বড়দিনের আগেই হাওয়াবদল?

শীতপ্রেমীদের জন্য খারাপ খবর। কারণ, চলতি সপ্তাহের শেষদিকে পারদ থাকবে ঊর্ধ্বগামী। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Forecast) সূত্রে খবর, সপ্তাহান্তে ঠান্ডা কমবে। সেই সঙ্গে মেঘলা আকাশ এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। বড়দিনের আগে শীতের দাপুটে এপিসোডে সাময়িক বিরতি থাকবে। আগামী শুক্রবার থেকেই আকাশে মেঘ জমবে। শনিবার থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার (Weather) পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামীকাল অর্থাৎ, বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য। উত্তরবঙ্গের দিকে নজর দিলে, আজ ও আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা জেলায়।
আদিত্যনাথকে হুমকি! মালদহে গ্রেফতার যুবক

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মালদহের (Malda) এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শেখ আতাউল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) পোস্ট করার অভিযোগ রয়েছে। এমনকি সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশ (Bangladesh) থেকে শুরু করে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। বেশ কিছু উষ্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে মালদহের ধৃত যুবকের বিরুদ্ধে। সেই ভিডিওতেই শেখ আতাউল যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তবে অন্য একটি সূত্র বলছে, বেশ কয়েকবছর আগে ধৃত যুবক বাংলাদেশ থেকে পালিয়ে এসে মালদহে বসবাস করতে শুরু করে। সে নিজের পরিবারকে নিয়ে সেখানে বেশ কয়েকবছর ধরে বসবাস করছে বলে জানা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ফিনান্স নিউজ। মঙ্গলবার মালদহ থেকে আতাউলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছে একটি পিস্তল, একটি ছুরি এবং বেশ কিছু স্পত্তিকর ছবি উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে এখনও কোনও আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’

ভারতের মুকুটে নয়া পালকের স্বপ্নে জল। অস্কার জেতার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’। দিনকয়েক আগে আকাদেমির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল একটি তালিকা। সেই তালিকায় নাম ছিল কিরণ রাও পরিচালিত সিনেমাটির। কিন্তু আচমকা কেন বাদের খাতায় এই সিনেমা? রয়েছে বিস্তারিত…। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। এই ছবির ইউএসপিই ছিল ছবির সারল্য। যদিও অস্কারের দৌড়ে টিকলো না এই ছবি। বদলে ইউকে থেকে বেছে নেওয়া হয়েছে ‘সন্তোষ’ বলে একটি সিনেমা। ভারতীয় অভিনেতা ও ভারতের গল্প নিয়েই তৈরি এই সিনেমা। বক্স অফিসে সফলতা না পেলেও, অস্কারের তালিকা থেকে এই সিনেমা বাদ পড়ায় মণ খারাপ সিনেমাপ্রেমীদের। চলতি যে ছবিগুলি এবারের অস্কারে জায়গা করে নিয়েছে সেগুলি হল: ব্রাজিল, “I’m Still Here” কানাডা, “Universal Language” চেক রিপাবলিক, “Waves” ডেনমার্ক, “The Girl with the Needle” ফ্রান্স, “Emilia Pérez” জার্মানি, “The Seed of the Sacred Fig” আইসল্যান্ড “Touch” আয়ারল্যান্ড, “Kneecap” ইটালি, “Vermiglio” লাতভিয়া, “Flow” নরওয়ে, “Armand” প্যালেস্তাইন, “From Ground Zero” সেনেগল, “Dahomey” থাইল্যান্ড, “How to Make Millions before Grandma Dies” ইংল্যান্ড, “Santosh”
১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানালেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পরই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে দেন তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার আশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানিয়ে আবেগঘন হয়ে পড়েন স্পিনার। তিনি বলেন, ক্রিকেটের জন্য সব কিছু পেয়েছি। বর্ডার গাভাসকর টেস্টের মাঝেই ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন অশ্বিন। এমন গুঞ্জন চলছিল। তাতেই পড়ল সিলমোহর। সবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন, “আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার কেরিয়ারে ওদের সঙ্গী হিসেবে পেয়েছি। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন অশ্বিন। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে মোট উইকেট ৫৩৭। অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে অশ্বিন মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। বিদেশের মাটিতে ভারতের টেস্ট দলে নিয়মিত সদস্য নন অশ্বিন। অনেকদিন আগেই টেস্ট ও ওডিআই থেকে বাদ পড়েছেন ভারতীয় এই অফ স্পিনার। শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেন ২০২২ সালে, আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। এবার ধোনির কায়দায় আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাল অশ্বিন।