৪ তলা ফ্ল্যাট ভেঙে পড়ল বাঘাযতীনে

কলকাতা: বাঘাযতীনে (Bagha Jatin) ভেঙে পড়ল চারতলা ফ্ল্যাট (Flat Building Leaning)। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনীর (Bagha Jatin Vidyasagar Colony) ঘটনা। ঘটনায় আহত বেশ কয়েকজন। ভিতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দমকল ও বিশাল পুলিশ বাহিনী। যাদবপুর ৯৯ নং ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনী (৩ নং) এ ভেঙে পড়ল ৪ তলা ফ্ল্যাট। তবে আপাতত হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল, তখনই বিপত্তি। রয়েছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবে পুরসভা। পুরসভা সূত্রের খবর, কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়। খবর দেওয়া হয় ফ্ল্যাটের প্রোমোটারকে। তিনি মেরামতের আশ্বাস দেন। ফাটলের জন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, বর্তমান কাউন্সিলর নির্বাচিত হয়ে কলোনির জমিতে ৪ তলা বেআইনি ফ্ল্যাট তৈরির অনুমোদন দিয়েছিলেন। জলা জমিতে তৈরি এই ফ্ল্যাট বেশ কয়েকদিন ধরে বসে যাচ্ছিল। তারপর এদিন ওই ফ্ল্যাটের একপাশে হেলে যায় এবং ভেঙে পড়ে। পাশের একতলা বাড়ির উপর হেলে গিয়েছে। বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার। বিদ্যাসাগর কলোনির এই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুসভার। বাড়িটি প্রায় ১০ বছর পুরনো ছিল। কলকাতা পুরসভা অনুমতি ছাড়াই হাইড্রোলিক দিয়ে বাড়ির উচ্চতার বাড়ানোর কাজ চলছিল। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, বিপজ্জনক এই ফ্ল্যাট ভেঙে দেওয়া হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হয়ছিল। কিন্তু চারতলা বিল্ডিং তৈরি করা হয়েছিল। তারপরই এই ঘটনা।

শীতের দেখা নেই মকর সংক্রান্তিতেও

মকর সংক্রান্তিতেও দেখা নেই শীতের। কনকনে ঠান্ডার আমেজের নামগন্ধ নেই বাংলায়। ফিকে হয়েছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আসন্ন পাঁচদিন আবহাওয়ার বিশেষ বদল ঘটবে না। গত সপ্তাহে হাড়হিম করা ঠান্ডার আমেজ ছিল শহরে। যদিও দক্ষিণবঙ্গের মানুষ শীতের আমেজ উপভোগ করছেন এখনও কিছুটা। এই আবহেই দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আসন্ন ৫দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস  হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে দার্জিলিং, কালিম্পঙ ও আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভবনা। কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?  হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতাসহ দুই বঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস  সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫. ৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০. ৫ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ।

পুনরায় মুক্তি পাবে ‘বরেলি কি বরফি’

‘বরেলি কি বরফি’ ২০১৭ সালের একটি জনপ্রিয় রোমান্টিক কমেডি ড্রামা। ছবিটি নিকোলাস ব্যারেউ-এর উপন্যাস ‘দ্য ইনগ্রেডিয়েন্টস অফ লাভ’ অবলম্বনে তৈরি হয়েছিল। এই ত্রিকোন প্রেমের কাহিনী সে সময় দর্শকদের যথেষ্ট মন জয় করেছিল। এবার রাজকুমার,কৃতি ও আয়ুষ্মানের জমাটি রসায়নে তৈরি হয়েছিল এই ছবি বিট্টি-প্রীতম-চিরাগ কে নিয়ে।রি- রিলিজের চলমান প্রবণতার মধ্যেই দর্শকদের নস্টালজিয়া ভাসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। ছবিটি আগামী ৭ ফেব্রুয়ারি আবার বড় পর্দায় ফিরে আসছে। ভ্যালেন্টাইন দিবসের ঠিক আগে প্রেম এবং বন্ধুত্ব উদযাপনের কথা মাথায় রেখে এই ছবি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তেওয়ারি। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ও সীমা গাহওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। বড় বড় স্বপ্ন দেখেন শহরের মেয়ে বিট্টি। মধ্যবিত্ত জীবনের বেড়াজালে নিজের জীবনকে বেঁধে রাখতে চায় না সে। তাই বিয়ে ঠিক হতেই বাড়ি থেকে পালানোর ছক কষে। সেই প্ল্যান বানচাল হয়ে যায় একটি বইয়ের কারণে। আর সেই বইয়ের লেখক এর খোঁজে পৃথিবীর তোলপাড় করে ফেলে বিট্টি। দেখা মেলে চিরাগ আর বিক্রম দুই হিরোর সঙ্গে। গল্প অনুযায়ী একজন দুর্দান্ত স্মার্ট এবং অন্যজন ছাপোষা। এই তিনজন মিলেই ছবিতে তৈরি করে নতুন রসায়ন। আট বছর পর বড় পর্দায় কৃতি শ্যানন,রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা জুটির ম্যাজিক ‘বরেলি কি বারফি’ প্রেম দিবসে আবার মুক্তি পাচ্ছে।