জাঁকিয়ে শীত কতদিন?

গোটা বাংলা কনকনে ঠান্ডায় জর্জরিত (Winter in West Bengal)। কলকাতায়ও শীতের আমেজ চরমে পৌঁছেছে। শুক্রবারের মতো শনিবার সকালেও হাড়হিম ঠান্ডায় শহরবাসী কাঁপছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রবল শীত কতদিন স্থায়ী হবে, তা নিয়ে বিশেষ আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে তার পরের ২ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও একই প্রবণতা দেখা যাবে। শীতের প্রকোপ আপাতত খুব একটা না কমলেও কয়েকদিন পর আবহাওয়া খানিকটা উষ্ণ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের শীতল আবহাওয়ার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৭ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সাময়িক হওয়ায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে শীতের প্রকোপ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ৯ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শীতের আমেজ থাকলেও আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কলকাতার তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশ কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৬৩ শতাংশ। ফলে শহরবাসীর কাছে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে।
সিডনিতে এগিয়ে ভারত

চলছে টেস্ট ক্রিকেট, তার মধ্যেই টি২০ খেলে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। উল্টোপাল্টা শট খেলে আউট হওয়ায় এই সিরিজে যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) তাঁর শট নির্বাচনকে ‘স্টুপিড’ বলেছেন পর্যন্ত। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভালো খেলছিলেন, বড় শট মারতে গিয়ে আউট হন। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই পন্থা অবলম্বন করে ব্যাট করেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়ার পর নামেন পন্থ। এসসিজি জুড়ে ভারত সমর্থকরা কোহলির আউটে স্তব্ধ। বোল্যান্ডকে প্রথম বলেই স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে ছয় মারলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। বুঝিয়ে দিলেন, তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলবেন। ৩৩ বলে ৬১ করে গেলেন পন্থ। কী তাণ্ডবটাই না করলেন। যে পিচে বাকিরা ব্যাটে বল লাগাতে জেরবার হয়ে যাচ্ছেন সেখানে স্টার্ক, ওয়েবস্টার বোল্যান্ডদের নিয়ে ছেলেখেলা করলেন। আর ১০টা ওভার টিকে থাকলে এ ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে বের করে নিয়ে যেতেন তিনি। অস্ট্রেলিয়াকে উদ্ধার করলেন অধিনায়ক কামিন্স। পন্থকে আউট করলেন তিনিই। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ করেছে ভারত, অর্থাৎ ১৪৫ রানে এগিয়ে। অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। অন্তত ২০০ রানের লিড না হলে জয়ের আশা নেই। জসপ্রীত বুমরার চতুর্থ ইনিংসে বল করতে পারবেন কি না সেটাও দেখার। হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন তিনি, তবে ফিরে এসে দৌড়োদৌড়ি করতে দেখা গেল। নিঃসন্দেহে ভারতের জন্য ভালো দৃশ্য।