কলকাতা ভিজবে কি?

ফের থমকে যাবে শীতের ব্যাটিং। জানুয়ারিতে ভোল বদলে যাবে আবহাওয়ার। কারণ সেই ঘূর্ণাবর্ত। পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। গোটা রাজ্যেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠাণ্ডা কমবে। পরের দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পরবর্তী দু’দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। অর্থাৎ মাঘের শুরুতে ফের ফিরবে শীত। অপরদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মোটের উপরে শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার। তবে ভারী বৃষ্টি হবে না। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া পুরোপুরি আবহাওয়া শুষ্ক থাকবে।

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে গত শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরেই তাঁকে দেওয়া রিঙ্গার্স ল্যাকটেট (আরএল) স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই স্বাস্থ্য দফতর কড়া নির্দেশিকা জারি করে। তার পরই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ঠিক কী ঘটেছিল, কার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হল, আদৌ আরএল স্যালাইনের ব্যবহারই এর জন্য দায়ী কি না ইত্যাদি খতিয়ে দেখতে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বেশ কিছু ওযুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। পাশাপাশি, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধানকে এসএসকেএম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করে তদন্ত কমিটি। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের কথা উল্লেখ করে সোমবার মুখ্যসচিব বলেন, ‘‘আমরা কোনও রকম গাফিলতি বরদাস্ত করব না। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ।’’ তিনি জানান, বিস্তারিত রিপোর্টে যাঁরাই দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে। ছাড় পাবেন না কেউই। শুধু তা-ই নয়, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন-কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডিও।

ফের বড়পর্দায় অক্ষয়-তাবু জুটি

দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার (Akshay Kumar) প্রিয়দর্শন জুটি বাঁধতে চলেছেন। তাই জোর চর্চায় পরিচালক প্রিয়দর্শনের(Priyadarshan) নতুন ছবি ‘ভূত বাংলা’ (Bhoot Bangla)। অন্যদিকে শোনা যাচ্ছে ২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘হেরাফেরি'(Hera Pheri) পর এই তাবুর (TABBU) সঙ্গে জুটি বাঁধতে চলেছে অক্ষয়। তা যদি হয় তবে পর্দায় এই জুটিকে দেখা যাবে প্রায় ২৫ বছর পর। ভূত বাংলায় নায়িকা নাকি তিনি অশরীরী তা এখনো খোলসা করে জানা যায়নি। এই ছবিতে তাবুর যোগদানের ব্যাপারে যখন জল্পনা তুঙ্গে তখন ইনস্টাগ্রাম এ ভূত বাংলা ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে নায়িকা নিজেই ছবিতে পা রাখার কথা ঘোষণা করেছেন। সঙ্গে লিখেছেন ‘আমি এখানে আটকে রয়ে। নেটপাড়ার ইঙ্গিত স্পষ্ট। ভূত বাংলায় আটকা পরে রয়েছেন তাবু। তার মানে কি এই ছবিতে তিনি ভূত! প্রসঙ্গত, এটি তিনি তার সব অভিনেতা অক্ষয় কুমার, যীশু সেনগুপ্ত এবং ওয়ামিকা গাব্বিকেও ট্যাগ করেছেন।ভুতুড়ে ছবিতে এর আগেও তাবুকে দেখা গিয়েছে। যেমন ‘গোলমাল ৩’, ‘ভুলভুলাইয়া ২’। সাম্প্রতিক ছবিটিতে আবার যমজ ভূতের চরিত্রে দেখা গেছে। একটি সংবাদ সূত্রের খবর এপ্রিলে শুটিং শেষ হয়ে যাবে ‘ভূত বাংলা’ ছবির। আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি।