মেরামতির কাজের জন্য পলতা ও টালা পাম্পিং স্টেশনে বন্ধ থাকবে

মেরামতির কাজের জন্য পলতা (Palta) ও টালা পাম্পিং (Tala Pumping Station)  স্টেশনে বন্ধ থাকবে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই দুই পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভা  বিজ্ঞপ্তি দিয়ে আগেই বিষয়টি জানিয়েছিল।  এর ফলে সোমবার সারা দিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের।  মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে,  ট্যাঙ্কে আগের তুলনায় বড় ভাল্‌ভ বসানো হবে। এছাড়াও, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ মেরামতির কাজ চলবে। সেই সঙ্গেই মেরামতি হবে ট্যাঙ্কের লিক। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে।

শক্তিমান-এর নস্ট্যালজিয়া ফেরাতে পারেন অল্লু

এক সময় ভারতের ঘরে ঘরে রবিবার দুপুরে সবাই বসে পড়তেন টিভির সামনে। সেসময় সব ঘরে টিভি বা বিদ্যুৎ সংযোগও ছিল না। ব্যাটারির সাহায্যে টিভি দেখা হত। কেবল সংযোগও বিস্তার লাভ করেনি তখন সেভাবে। বিশেষ করে গ্রামাঞ্চলে একজনের বাড়িতে টিভি দেখতে হাজির হতেন পাড়া প্রতিবেশীরা। কারণ একটাই, ‘শক্তিমান’(Shaktimaan)। হিন্দি সুপার হিরোর এই টেলিভিশন শো (Televisison Show) দেখতে কম বয়সীদের উত্তেজনা ছিল চরমে। এই সপ্তাহে প্রথম গ্রামে টিভি দেখার স্বাদ পাওয়া ছত্তিশগঢ়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার পূবর্তীর বাসিন্দাদের আনন্দের থেকে তা কম ছিল না। সেই ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই টিভি শো তুমুল জনপ্রিয়তার সঙ্গে চলেছিল। শিশুদের শিক্ষামূলক বিষয়ের ছোট পর্দার শক্তিমানের প্রভাবের কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রথম পাতায় খবরও হয়েছিল। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এরপরে অনেকবারই কথা উঠেছে, এই সিকুয়েলের যুগে নস্ট্যালজিক ‘শক্তিমান’কে বড় পর্দায় ফিরিয়ে আনা হবে। কিন্তু, পর্দার সেই শক্তিমান চরিত্রের অভিনেতা তথা শোয়ের প্রযোজক মুকেশ খান্না কাউকে এর স্বত্ত্ব দেননি। তাঁর নামের পাশে এটি অমর হয়ে থাকুক এটাই বাধহয় বাসনা ছিল মহাভারতের ভীষ্ম চরিত্রের অভিনেতার। বলিউডে মন্তব্যের জন্য একসময় একরোখা বলে পরিচিত ছিলে্ন মুকেশ (Mukesh Khanna)। তিনি অমিতাভ বচ্চনের অভিনয়ের নকল করতেন বলে অভিযোগও উঠেছিল। তাতে তাঁর স্পষ্ট জবাব ছিল, এতে আমার কেরিয়ারে ক্ষতি হয়েছে ঠিকই। মিঠুন চক্রবর্তীকেও গরিবের অমিতাভ বলে দেগে দেওয়া হয়েছিল। তবে শক্তিমান ও মহাভারতে অভিনয়ের সাফল্য তাঁকে দর্শকদের মণিকোঠায় চিরস্থায়ী করে রেখেছে। এবার মুকেশ খান্না প্রস্তাব দিলেন, শক্তিমান চরিত্রের জন্য ফিট হতে পারেন পর্দার পুষ্পা তথা দক্ষিণী সিনেমার সুপারস্টার অল্লু অর্জন (Allu Arjun)। শুধু শক্তিশালী অভিনেতা হিসেবেই নয়, তাঁর মুখ, তাঁর পর্দায় উপস্থিতি সহ সার্বিক ব্যক্তিত্ব দেখে তিনি একথা বলছেন। একটি ইউটিউবারকে সম্প্রতি ইন্টারভিউতে সেকথা জানিয়েছেন মুকেশ। মুকেশ দাবি করেছেন, তিনি বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়ার লোকেদের শক্তিমান চরিত্রের স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর বক্তব্য, “আমি তাঁদের বলেছিলাম, আদিত্যকে বলুন তিনি যেই হোক না কেন, এটা বানাতে চাইলে আমাকে দিয়ে বানিয়ে নিতে হবে। আমি ডিস্কো ড্রামা বানানোর অধিকার তাঁদের দিতে চাইনি’। সম্প্রতি মুক্তি পেয়ে মাত্র কয়েক দিনেই রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে পুষ্পা ২ সিনেমা। সেই ছবির তারকা অল্লু অর্জুনকে একঝলক দেখতে হায়দরাবাদের সিনেমা হলে এত ভিড় হয়েছিল যে মর্মান্তিক ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। যাতে অল্লু অর্জুনকে হাজতবাসও করতে হয়েছে। মুকেশ খান্নার মতে, অল্লু অর্জনই উপযুক্ত হতে পারেন শক্তিমানে অভিনয়ের জন্য। তবে যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও তিনি এই চরিত্রের জন্য বলিউড অভিনেতা রণবীর সিংকে সমর্থন করতে পারবেন না। শক্তিমান হিসাবে রণবীর সিংকে শক্তিমানের পোশাক পরিয়ে এক ভক্তের তৈরি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। তাই একথা বলা।

একনজরে জাকির হুসেন

জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল। রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ জাকির হুসেন। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। অনেক লড়াই করেও শেষ রক্ষা আর হল না। ৭৩ বছর বয়সে চিরতরে পরলোকের উদ্দেশে রওনা হলেন উস্তাদ জাকির হুসেন। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। তাঁর পিতা উস্তাদ আল্লারাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে ‘শক্তি’ ব্যান্ডের গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কার পেয়েছে। সংশ্লিষ্ট ব্যান্ডের মুখ্য কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। এবং তবলাবাদক জাকির হুসেন। তাঁদের হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

প্রয়াত উস্তাদ জাকির হুসেন

অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই উস্তাদ জাকির হুসেনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জাকির হুসেনের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার সব লড়াই শেষ। সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। জাকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জাকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”