সাসপেন্ড আরাবুল ও শান্তনু

কলকাতা: আরাবুল ইসলাম (Arabul Islam) ও শান্তনু সেনকে (Santanu Sen) দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। জানা গিয়েছে, দলবিরোধী কাজের অভিযোগে ভাঙড়ের আরাবুল ইসলাম এবং চিকিৎসক নেতা শান্তনু সেনকে সাসপেনশনের পথে হেঁটেছে শাসকদল। এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ৬ বছরের জন্য। পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয়। গত পঞ্চায়েত ভোটে আরাবুল জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্যও হন। তবে সম্প্রতি গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে দলীয় পত্তাকা উত্তোলন করতে গিয়ে দলের আর এক গোষ্ঠীর সঙ্গে গন্ডগোলে জড়ান আরাবুল। একদা শিক্ষিকাকে জলের পাত্র ছুড়ে মারার অভিযোগে অভিযুক্ত আরাবুলের গাড়িতে সে দিন পাথর ছোড়েন তৃণমূলেরই কর্মীরা। ওই ঘটনার প্রেক্ষিতে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরাবুলকেই দায়ী করেন। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে অভিযোগ জানাবেন। তার পরেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। অন্যদিকে, দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেনকে নিয়েও দলের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। আর জি কর কাণ্ডের সময়ে তাঁর ভূমিকাকে ভালো চোখে দেখেনি তৃণমূল।

দূষণ কমাতে বাতিল হবে ডিজেল গাড়ি?

দূষণ (Pollution) নিয়ন্ত্রণে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানাল আদালত। সম্প্রতি মুম্বই (Mumbai) শহরের বায়ুদূষণ (Air Pollution) নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালতের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পর্যায়ক্রমে ডিজেল চালিত গাড়ি (Diesel Car) এবং কাঠ ও কয়লা জ্বালানি হিসেবে ব্যবহারকারী চুল্লি বাতিল করা যেতে পারে। ডিজেল ইঞ্জিন চালিত যানবাহনের পরিবর্তে সিএনজি (CNG Car) এবং ইলেকট্রিক যানবাহন (Electric Vehicle) ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বিচারপতিরা। তাঁদের প্রশ্ন, দিল্লির মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন না হলেও ডিজেল ইঞ্জিন নিষিদ্ধ করে বিকল্প জ্বালানি ব্যবহার বাড়াতে বাধা কোথায়? আদালত জানিয়েছে, মুম্বইয়ের বায়ুদূষণে তৃতীয় বৃহত্তম অবদান কাঠ ও কয়লার চুল্লির। নির্মাণ শিল্প এবং বিশেষ কিছু শিল্প দূষণের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তাই বেকারি ও ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের কাঠ ও কয়লা ব্যবহার বন্ধে কর্পোরেশনকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। আদালত প্রস্তাব দেয়, নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্ত রাখা যেতে পারে, যাতে কাঠ ও কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি পায়। মুম্বই কর্পোরেশন ইতিমধ্যেই কাঠ ও কয়লার চুল্লি ব্যবহারকারী বেকারিদের এক বছরের মধ্যে ব্যবস্থা বদলানোর জন্য নোটিশ পাঠিয়েছে। বেকারি শিল্প থেকে বছরে পাঁচ কোটির বেশি বান তৈরি হয়। তাই এটি দূষণের একটি বড় উৎস। পাশাপাশি, নির্মাণস্থলগুলিতেও ‘রিয়েল-টাইম পলিউশন ডেটা’ পর্যবেক্ষণ প্রযুক্তি বসানোর প্রস্তাবও পেশ করা হয়েছে। মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।

কিং খানের নতুন লুক

বয়স ৬০ ছুঁইছুই কে বলবে। এখনও বলিপাড়ার উঠতি হিরোদের টেক্কা দিতে পারেন কিং খান। শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন লুক দেখে ঝড় উঠেছে ফ্যানেদের মনে। যার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। ৫৯ বছর বয়সে এসেও প্রতি মুহূর্তে তাঁর প্রেমে পড়ে অনুরাগীরা। এর মধ্যে আরিয়ানের ব্র্যান্ডের বিজ্ঞাপণে শাহরুখের নয়া লুক সামনে এল। আরিয়ান খান (Aryan Khan), বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভায়ের হাই-এন্ড স্ট্রিটওয়্যার ব্র্যান্ড D’YAVOL সেপ্টেম্বর 2024 সালে নিউইয়র্ক ফ্যাশন আত্মপ্রকাশ করেছিল। ব্র্যান্ডটিতে স্ট্রিটওয়্যার ও স্পিরিটসের নানা জিনিস পাওয়া যায়। শাহরুখ ও আরিয়ানকে ব্র্যান্ডের (SRK-Aryan Khan) নতুন কালেকশন ‘X-3’-এর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। শাহরুখ তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, এই কালেকশনটি ১২ জানুয়ারি লঞ্চ হবে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এক রাতে একটি জাদুঘরে ঢুকে বিখ্যাত মোনালিসার ছবি সরিয়ে তাঁর জায়গায় ব্র্যান্ডের নতুন কালেকশনের একটি জ্যাকেট রাখছেন শাহরুখ। এই জ্যাকেটকে “মাস্টারপিস” হিসেবে দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার করার পর থেকেই অনুরাগীরা শাহরুখের স্টাইলের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।