মৃতের পরিবারকে ২ কোটি দিচ্ছেন অল্লু অর্জুন

‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) এবং ছবির নির্মাতারা। হায়দরাবাদে পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃত্যু হয়েছিল ৩৪ বছর বয়সি রেবতীর। তাঁর ৯ বছরের পুত্রসন্তান শ্রী তেজ সেই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিবারকে অর্জুন আগেই ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন, এবার আটগুণ হল টাকার অঙ্ক। এর মধ্যে ১ কোটি দিয়েছেন অভিনেতা এবং ছবির নির্মাতা সংস্থা মিথ্রি মুভিস (Mythri Movies) এবং পরিচালক সুকুমার ৫০ লক্ষ টাকা করে দিয়েছেন। ক্ষতিগ্রস্তের পরিবারেরে হাতে এই টাকা তুলে দেবেন তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (TFDC) চেয়ারম্যান এবং প্রযোজক দিল রাজু। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ (Allu Aravind)। অরবিন্দ জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা নিয়ে আইনি জটিলতা রয়েছে তাঁর, তাই ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন চেয়ারম্যান রাজু। অল্লু অর্জুনের বাবা আরও জানান, মৃতার ছেলে শ্রী তেজ চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং দুই দিন আগে তাকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। এখন বাহ্যিক সাহায্য ছাড়াই শ্বাস নিচ্ছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, এটা খুবই ভালো লক্ষণ, দ্রুত সেরে উঠবে শ্রী তেজ।
তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা

চারদিন ধরে একটানা চলবে দুর্যোগ। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম হিমালয়ে তুষারপাতের সঙ্গে তাল মিলিয়ে চলছে বৃষ্টি। শীতের সঙ্গে এবার তাল মিলিয়ে পাল্লা দেবে চলবে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার দেশের দু’দিন ব্যাপী দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচলপ্রদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। যদিও এই মুহূর্তে কাশ্মীরে জাঁকিয়ে শীত। আগামী ৪ দিন ধরে আবহাওয়ার একটানা খামখেয়ালিপনা চলবে। চলটি বছরের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে। ফলে একদিকে বাড়বে শীত। তাল মিলিয়ে বাড়বে বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরিতে ২৮ ডিসে্ম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। ফলে অনেকটাই কমবে তাপমাত্রায়। দেশের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে রাজ্যগুলিতে হবে ভারী বৃষ্টি। বৃষ্টির দরুন শীতের আমেজ অনেকটাই কমবে। বাড়বে তাপমাত্রা।
মেলবোর্নে কী হবে ভারতের একাদশ?

ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট শুরু হতে আর বেশি সময় নেই। এ ম্যাচ যে হারা মানেই সিরিজ জেতার আশা শেষ। সিডনিতে যা আবহাওয়ার পূর্বাভাস তাতে এমসিজিতে হারলে সিরিজ হারও হতে পারে। সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final), এই মুহূর্তে সিরিজের ফলাফল, সবমিলিয়ে বছরের শেষ সপ্তাহে বছরের সেরা দ্বৈরথে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। নাথান ম্যাকসুইনির জায়গায় এসেছেন ১৭ বছর বয়সি ব্যাটার স্যাম কনস্টাস। চোট পাওয়া জশ হ্যাজলউডের পরিবর্তে খেলবেন স্কট বোল্যান্ড। এ ছাড়া আর কোনও পরিবর্তন হয়নি। কিন্তু রোহিত শর্মা, গৌতম গম্ভীররা কী করবেন? বদল আনবেন কি? সবথেকে খারাপ ফর্মে আছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma) নিজেই। কিন্তু তিনি নিজেকে বসাবেন এমন চিন্তা মাথাতে আনাই সম্ভব নয়। প্রথম একাদশে কোনও বদলই হবে বলে মনে হয় না। তবে বদল হতে পারে ব্যাটিং অর্ডারে। এক নয়, একাধিক বদল। সূত্রের খবর, ওপেনিং স্পটে ফিরে যেতে পারেন রোহিত। সেক্ষেত্রে কে এল রাহুল তিন নম্বরে ব্যাট করবেন। বিরাট কোহলি তাঁর চার নম্বর জায়গা থেকে কোনও মতেই নড়বেন না। তাহলে শুভমান গিলকে পাঁচ বা ছয়ে নামতে হবে যা তিনি আন্তর্জাতিক কেরিয়ারে আজ অবধি করেননি। এমসিজিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।