8th Pay Commission for central government employees approved by Cabinet

The Union Cabinet on Thursday approved to set up 8th Pay Commission to revise salaries of central government employees and allowances of pensioners. The decision to set up the 8th Pay Commission was taken at a meeting of the Cabinet chaired by Prime Minister Narendra Modi, Union minister Ashwini Vaishnaw said. The minister informed that the chairman and two members of the Commission will be appointed soon. Consultations will also be held with central and state governments and other stakeholders, the minister added.

নৌসেনা কতটা শক্তিশালী হল? কী বললেন মোদি

১৫ জানুয়ারি, সেনাবাহিনী দিবসে (Army Day) ভারতীয় নৌসেনায় সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক ও প্রবল ক্ষমতাশালী রণতরী, সাবমেরিন। বুধবার সেনাবাহিনী দিবসে মুম্বইয়ে নৌসেনার তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে ‘হান্টার কিলার’ সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন মোদি। প্রবল ক্ষমতাশালী রণতরী, সাবমেরিন যুদ্ধজাহাজগুলি (warship) নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এগুলিই পরবর্তীকালে দেশের সুরক্ষায় হয়ে উঠতে পারে গেম-চেঞ্জার। নৌবাহিনীর ক্ষমতাকে আরও বাড়াতে অন্তর্ভুক্ত হচ্ছে একটি অত্যাধুনিক সাবমেরিন (submarine)। চিন – পাকিস্তানের উপর চাপ বাড়তে পারে। জলপথে চিন যে ভাবে শক্তি বাড়াচ্ছে তাতে নৌসেনার শক্তিবৃদ্ধির প্রয়োজন ছিল। এই স্করপিন যুদ্ধজাহাজগুলি অন্তর্ভুক্ত হলে, ভারতের সামুদ্রিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরে চিনের বাড়বাড়ন্ত রুখতে কার্যকরী ভূমিকা পালন করবে এই নতুন সংযোজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ১৫ জানুয়ারি একটি ‘স্পেশাল ডে’। এদিনই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে, 7400 টন আইএনএস সুরাত (INS Surat), 6670 টন আইএনএস নীলগিরি (INS Nilgiri), 1600 টন আইএনএস ভাগশির (INS Vagsheer)। মোদি বলেন, দুটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ,তিনটিই দেশকে প্রতিরক্ষার বিষয়ে অগ্রনী হওয়ার পথে অনেকটাই এগিয়ে দেবে। আত্মনির্ভর করে তুলবে ভারতকে। সেনার সামগ্রিক শক্তিবৃদ্ধিতে দারুণ কাজ করবে এই রণতরীগুলি, মনে করছেন বিশেষজ্ঞরা। আইএনএস সুরাট উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। অটোমেশন এবং অর্ডন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল, যার সিংহভাগই নির্মাণ হয়েছে ভারতে। আইএনএস নীলগিরি ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। শিবালিক-ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক । রণতরীগুলির ডিজাইন তৈরি হয় দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে।

শহরে গলা কেটে খুন মহিলাকে

গল্ফগ্রিনে উদ্ধার এক মহিলার গলা কাটা দেহ। গল্ফগ্রিনের আরপি কলোনি থেকে উদ্ধার এক মহিলার দেহ। বন্ধ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। দেহ উদ্ধারের ঘটনায় গল্ফগ্রিনে উপস্থিত হয় গল্ফগ্রিন থানার পুলিশ। মহিলার দেহে একাধিক ধারাল অস্ত্রের চিহ্ন মিলেছে, যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কয়েকদিন আগেই গল্ফগ্রিন থেকেই উদ্ধার হয় এক মহিলার কাটা মুণ্ডু। যা নিয়ে তোলপাড় পরে যায় কলকাতা জুড়ে। গল্ফগ্রিন থেকে উদ্ধার হয় সেই মহিলার কাটা মুণ্ডু, এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় বাকি দেহাংশ। আর তার কদিন যেতে না যেতেই আবারও গল্ফগ্রিন থেকে উদ্ধার এক মহিলার দেহ। তাও আবার বন্ধ ঘরের মধ্যে থেকে। কে বা কারা সেই মহিলাকে খুন করল? তা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গোটা ঘটনার শুরু হয়েছে তদন্ত।

এবার শিয়ালদহ থেকেও বন্দে ভারত

কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর। এবার শিয়ালদহ (Sealdah Rail Station) থেকেও বন্দে ভারত (Bande Bharat) ছাড়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এমনিতে হাওড়া (Howrah) থেকে বন্দে ভারত (Bande Bharat) ছাড়ে। এবার শিয়ালদহ থেকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে তিনমাসের মধ্যে শিয়ালদহ থেকে বন্দে ভারত তার যাত্রা শুরু করবে। রেল সূত্রে খবর, কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো (Modern Coaching Depot at Kashipur) তৈরি করা হবে। আনুমানিক খরচ পড়বে ২৫০ কোটি টাকা। ট্র্যাকের কাজ চলবে। সেই সমস্ত কাজ শেষ হলে বন্দে ভারত চালানো হবে। ওই সমস্ত ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ৩ মাস সময় লাগতে পারে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। হাওড়া থেকে ধানবাদ সংলগ্ন ছোটা আমবানা পর্যন্ত এই প্রকল্পের কাজ। উল্লেখ্য, ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে হাওড়া থেকে প্রথম বন্দে ভারত পরিষেবা শুরু হয়। তবে উদ্বোধনী পরিষেবাটু ৩০ ডিসেম্বর হাওড়া থেকে চালানো হয়েছিল। এটি পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত ট্রেন পরিষেবা। হাওড়া ছাড়াও দেশের বড় বড় মেট্রো শহরগুলি থেকে বন্দে ভারত ট্রেন চলাচল করে থাকে। বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট নয়টি রুটে চলে বন্দে ভারত। তার মধ্যে হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া–পুরী, নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি, হাওড়া–পাটনা, নিউ জলপাইগুড়ি–পাটনা, হাওড়া–রাঁচি, হাওড়া–ভাগলপুর, হাওড়া–গয়া ও হাওড়া–রৌরকেল্লা বন্দে ভারত রয়েছে।