আসছে ‘স্ত্রী ৩’

নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য বড় ঘোষণা ম্যাডক ফিল্মসের। থাকছে শ্রদ্ধা-রাজকুমারের নতুন চমক। ২০২৪ সালে নারীতন্ত্রের বার্তায় বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে স্ত্রী ২। এবার আসছে স্ত্রীর ৩। আসছে ভেড়িয়া ২। হরর-কমেডি ইউনিভার্সে কবে আসছে ‘স্ত্রী 3’ (Stree-3) ও ‘ভেড়িয়া 2’ (Bhediya 2)। ২০২৪ সাল পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে স্ত্রী ২। একচেটিয়া ব্যবসা করে ৫০ কোটি টাকার ছবি ৫০০ কোটি টাকা আয় করেছে। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে। 2026 সালে হরর-কমেডি ‘ভেড়িয়া 2’ মুক্তি পাবে ৷ বরুণ ধাওয়ান অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে আসবে 14 অগস্ট ৷ 2026 সালে ‘চামুন্ডা’ মুক্তি পাবে 4 ডিসেম্বর ৷ চলতি বছর দুটি নতুন সিনেমা সামনে আনছে প্রযোজনা সংস্থা ৷ দিওয়ালিতে মুক্তি পাবে ‘থামা’ ও 31 ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’ ৷ এই দুটি ছবির সঙ্গে লিঙ্ক থাকবে ভেড়িয়া 2 ও চামুন্ডা ছবির ৷
দেউচা পাঁচামির কাজ নিয়ে বৈঠক মুখ্যসচিবের

দেউচা পাঁচামি প্রকল্প (Deucha panchami) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রবারই দেওচা পাঁচামি নিয়ে মহম্মদবাজারে বাজার ব্লক অফিসে বৈঠকে করেন মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary Manoj Pant)। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।আর সেই বৈঠকের পরেই মহম্মদবাজারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জমি দাতারা। করলেন ধিক্কার মিছিলও। যদিও পরে ডিএসপি ডিএন্টি অয়ন সাধু গিয়ে জমি দাতাদের বোঝানোর পরে উঠে যায় বিক্ষোভ। এছাড়াও ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ৭২ ঘণ্টা অনশনের ডাক দিয়েছেন জমিদাতাদের। বৈঠক শেষে জমিদাতারা বলেন, মুখ্যসচিব দেখা করেননি, আশাহত হয়েছি। বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, “দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ আমরা বৈঠক করেছি। আগামী ১৫-২০ দিনের মধ্যে উপর অংশের মাইনিং শুরু হবে। গ্রামবাসীদের স্বার্থে এলাকায় উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সম্পূর্ণ হবে। জমিদাতাদের অভিযোগ, গতকালকে মুখ্যমন্ত্রীর বার্তার পর আশায় বুক বেঁধেছিলেন তারা। কিন্তু আজ যখন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি আসেন তারা আসল জমিদাতাদের সঙ্গে কথাই বলেননি । কথা বলেছেন ভুয়ো জমিদাতাদের সঙ্গে । “স্বাভাবিকভাবেই চাকরি না পাওয়া বা জমি অধিগ্রহনের সমস্যা নিয়ে কোন কথাই তারা মুখ্যসচিবকে বলতে পারেন নি। তাই মহম্মদবাজার ব্লক অফিস থেকে মুখ্য সচিব বেরোনোর পরেই ধিক্কার মিছিল করেন জমিদাতারা। যদিও পড়ে ডিএসপি ডিএনটি অয়ন সাধু তাদের পাশে থেকে লড়াই করার কথা বললে এবং পিবি সেলিমের সঙ্গে ফোন মারফত কথা বলালে উঠে যায় বিক্ষোভ।
HMPV বেশি সংক্রমিত হয় শীতকালে?

করোনা অতিমারীর (Corona Pandemic) ভয়াবহতা আমরা কেউই এখনও ভুলতে পারিনি। সেই মৃত্যুমিছিল, সেই হাহাকার, সেই লকডাউন (Lockdown)- দুর্বিষহ দিনগুলির কথা ভাবলেই যেন গা শিউরে ওঠে। সেই কারণে এবার চীনের (China) নতুন ভাইরাস নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে ভাইরাসের সংক্রমণকে নিয়ে কিছুটা স্বস্তি দিল চীন। ‘হিউম্যান মেটানিউমোভাইরাস’ বা HMPV-কে (Human Metapneumo Virus) শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলে দাবি করেছে। অর্থাৎ, শীত পেরিয়ে গেলে আশঙ্কার মেঘ কেটে যেতে পারে। নতুন এই ভাইরাসের কারণে চীনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় দেখা গেলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে জিংপিং সরকার। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের প্রভাবে শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এই ভাইরাসকে মারাত্মক বলে মনে করার কোনও কারণ নেই বলে মনে করছে চীন। তিনি বলেন, “HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকার বিষয়টির উপর কড়া নজর রাখছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় চীনের হাসপাতালগুলির ভিড়ের কিছু ছবি ভাইরাল হয়। সেইসব ছবি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ভাইরাসের সংক্রমণের হার কোভিডের (COVID-19) তুলনায় কম। পাশাপাশি, এই ভাইরাস প্রাণঘাতী নয় বলেও জানানো হয়েছে। চীনের এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতেও (India) উদ্বেগ তৈরি হয়েছে। তবে ভারতের স্বাস্থ্য দফতর থেকেও আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হয়েছে। ভারতের স্বাস্থ্য দফতরের আধিকারিক ড. অতুল গয়াল জানিয়েছেন, “এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্কতা মেনে চলুন।”