Reliance Group mulls World’s biggest data center

India’s richest man Mukesh Ambani set to make a grand entry into the AI space to cash in on the emerging tech sector. As per a Bloomberg report, the billionaire industrialist is planning to set up world’s largest data centre in India. The Reliance Group is reportedly buying Nvidia ‘s powerful AI semiconductors to set up its own data centre at Guajarat’s Jamnagar. US-based NVIDIA, a global leader in AI technology, is collaborating with Reliance on an ambitious project targeting a capacity of three gigawatts for its upcoming data center. Once operational, this facility will outsize the world’s largest existing data centers, which currently operate at capacities below one gigawatt, marking a significant leap in infrastructure scale and capabilities. India’s richest man Mukesh Ambani is planning to make a grand entry into the AI space to cash in on the emerging tech sector. As per a Bloomberg report, the billionaire industrialist is planning to set up world’s largest data centre in India. The Reliance Group is reportedly buying Nvidia ‘s powerful AI semiconductors to set up its own data centre at Guajarat’s Jamnagar. US-based NVIDIA, a global leader in AI technology, is collaborating with Reliance on an ambitious project targeting a capacity of three gigawatts for its upcoming data center. Once operational, this facility will outsize the world’s largest existing data centers, which currently operate at capacities below one gigawatt, marking a significant leap in infrastructure scale and capabilities.

হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন

ফের নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা চারদিনের জন্য হাওড়া শাখায় বাতিল থাকতে চলেছে একাধিক রুটের ট্রেন! যার জেরে ফের যাত্রীদের সম্মুখীন হতে হবে ভোগান্তির। তবে কেন ৪ দিন ধরে হাওড়া শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন? জানা, যাচ্ছে সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে হাওড়া শাখা থেকে একাধিক রুটের ট্রেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার এই বিষয়ে জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা বাড়ানোর কাজ চলবে, পাশাপাশি সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজও চালু থাকবে। আর এই কাজের জন্য ভেঙে ফেলা হবে সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। যার জন্যই আজ ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে হাওড়া শাখা থেকে একাধিক ট্রেন। বাতিল থাকতে চলেছে, হাওড়া-ব্যান্ডেল রুটে ১৫ জোড়া ট্রেন এবং শেওড়াফুলি রুটে ১১ জোড়া ট্রেন। এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে, ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশাল। তবে যাত্রীসুবিধার্থের কথা মাথায় রেখে চালানো হবে বেশ কিছু স্পেশাল ট্রেন। যাতে নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে না হয়। তবে এই কাজের ফলে ৪ দিন অসুবিধের সম্মুখীন হতে হলেও আখেরে উপকৃত হবেন যাত্রীরা। রেল সূত্রে দাবি, পুরোনো এই ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণের ফলে সালকিয়ায় ট্রেন চলাচলের জায়গা ৩৬ মিটার থেকে বেড়ে ৬৬ মিটার হবে। একইভাবে হাওড়া ময়দান এলাকায় ট্রেন চলাচলের জায়গা ৬০ মিটার থেকে বেড়ে ১৩৪ মিটার হবে। যার জেরে আখেরে লাভ যাত্রীদেরই। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে নতুন বছরের শুরু থেকেই তৈরি করা হচ্ছে বেশ কিছু নতুন প্ল্যাটফর্মও।

চোখে আগুনের ঝলক, প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। তাঁর অভিনয় ও মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের নজরকাড়লেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ ছবিতেও অভিনেত্রী রশ্মিকা মন্দনার অভিনয় ও নাচ প্রশংসিত হচ্ছে নানা মহলে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা প্রেম নিয়ে জল্পনা কম হয় না।! এবার ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji Maharaj) স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী অভিনেত্রী। মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ (Chhaava Movie) ছবিতে রশ্মিকার ফার্স্ট লুক। সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতারে দেখা গেল অভিনেত্রীকে। রশ্মিকার রূপে চড়ল উত্তেজনার পারদ। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রশ্মিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ, নাকে নথ। ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে যশুবাই। ‘ছাভা’ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। Behind every great king, there stands a queen of unmatched strength. Introducing @iamRashmika as Maharani Yesubai – the pride of Swarajya. #ChhaavaTrailer Out Tomorrow! Releasing in cinemas on 14th February 2025.#Chhaava #ChhaavaOnFeb14@vickykaushal09 #AkshayeKhanna… pic.twitter.com/koCHibw4ss — Maddockfilms (@MaddockFilms) January 21, 2025

শীত ফিরছে বঙ্গে?

ভোর থেকেই কুয়াশার চাদরে আচ্ছন্ন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিন দেখা যায় কুয়াশার দাপট কমে কিন্তু আজ তার উল্টো, বরং সমান ভাবে বজায় রয়েছে কুয়াশার দাপট। ভোর বেলাতে দৃশ্যমানতাও বেশ কম ছিল। কিন্তু এর ফলে যে শীত অনুভূত বেশি হচ্ছে তা কিন্তু নয়। শীতের দাপট প্রায় নিস্পৃহ বললেই চলে। ইতোমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝা অব্যাহত। যার জেরে রাজ্যে এই সপ্তাহে অন্তত দেখা মিলবেনা শীতের। এমনকি শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। যার জেরে স্পষ্ট বঙ্গে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা কোন ভাবেই নেই। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরের জেলাগুলিতে সপ্তাহান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। আর দক্ষিণবঙ্গের সর্বত্রই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে কেন ভারী কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে আজ সারাদিনই কুয়াশায় মোড়া থাকতে পারে সমস্ত এলাকা। কড়া রোদের দেখা পাওয়া যাবেনা খুব একটা। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আশা করা যাচ্ছে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।