স্ট্যান্ড আপ কমেডি শো-তে অঙ্কুশ

আদ্যোপান্ত কমার্শিয়াল ছবি থেকে ‘মির্জা’ দর্শকদের মন জয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রযোজক-অভিনেতা হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘শিকারপুর’-এর দৌলতে পা রেখেছেন ওটিটির দুনিয়াতেও। তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকাতেও। এবার চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চলেছে অঙ্কুশ। মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। জানা গিয়েছে কলকাতা কমেডি কেত্তন নিয়ে আসছে অঙ্কুশ হাজরা। আগামী ২০ ডিসেম্বর এই স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হবে। কলা মন্দিরে বসবে হাসি মজার আসর। শালিমারের বঙ্গ ব্যঙ্গ এই কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানে অঙ্কুশ হাজরার সঙ্গে পারফর্ম করবেন অনিন্দ্য সেনগুপ্ত সহ সৌরভ পালোধী, আর জে দেবী।
পোগবার ভাইকে কঠিন শাস্তি দিল আদালত

আইনের চোখে সকলেই সমান, তা আরও একবার প্রমাণ করল ফ্রান্সের (France) বিচারব্যবস্থা। প্যারিসের একটি আদালত বৃহস্পতিবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবার (Paul Pogba) ভাই ম্যাথিয়াস পোগবাকে (Mathias Pogba) তিন বছরের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, একটি তোলাবাজি মামলায় (Extortion Case) দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে এই রায় শোনানো হয়েছে। তবে ম্যাথিয়াসের শাস্তির একটি ‘ইউনিক’ বিষয় হল, তিন বছর তাঁকে জেলে কাটাতে হবে না। মাত্র এক বছর জেল খেটে বাকি দু’বছর তিনি বাড়িতে গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন। তবে বাড়িতে থাকাকালীন তাঁকে একটি ইলেকট্রনিক ডিভাইস পরে থাকতে হবে। পাশাপাশি তাঁকে ২০,০০০ ইউরো জরিমানা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন মামলায় পোগবার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে? প্যারিসের আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে দাদা পল পোগবাকে একটি গাড়িতে তুলে বন্দুক দেখিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করে ম্যাথিয়াস এবং তাঁর শৈশবের বন্ধুরা। জুলুমের মুখে পড়ে তিনি ১ লক্ষ ইউরো দেন। এই মামলার জড়িতদের মধ্যে পাঁচজনকে আট বছরের কারাদণ্ড ও ২০,০০০ থেকে ৪০,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়েছে। আদালত পল পোগবাকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ১৯৭,০০০ ইউরো এবং মানসিক ক্ষতির জন্য ৫০,০০০ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে।
সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধ

সংসদের (Parliament gates) সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksobha speaker Om Birla)। বৃহস্পতিবার সাংসদদের প্রতিবাদকে ঘিরে সংসদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কালিমালিপ্ত হয় সংসদ। তার পরেই আজ স্পিকার ওম বিড়লা সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন। লোকসভার স্পিকার জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল, সংসদ সদস্য আজ থেকে সংসদ ভবনের প্রবেশ পথ,সংসদ ভবনের সামনে ধরনা, বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি জানাতে পারবে না। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর ইস্যুতে উত্তাল হয় সংসদ চত্বর। উত্তেজনা থেকে হাতাহাতি শুরু হয়। সংসদের (Parliament) নিম্নকক্ষে আহত হন এক বিজেপি সাংসদ। জানা গিয়েছে, বৃহস্পতিবারও শাহর মন্তব্যের বিরোধিতা করে লোকসভায় প্রতিবাদ জানাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। এর মাঝেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং তাতেই আহত হন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী (Peatap Chandra Sarangi)। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে তিনি আহত হয়েছেন বলে খবর। একজন মহিলা সাংসদ ভয় দেখানোর দাবি করেন। সমস্ত অভিযোগের তির রাহুল গান্ধীর দিকে তুলে ধরা হয়।
জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বাড়ছে সিগারেট বা গুটখার দাম (Cigarette Price Hike)। তামাকজাত পণ্যের উপর বাড়ছে জিএসটির (GST) হার। ফলে সিগারেট ও বিড়ির দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়ে যাবে। এই ধরনের দ্রব্য কেনায় নিরুৎসাহিত হবে জনসাধারণ। তেমনই বর্ধিত করের মাধ্যমে সরকারি খাতে বাড়বে আয়। ২৮ থেকে ৩৫% ইতিপূর্বে তামাক ও সিগারেট পণ্যের উপর ২৮% জিএসটি (GST on Cigarettes) লাগু ছিল। তবে এবার সেটা বাড়ানো হচ্ছে। জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে ৩৫%। মন্ত্রীগোষ্ঠীর তরফ থেকে জিএসটি বাড়ানোর সুপারিশে সমর্থন জানানো হয়। তারপরই এই সিদ্ধান্ত। কবে থেকে বাড়ছে সিগারেটের দাম (Cigarette Price Hike)? ২১ ডিসেম্বর থেকে বাড়ছে সিগারেট ও গুটখার উপর লাগু হচ্ছে বর্ধিত জিএসটি। ফলে সেইদিন থেকেই বাড়বে সিগারেট বিড়ির দাম। উল্লেখ্য, এই করকে বলা হয় সিন ট্যাক্স নেশার দ্রব্যাদি বিক্রিতে সরকার বরাবরই নিরুৎসাহিত করে। তাই এই দ্রব্যগুলির উপর বেশি হারে কর আরোপ করে সরকার। তবে এই করগুলির মাধ্যমে রাজস্ব আয় হয় প্রচুর।