ছন্দে ফিরছে শীত?

ছন্দে ফিরছে শীত (Winter in Kolkata) । ফের পারদ পতনের সম্ভবনা বাংলায় বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের বেলা তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি। গত সপ্তাহে কনকনে শীতের দাপট ছিল কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় (Kolkata Weather Update)। গত দু’দিনে পারদ ওঠানামা হয়েছে বিস্তর। এবার ফের তাপমাত্ৰা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দু’দিনে তাপমাত্রা কমার সম্ভবনা ২-৪ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে তাপমাত্রা (North Bengal Weather Update) । ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (South Bengal Weather Update) । দুই বাংলায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০. ৮ ডিগ্রি বেশি। এদিন শহরের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ।

এবার প্রতারকদের নিশানায় UPI ব্যবহারকারীরা?

সাইবার প্রতারণার খবর প্রতিদিনই থাকে খবরের শিরোনামে। দেশ এবং রাজ্যের কোনো না কোনো প্রান্তে সাইবার জালিয়াতের শিকার হচ্ছেন আমজনতা। এখন সাইবার প্রতারণা চক্রের নতুন ফাঁদ ‘ ডিজিটাল অ্যারেস্ট ‘। সেই ফাঁদে বহু মানুষ পা দিয়ে সর্বহারা হয়েছেন। সেই আতঙ্ক কমার নাম নেই, দিনে দিনে তা বাড়ছেই। আর এবার নতুন ধরনের প্রতারণা চক্রের ফাঁদে পড়ছেন বহু মানুষ। নয়া এই প্রতারণা চক্রের নাম ‘ জাম্পড ডিপোজিট স্ক্যাম ‘। বর্তমান সময় UPI পেমেন্ট সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সব জিনিস কিনতেই বা সাধারণ পেমেন্ট করতেও UPI ‘ ই এখন ভরসা। চায়ের দোকানে পেইমেন্ট থেকে শুরু করে সব জিনিস কিনতেই ব্যবহার করা হয় অনলাইন পেইমেন্ট । প্রতারকরা এবার UPI পেমেন্টের মধ্যে দিয়ে নতুন প্রতারণা চক্রের ফাঁদে তৈরি করছে। কীভাবে চালানও হচ্ছে এই নতুন প্রতারণা? প্রতারকদের তরফ থেকে প্রথমে ইউপিআই গ্রাহকদের একাউন্টে পাঠানো হচ্ছে অল্প কিছু টাকা। তারপর গ্রাহকের পক্ষ থেকে কৌতূহল বসত টাকার উৎস জানতে নিজের ব্যাংকিং অ্যাপ অথবা অনলাইন পেমেন্ট অ্যাপ খুলে দেখছেন গ্রাহকরা। আর তারপর দিতে হচ্ছে পিন। এই ওটা প্রক্রিয়ার সময় গ্রাহকের ইউ পি আই একাউন্ট এর উপর নজর রাখছেন প্রতারকরা। আর টাকা পাঠানোর পরেই একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে প্রতারকরা।

বঙ্গ সফরে মোহন ভাগবত

বাংলার নির্বাচন প্রস্তুতি শুরু করে দিল আরএসএস। বঙ্গ (West Bengal) সফরে আসছেন (Tour) সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বাংলাজুড়ে দীর্ঘ সফর রয়েছে আএসএস প্রধানের (RSS Supremo)। প্রায় ১০ দিনের কর্মসূচি রয়েছে তাঁর। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১৬ তারিখ পর্যন্ত তাঁর এই টানা কর্মসূচি চলবে। ফ্রেব্রুয়ারি ৭ তারিখে কলকাতায় আসছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বর্ধমান (Burdwan) শহরে প্রকাশ্য জনসভা করবেন ভাগবত। তার কর্মসূচির মধ্যে রয়েছে ১১ তারিখ বর্ধমানে যাবেন তিনি। সেখানে ১৬ তারিখ পর্যন্ত থাকবেন। শেষ দিনে জনসভা করবেন। এবার কলকাতার আরএসএস ভবনে বসছে সংগঠনের প্রথম নয় জনের বৈঠক । সঙ্ঘ প্রধান ছাড়াও থাকছেন এই বৈঠকে দলের সাধারণ সম্পাদক এবং ছয়জন সহকারি সাধারণ সম্পাদক। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সঙ্ঘের একশো বছরের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। কার্যত বাংলার বিধানসভা ভোট বাকি আর দেড় বছর। কিন্তু এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করতে চায় আরএসএস। আর এস এস দলের বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্ময় বৈঠক করবেন তিনি। বর্ধমান শহরে বসেই আশেপাশের জেলার সঙ্গে তার বৈঠক হবে। বসে যাওয়া সব সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। আরএসএস চায় কোন ভাবে এবারে বিধানসভা নির্বাচন যেন বিজেপি সরকার গঠন করা থেকে ব্যর্থ না হয়। তাই জন্য এই প্রস্তুতি শুরু করে দিল তারা। আরএসএস সূত্রে জানা গেছে, খুব প্রয়োজন না হলে এই সূচি কোন পরিবর্তন হবে না।