঞ্চে মস্তানির উজ্জ্বল উপস্থিতি যেন শোয়ের জৌলুস বৃদ্ধি করেছিল। দীপিকার থেকে চোখ সরানো যাচ্ছিল না। শো জুড়ে ছিল অভিনেত্রী গ্ল্যামলুকের চমক। শোতে একটি ক্রিম শার্ট এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি কোট। কোটের সঙ্গে কালো লেদারের গ্লাভস আর মানাইসই জুয়েলারিতে দীপিকা। চুলটাকে টেনে বেঁধে একটা স্মার্ট খোঁপা করেন। পরেছিলেন একটি চশমাও। এতদিন পর তাঁকে এই রূপে দেখে অনুরাগীরা মুগ্ধ। View this post on Instagram A post shared by DietSabya® (@dietsabya)