কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে বাংলার ট্যাবলো

২০২৫ এর সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2024) কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে অংশ নিচ্ছে বাংলার ট্যাবলো। সূত্রের খবর, সরকারের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে ওই ট্যাবলোর পরিকল্পনা করা হয়েছে বলে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে বলে খবর। রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন ছৌ এবং বাউল শিল্পীরা। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটির ছাড়পত্র পেয়েছে রাজ্যের এই বিষয়ে ভাবনার বলে সূত্রের খবর। গতবার দিল্লিতে সাধারন্তন্ত্র দিবসে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ভাবনার উপর রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোক প্রসার প্রকল্প হাতে নিয়েছে। সরকারি পরিসংখ্যান না পাওয়া গেলেও বেসরকারি সূত্রে খবর রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী লোকপ্রসার প্রকল্পের আওতাধীন হয়েছেন।
কলকাতায় আসছেন সুনিধি চৌহান

ডিসেম্বরের শহর। ইতিমধ্যেই বঙ্গবাসী ফেস্টিভ মুডে মেতে উঠেছেন। মেলা থেকে শুরু করে বিভিন্ন কনসার্ট ইতিমধ্যেই শুরু হয়েছে তিলোত্তমা জুড়ে। কদিন আগেই তিলোত্তমা মাতিয়ে যান দিলজিৎ দোসাঞ্জ। অন্যদিকে, এক ছুটির দিন রবিবারে ব্রায়ান ঝড়ে কাবু হয় গোটা শহর। আর এবার বর্ষশেষ উন্মাদনাকে আরও দশ গুণ বাড়াতে শহর কলকাতায় আসছেন সুনিধি চৌহান। চলতি সপ্তাহেই বড়দিন। আর তার আগেই শহরে নিজের রক মুড এবং সুরেলা কণ্ঠে গোটা শহরকে ভাসাতে উপস্থিত হচ্ছেন তিনি। ইতিমধ্যেই গায়িকার শো ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব। নিজের প্রযোজনায় তৈরি ‘ আই অ্যাম হোম ‘ কনসার্ট নিয়ে এবার কলকাতায় শো করতে আসছেন সুনিধি। তবে শো তে রয়েছে আরও চমক! শুধুমাত্র সুনিধি চৌহানই নন, মঞ্চ মাতাতে সেখানে উপস্থিত থাকবেন ‘ আজ কি রাত ‘ গানের ড্যান্সার অভিনেত্রী তামান্নাহ ভাটিয়া। রকিং এই শো হতে চলেছে ক্রিসমাস ইভের দিন, অর্থাৎ ২৪ ডিসেম্বরে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টা থেকে এই শো শুরু হবে।
প্রয়াত শ্যাম বেনেগাল

ওয়েব ডেস্ক: বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। তবে ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতে হত তাঁকে। কিন্তু ছবির কাজ থামেনি তাতেও। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারও পান তিনি।
খেলরত্ন পুরস্কারে মনোনয়নে নাম নেই মনু ভাকেরের

স্বাধীনতা উত্তর সময়ে প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে জোড়া পদক জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। অথচ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Dhyan Chand Khel Ratna Award) প্রাপকদের মনোনয়নের তালিকায় তাঁর নামই নেই! সূত্রের খবর, ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য শুটারের নাম বিবেচনাই করেনি ১২ সদস্যের জাতীয় ক্রীড়া কমিটি (National Sports Committee)। এই কমিটির নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রামাম। জাতীয় ক্রীড়া মন্ত্রকের দাবি, খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি মনু। অথচ তাঁর বাবা রামকৃষ্ণ বলছেন, আবেদন করা হয়েছে কিন্তু কমিটির থেকে কোনও সাড়া পাননি। খেলরত্ন পুরস্কারের মনোনয়নে আছেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর পিতা বললেন, “একটাই অলিম্পিক্সে দুটো পদক পাওয়ার কী মানে যদি পুরস্কারের জন্য ভিক্ষা চাইতে হয়। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন, বাকি সদস্যেরা চুপ করে আছেন, তাঁদের মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না, এটাই কি অ্যাথলিট উৎসাহ জোগানোর উপায়?” রামকৃষ্ণ আরও বলেন, “আমরা পুরস্কারের জন্য আবেদন করেছিলাম কিন্তু কমিটি কিছু জানায়নি। বাবা-মায়েরা কেন যে সন্তানদের খেলাধুলোতে উৎসাহ দিচ্ছেন, তাঁদের উচিত সরকারে আইআরএস আধিকারিক বানানোর দিকে ঠেলে দেওয়া।” এদিকে ক্রীড়া মন্ত্রকের এক সূত্র বলছে, মনোনয়নের চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। আর দিন দুয়েকের মধ্যে তা তৈরি হয়ে যাবে এবং জানিয়ে দেওয়া হবে। এও জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রীর সম্মতির পর। আগামী বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।