৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী (Weather Update)। শীত যেন ‘এই আছি, এই নেই!’ জাঁকিয়ে শীতের আমেজ পেতে বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমীঝঞ্ঝা (Winter Update in Kolkata)। হালকা শীতের দেখা মিললেই তাপমাত্রা বেড়ে যায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মিলল স্বস্তির ইঙ্গিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফের শীতের নয়া ইনিংসের সাক্ষী থাকবে রাজ্যবাসী। পাশাপাশি, ৩ জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল ঘন কুয়াশার দাপট। হাওয়া অফিস জানিয়েছে, ফের কামব্যাক করতে চলেছে শীত। দিনকয়েক বীরভূম ও পুরুলিয়ায় তাপমাত্রা বেড়েছিল বেশ কিছুটা। শীতের শিরশিরানিও অনুভূত হয়নি। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও রাতের মধ্যেই বদলে যাবে আবহাওয়া। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় থাকবে শীতের দাপট। মোটের উপর আবহাওয়া থাকবে শুষ্ক। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুঁড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা। অন্যান্য জেলাগুলিতে জারি কুয়াশার সতর্কতা। ৩ জেলা ছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক। রবিবারের মধ্যে এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রার পতন। কলকাতার আবহাওয়ার আপডেট এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী ৩ দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা।

মেট্রোর ট্রায়াল রান নোয়াপাড়া থেকে বিমানবন্দরে

এবার মেট্রো করে পৌঁচ্ছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে। নোয়াপাড়া থেকে ছুটল বিমানবন্দরের মেট্রো (Noapara-Airport Metro)। সফল হল প্রথম ট্রায়াল রান। চলতি বছরেই চালু হতে চলেছে এই রুট। এই রুট চালু হলে কলকাতা মেট্রোর পালকে জুড়ে নয়া পালক। পাশাপাশি কলকাতা বিমান বন্দর থেকে উত্তর ২৪ পরগনার সধ্যে সংযোগ আরও মসৃণ হল। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর,জয় হিন্দ বিমানবন্দর মেট্রো (Airport Metro) স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। এই রুট চালু হলে ৩৪-৩৬ মিনিটে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে। ট্রায়াল রেকটি দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে পৌঁছয়। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে রেকটি ফেরার যাত্রা শুরু হয় বেলা ১টা ৫৭ নাগাদ শুরু হয় এবং ২টো ২১ মিনিটে নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছয়। এই রুটের মেট্রো ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে হবে সংযোগ স্থাপন। মেট্রোর জেনারেল ম্যানেজার এই অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে অভিনন্দন জানান। জয় হিন্দ বিমান বন্দর এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি হতে চলেছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে যাত্রী বিনিময়ের স্থান হবে। জয় হিন্দ বিমান বন্দর স্টেশনটি অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সংযোগকারী স্টেশন হবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে ১৮০ মিটার দৈঘ্যের ৫টি প্লাটফর্ম থাকবে। এই রুটে চারটি স্টেশন থাকবে- নোয়াপাড়া, দম দম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমান বন্দর। আবার নোয়াপাড়া সংযুক্ত একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে অন্যদিকে গড়িয়া পর্যন্ত। এই বিমানবন্দরের মোট এলাকা ১৪৬৪৫ বর্গমিটার। যশোর রোডকে জয় হিন্দ বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করবে এই স্টেশন। একটি পাতালপথে ঢুকতে হবে বিমানবন্দরে। তার দৈর্ঘ্য ২৭০ মিটার এবং প্রস্থ ১৩ মিটার। এই পাতালপথের তিনটি গেট আছে। পার্কিং এলাকা থেকে আসা যাত্রীরাও একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য ৯০ মিটার দৈর্ঘ্যের পাতাল পথ থাকবে।