কেমন থাকবে আবহাওয়া?

পুরনো বছরকে বিদায় জানিয়ে, সারম্বরে স্বাগত জানানও হয়েছে নতুন বছরকে। ক্রিসমাস যেমন বঙ্গবাসী কাটিয়েছে শীত ছাড়া, কিন্তু বছর শেষে অবশেষে দেখা মিলেছে শীতের। ইতিমধ্যেই কলকাতা-সহ বঙ্গের সব জায়গায় এক ধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গে এই কদিন দেখা মিলবে শীতের। জানা যাচ্ছে শীতের স্পেল চলবে শনিবার পর্যন্ত। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের আমেজ। সকাল থেকেই দেখা গেছে কলকাতা-সহ রাজ্য ঢেকেছিল কুয়াশার চাদরে। আপাতত এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেই জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নীচে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গেও স্বাভাবিকের অনেকটাই নীচে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে পশ্চিমবঙ্গে নেই কোন বৃষ্টির পূর্বাভাস।

ফের বাঘ আতঙ্ক! কোথায়?

আবারও ঝাড়খণ্ডে কি ফিরতে চলেছে বাঘ আতঙ্ক! মনে করা হচ্ছে তাই। স্থানীয় সূত্রে খবর, বাংলা সংলগ্ন সরাইকেলা-খরসোওয়া জেলার তুল গ্রামের বালিডি জঙ্গলে ফের দেখা মিলেছে একটি বাঘের। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল বাংলা সীমান্তে বাঘ আতঙ্ক। বাঘিনি জিনাত ওড়িশার জঙ্গল থেকে চলে আসে ঝাড়খণ্ড সীমান্তে আর তারপরেই সে ঢুকে পড়ে বাংলার বুকে। পুরুলিয়াতে বেশ কিছুদিন অবাধ বিচরণ করে সে। বন দফতরের তরফ থেকে বাঘিনি জিনাতকে নিজেদের বাগে আনার জন্য বিভিন্ন রকম প্রয়াশ করা হয়। কিন্তু কোনভাবেই সে বন দফতরের পাতা ফাঁদে পা দিচ্ছিল না। এমনকি টোপেও হচ্ছিল না কাজ। তারপরেই সে পুরুলিয়া থেকে পারি দেয় বাঁকুড়ায়। অবশেষে গত রবিবার বাঘিনি জিনাতকে বন দফতরের কর্মীরা নিজেদের বাগে পান। প্রায় কয়েক সপ্তাহ পর। ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করা হয়। ইতিমধ্যেই বাঘিনিকে আবারও পাঠানও হয়েছে ওড়িশায়। এই আতঙ্কেই এতদিন দিন কাটিয়েছেন ঝাড়খণ্ডবাসী। তার কিছুদিন কাটতে না কাটতেই আবার ঝাড়খণ্ডে দেখা মিলল বাঘের। প্রত্যক্ষদর্শী এক ছেলে জানিয়েছেন, মঙ্গলবার সকালে জঙ্গলে দুটি গরুর উপর এক বাঘকে আক্রমণ করতে দেখে সে। এক গরুকে ধরতে না পারলেও অন্যটির গলায় কামড় দেয় সে। পরে ঘটনাস্থল থেকে বাঘ বা চিতাবাঘের মতো পায়ের ছাপও মেলে, আর যা থেকে প্রমাণিত জঙ্গলে আবারও দেখা মিলেছে বাঘের। সরাইখেলা-খরসোওয়ার ডিএফও সাবা আনসারি তিনি জানিয়েছেন, যেই পায়ের ছাপটি মিলেছে তাতে মনে করা হচ্ছে রয়াল বেঙ্গল টাইগার। ইতিমধ্যেই বন দফতরের তরফ থেকে শুরু হয়েছে নজরদারি। ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলে। বাঘ আছে কিনা তা দেখার জন্য। তবে যেই প্রাণীর দেখা মিলেছে তা বাঘ নাকি চিতাবাঘ, তা নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন বন দফতরের কর্মীরা। তবে যাই হোক না কেন ঝাড়গ্রামবাসী আবারও আতঙ্কে দিন যাপন শুরু করেছেন। ইতিমধ্যেই, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে জঙ্গলে যাওয়ার কাজ বন্ধ করে দিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana Dcruz)। ২০২৫-এর প্রথম দিনেই ইলিয়ানার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন, তারপর থেকে শুরু হয়েছে চর্চা। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন কাটল সেই ঝলকই ভক্তদের সঙ্গে ভাগ কর নিয়েছেন। আগামি অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন ভিডিওতে। মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। স্বামী মাইকেল ডোলান ও পুত্রকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি। ইলিয়ানা তাঁর ইনস্টাগ্রামে ২০২৪ সালের ফেলে আসা মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্বামী ও ছেলেকেও দেখা গিয়েছে। ভিডিয়োর মাঝখানে, ইলিয়ানা ২০২৪ সালের অক্টোবরের একটি ক্লিপ শেয়ার করেছিলেন। এই ক্লিপে তাঁকে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’ দেখাতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছ থেকে অভিনন্দনও পাচ্ছেন তিনি। যা দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, তবে কি নতুন অতিথি আসা এখন কেবল সময়ের অপেক্ষা?   View this post on Instagram   A post shared by Ileana D’Cruz (@ileana_official)