আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি

আজ অর্থাৎ বুধবারই সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর (RG Kar Case) মামলার শুনানি। সোমবার ঘটনার ১৬৪ দিন পর শিয়ালদহ আদালত এই মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। যদিও রায় নিয়ে দ্বিভক্ত নাগরিক সমাজ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রায়ে খুশি নন। সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছে রাজ্য সরকার। আগামিকাল এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা। বুধবার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে। ডিসেম্বরের শেষের দিকে শেষবার আরজি কর ইস্যুতে শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল। আদালত জানিয়েছিল জুনের তৃতীয় সপ্তাহে মামলাটি ফের শোনা হবে। তবে এর মধ্যে কোনও পক্ষ যদি নতুন করে কোনও অভিযোগ জানাতে বা মামলা সংক্রান্ত নতুন কোনও তথ্য পেশ করতে চায় সেই সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মা নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে।
কুম্ভমেলায় মালা বেচতে গিয়ে হঠাৎই ভাইরাল হয়েছিল ধূসর চোখের মোনালিসা

কুম্ভমেলায় (Mahakumbh 2025) মালা বেচতে গিয়ে হঠাৎই ভাইরাল হয়েছিল ধূসর চোখের মোনালিসা (Viral Monalisa)। প্রয়াগরাজের (Prayagraj) জনবহুল এই মেলায় তাঁকে তাক করে ছিল এক ডজন ক্যামেরা। মালা বিক্রি লাটে ওঠার জোগাড়। তাঁকে ঘিরে সমাজমাধ্যমেও উত্তেজনা তুঙ্গে। ভয়ের চোটে সুন্দরী মোনালিসা মুখ ঢেকেছিল মাক্সে। কিন্তু ধূসর চোখকে কি ফাঁকি দেওয়ার উপায় আছে! মাক্সের ফাঁক থেকেও উজ্জ্বল দুই চোখ চিনিয়ে দিচ্ছে তিনিই মোনালিসা। কথায় আছে ভাগ্যের ফের। মহাকুম্ভে এসে ভাগ্য বদলে গেল মোনালিসার। এবার তিনি পাড়ি দিতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেপাড়ার অন্দরে গুঞ্জন, আল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন তিনি! কতটা সত্যি আর কতটা গুজব? ভাইরাল ভিডিওতে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন, মামাতো বোনেদের সঙ্গে সুখের সংসার তাঁর। পড়াশোনা করেননি একেবারেই। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই। খোশ মেজাজে পাথরের মালা বিক্রি করেন তিনি। এটাই তাঁর রোজগারের একমাত্র পথ। आज मेरा मेकअप शिप्रा मेकओवर ब्यूटी सैलून द्वारा किया गया 😍😍 धन्यवाद ❣️ pic.twitter.com/zSJr8NtIRG — Monalisa Bhosle (@MonalisaIndb) January 20, 2025
অসুস্থ মোনালি ঠাকুর, ভর্তি হাসপাতালে

অনুষ্ঠানের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মোনালি। মঙ্গলবার দিনহাটা উৎসবে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। তাঁর নিশ্বাস নেওয়ার সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি স্টেজ থেকে নেমে পড়েন। প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কোচবিহারে রেফার করা হয়। আপাতত তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন গায়িকা। অনুষ্ঠান আচমকাই অসুস্থ বোধ করেন মোনালি। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসাধীন গায়িকা। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।