পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে রয়েছে শীত?

শীতের প্রভাব ফের কমবে বাংলায় (Weather Forecast), এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর (Alipore Weather Update) থেকে জানানো হয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা উপরে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিন রাজ্যের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, আগামী ৭২ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মঙ্গলবার ভোরে কলকাতার আকাশ কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিনের বেলাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার মেঘলা আকাশের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দিনে উত্তুরে হাওয়ার অভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি তুলনামূলক কম থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। তবে বর্ষবরণের আগে পারদের বড় পতনের সম্ভাবনা কম। এদিকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে রাজ্যে শীতের প্রভাব আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
অল্লুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের!

ফের বিতর্কের মুখে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun)। এবার তাঁর বিরুদ্ধে পুলিশকে অপমান করার অভিযোগ উঠল। ‘পুষ্পা-২’ (Pushpa-2) সিনেমার একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক। তেলঙ্গনার (Telengana) কংগ্রেস নেতা থেনমার মাল্লান্না (Teenmar Mallanna) এই অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতা (Congress Leader) মেডিপাল্লি থানায় অভিনেতা, ছবির পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগের কেন্দ্রে রয়েছে এক বিতর্কিত দৃশ্য, যেখানে দেখা গিয়েছে অল্লু অর্জুন একটি সুইমিং পুলে প্রস্রাব করছেন এবং তাঁর সামনেই উপস্থিত এক পুলিশ আধিকারিক। এই দৃশ্য সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করেছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। অভিযোগকারীর আর্জি, এই দৃশ্যের জন্য অল্লুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তবে বিতর্ক এখানেই শেষ নয়। ‘পুষ্পা-২’-এর প্রিমিয়ারের দিন ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাতেও নাম জড়িয়েছিল অভিনেতার। উল্লেখ্য, হায়দরাবাদের একটি থিয়েটারে ৪ ডিসেম্বর প্রিমিয়ারের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। এই ঘটনায় হায়দরাবাদ পুলিশ এফআইআর দায়ের করে। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নিম্ন আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় অভিনেতাকে। তবে তেলঙ্গানা হাই কোর্টে আবেদন জানিয়ে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান তিনি।
সোনা মজুতের দিক থেকে ভারত কত নম্বরে?

বিশ্বের অর্থনীতিতে সোনার (Gold Reserve) গুরুত্ব চিরকালীন। যুগের পর যুগ ধরে সোনা কেবল অলঙ্কারের জন্য নয়, বরং নিরাপদ বিনিয়োগ (Investment) হিসেবেও পরিচিত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (World Gold Council) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সোনা মজুতের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা (USA)। তালিকার বিভিন্ন দেশের মজুত পরিমাণ এবং তাদের সোনার প্রতি আস্থা অর্থনীতির দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথম স্থান দখল করে থাকা আমেরিকার কাছে মজুত রয়েছে ৮১৩৩.২৬ টন সোনা, যা তাদের বৈদেশিক মুদ্রা তহবিলের ৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির (Germany) কাছে সঞ্চিত রয়েছে ৩৩৫৯.১ টন সোনা। ১৯২০ সালের মুদ্রাস্ফীতি থেকে শিক্ষা নিয়ে জার্মানি আর্থিক স্থিতিশীলতার জন্য সোনা জমানো শুরু করে। বর্তমানে তাদের সোনার বেশিরভাগ অংশ নিউ ইয়র্ক, লন্ডন এবং ফ্রাঙ্কফুর্টে মজুত আছে। ইতালি (Italy) তৃতীয় স্থানে রয়েছে ২৪৫১.৮ টন সোনা নিয়ে। এই সোনা পরিচালনা করে তাদের কেন্দ্রীয় ব্যাঙ্ক, ‘ব্যাঙ্কা ডি’ইতালিয়া’। দক্ষিণ ইউরোপের এই দেশটির সোনা আন্তর্জাতিক ব্যাঙ্কে এবং রাজধানী রোমে সুরক্ষিত। ফ্রান্স ২৪৩৬ টন সোনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা সোনার ভাণ্ডার শক্তিশালী করে তুলেছে। পঞ্চম স্থানে থাকা চিনের (China) গোল্ড রিজার্ভ ২২৬৪ টন। এশিয়ার মহাশক্তিধর এই দেশটি সোনা সঞ্চয়ে গুরুত্ব দিচ্ছে। তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ভারত (India), মজুত রয়েছে ৮৫৮.৩ টন সোনা। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি বছর ভারত সোনা কেনার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, অক্টোবর মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যে পরিমাণ সোনা কিনেছে তার ৪৮ শতাংশই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। জাপান (Japan) অষ্টম স্থানে রয়েছে ৮৪৫ টন সোনা নিয়ে। নেদারল্যান্ডসের (Netherlands) মজুত সোনা ৬১২ টন, এবং দশম স্থানে থাকা তুরস্কের (Turkey) কাছে রয়েছে ৫৯৫ টন।
গুরতর অসুস্থ কাম্বলি!

হাসপাতালের বেডে শুয়ে গেয়ে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। জানালেন, তিনি ভালো আছেন। সেঞ্চুরি ও ডবল সেঞ্চুরির কথা মনে আছে। শচীন তেন্ডুলকরের কাছে কৃতজ্ঞ তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে গাইলেন, ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’। শনিবার বিনোদ কাম্বলির স্বাস্থ্যের আচমকা অবনতি হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তাঁর যত্ন নিচ্ছেন। ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরিক্ষা শেষ হয়েছে। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ভালো আছেন প্রাক্তন ক্রিকেটার।