মেদিনীপুর হাসপাতালে সুপার সহ ১২ জন ডাক্তার সাসপেন্ড

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু কাণ্ডে আরএমও সহ ১২ জন সিনিয়র ও জুনিয়র ডাক্তার সাসপেন্ড। তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যাঁরা, ট্রেনিদের হাতে ছেড়ে দিয়েছেন যারা, রেজিস্টারে নাম পাওয়া গিয়েছে, তাঁদের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আমি ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল। মানবিক। অন্যায় হলে মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য। দুটো তদন্ত রিপোর্ট যখন আমার কাছে জমা পড়েছে। সব মিলিয়ে সিআইডি দেখবে। যেসব ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, ডা. সৌমেন দাস (আরএমও), দিলীপ পাল, হিমাদ্রি নায়েক, মহম্মদ আলাউদ্দিন, জয়ন্তকুমার রাউত, পল্লবী বন্দ্যোপাধ্যায়, মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মণীশ কুমার, জাগৃতি ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগাতে বলব। কেউ না করলে তাঁকে অন্য জায়গা দেখে নিতে বলব। সিনিয়র ডাক্তারদের কাছে আমার অনুরোধ, আট ঘণ্টার যে ডিউটি অ্যালট করা আছে, অনেক সময় শুধু সই করে চলে আসেন। সরকারি চাকরি করব আবার একইসঙ্গে প্রাইভেটেও করব এমনটা হতে পারে না।
‘ধুম ৪’ এ রণবীরের সঙ্গে ভিকি কৌশল

‘ধুম ৪’ এ নাকি চোরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে আর পুলিশের চরিত্রে ভিকি। যশরাজ ফিল্মসের স্পাইভার্সে এবার এরা নাম লেখাতে চলেছেন। এই মুহূর্তে বলিউডে ভিকি কৌশল সবথেকে ব্যস্ততম নায়ক। গত বছর ‘ব্যাড নিউজ’ ছবিটি অনবদ্য অভিনয় করার পর বেশ কয়েকটি প্রজেক্টে তিনি ডাক পেয়েছেন। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ‘ধুম ৪’ ছবিতে রনবীরের সঙ্গে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মস-এর অফিসে হাজির হয়ে আদিত্য চোপড়ার সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন ভিকি। অন্দরের খবর, আদিত্য নাকি দু’দুটি বড় প্রজেক্টের জন্য ভাবছেন ভিকিকে। একটি তাদের স্পাই-ইউনিভার্স সিরিজ ছবির জন্য। যেখানে ভিকিকে একজন স্পাই হিসাবেই ওই সিরিজের নতুন একটি ছবিতে দর্শকের সামনে হাজির করানো হবে ভিকিকে, যেখানে তিনি-ই থাকবেন প্রধান নায়ক। অন্য আর একটি ছবি হল ধুম ৪! উল্লেখ্য, বড়পর্দায় যথেষ্ট প্রশংসিত রণবীর-ভিকির রসায়ন। এইমুহূর্তে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন এই দু’জন। ভিকি কৌশল তাঁর আগামী ছবি ‘ছাভা’-র জন্য অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এই ছবিতে রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্নার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি। লক্ষণ উতেকরের পরিচালনায় এই ছবিটি তৈরি করা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। শুধু ভিকি নয়, আলিয়া ভাটও ‘আলফা’ ছবির হাত ধরেই স্পাই ইউনিভার্সের অংশ করতে চলেছেন বলে সূত্রের খবর। সলমন, শাহরুখ এবং আমির এতদিন যশরাজ ফিল্মসের ইউনিভার্সের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। তবে এবার নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে যশ রাজ ফিল্মস। একদিকে যেমন ‘আলফা’ ছবিতে আলিয়া এবং শর্বরীকে কাস্ট করা হয়েছে তেমনই অন্যদিকে ‘ধুম ৪’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে এবং পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। অর্থাৎ ‘ধুম ৪’ ছবিতে ‘চোর’ রণবীরকে তাড়া করবেন ‘পুলিস’ ভিকি
কেমন আছেন সইফ আলি খান?

গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই ছুরিকাহত সইফ আলি খান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই চলছে তাঁর অস্ত্রোপচার । জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বুধবার অভিনেতা সইফ আলি খান নিজের বান্দ্রা ওয়েস্টের ফ্ল্যাটে ছিলেন। এগারো তলায় তাঁর ফ্ল্যাট। আর সেখানেই ঢুকে পড়ে এক ব্যক্তি। হঠাৎ করে সেই ব্যক্তি ঢুকে পড়ায় সাইফ আলি খানের বাড়ির পরিচারিকার সঙ্গে বেধে যায় বাকবিতন্ডা। ঝামেলার আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ আলি খান। ঝামেলা আটকানোর চেষ্টা করেন অভিনেতা। তখনই সেই অপরিচিত ব্যক্তি সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। যার জেরে আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সেই ব্যক্তির খোঁজ চলছে যার দ্বারা অভিনেতা আহত হন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল সইফ।