কলকাতার রাস্তায় রোবট কুকুর!

কলকাতার (Kolkata) রেড রোডে চলছে উৎসবের প্রস্তুতি। এর মাঝে এবছর ভারতের সেনার এক অভিনব প্রদর্শনী সকলের নজর কেড়েছে। রেড রোডের কুচকাওয়াজে এই প্রথমবার অংশ নিতে চলেছে এক ‘রোবট কুকুর’ (Robotic Dog), যার পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট বা সংক্ষেপে মিউল (MULE)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক যন্ত্র কেবল এক প্রদর্শনী নয়, বরং ভারতীয় প্রতিরক্ষার নতুন শক্তির প্রতীক। আসলে ‘মিউল’ হল একটি রোবটিক কুকুর, যা মূলত সেনাবাহিনীর (Indian Army) বিশেষ কাজে ব্যবহৃত হয়। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে এটিকে রিমোটের মাধ্যমে পরিচালনা করা যায়। তবে প্রয়োজনে নিজে থেকে বেশ কিছু সিদ্ধান্তও নিতে সক্ষম এই রোবট কুকুর। এটি যেমন ছুটতে পারে, তেমনই আবার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বোমা নিষ্ক্রিয় করার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে পারে এই মিউল। বিগত কয়েক বছর ধরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভারতের সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বাড়াতে এই ধরনের রোবটিক ডিভাইস অত্যন্ত কার্যকর। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে জওয়ানদের নিরাপত্তার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই রেড রোড জুড়ে মহড়া চলছে। সেনাবাহিনীর জওয়ানরা যেমন কুচকাওয়াজে অংশ নিয়েছেন, তেমনি চলছে রোবোটিক ট্রেনিংও। মহড়া চলাকালীন বন্ধ রাখা হয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড এবং রানি রাসমণি রোডের একাংশ। এদিন মিউলের উপস্থিতি কৌতূহলের সৃষ্টি করেছে পথচারীদের মধ্যে।
ঘন কুয়াশার দাপট কলকাতায়

রাজ্যে শীতের দেখা না মিললেও, ঘন কুয়াশার দাপট অব্যাহত। সকাল থেকেই কুয়াশার ছাদরে মুড়ে থাকছে গোটা এলাকা। বাদ নেই কলকাতাও। গত দুদিন ধরে কলকাতায় ঘন কুয়াশার দাপট অব্যাহত। এর আগেও কুয়াশার চাদরে মুড়ে থাকতে দেখা গিয়েছিল তিলোত্তমাকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলচ্ছিল কড়া রোদেরও। তবে বিগত দুদিন ধরে ঠিক যেন উল্টো! কুয়াশার দাপট যেন ১০ গুন বেশি শহর কলকাতায়, এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও সেই কুয়াশার দাপট সমান ভাবে অব্যাহত! আর এবার সেই কারণেই ব্যহত হল কলকাতার বিমান পরিষেবা। জানা যাচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়, যার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝা অব্যাহত। যার জেরে রাজ্যে এই সপ্তাহে অন্তত দেখা মিলবেনা শীতের। তবে বিগত তিন চারদিন ধরে তাপমাত্রা বেশি থাকলেও, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার তাপমাত্রা আবার নিম্নমুখী হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এর আগেই রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট জারি করা হয়েছিল? কিন্তু কেন? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে আজ সারাদিনই কুয়াশায় মোড়া থাকতে পারে সমস্ত এলাকা। কড়া রোদের দেখা পাওয়া যাবেনা খুব একটা। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
দাম কমল আমুল দুধের

মুদ্রাস্ফীতির (Inflation) বাজারে মধ্যবিত্তের পকেটে একটু স্বস্তি। প্রতি লিটারে আমুল দুধের দাম কমল ১ টাকা করে। তবে এই দাম ধার্য হবে শুধুমাত্র ১ লিটারের প্যাকেটেই। আমুল গোল্ড, আমুল তাজা ও টি স্পেশ্যাল মিল্কের দাম কমছে। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা শুক্রবার এমনই জানিয়েছেন। এর ফলে আমুল গোল্ড দুধের দাম ১টাকা কমে ৬৬ থেকে হয়েছে ৬৫। আমুল টি স্পেশ্যালের ১ লিটারের পাউচের দাম ৬২ থেকে কমে হয়েছে ৬১। আমুল তাজা দুধের দাম ৫৪ টাকা থেকে কমে হয়েছে ৫৩। উল্লেখ্য, গত জুন মাসে আমুল দুধে লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। সেসময় মাদার ডেয়ারিও লিটার প্রতি দাম বাড়িয়েছিল।