আরজি কর কাণ্ডে জামিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের

আরজি কর মামলায় জামিন প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। শুক্রবার আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তবে দুর্নীতি মামলায় নয়। খুন ও ধর্ষণ মামলায় জামিন পেলেন দু’জন। জামিন পেলেও এখনই জেল থেকে বেরোতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় এখনও জামিন পাননি তিনি। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনও মামলা নেই। তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে, তখনই হাজিরা দিতে হবে তাঁকে। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এর পরেই অভিযুক্তদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার (আইও) জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে।

আজকের আবহাওয়া কেমন থাকবে?

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ইতিমধ্যেই শীত তার ঝোড় ব্যাটিং শুরু করে দিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নিম্নমুখী। আগেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাপমাত্রা নিম্নমুখী হবে বলে। পাশাপাশি জানানও হয় সপ্তাহান্তে কমবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৩ ডিগ্রি। ভোরবেলা কলকাতায় দেখা মিলেছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাকি রাজ্যে তাপমাত্রা আরও নিম্নমুখী। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শুক্রবার রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে জানানও হয়েছে, ঘন কুয়াশার দাপট বজায় থাকবে এই ৪ জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে বলে করা হচ্ছে অনুমান। তবে আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন কোন বড় পরিবর্তন হবেনা বলে জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। নেই বৃষ্টির সম্ভাবনাও। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত হবেনা বৃষ্টি বলে সাফ জানিয়ে দেওয়া হয় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।  

গুকেশের পুরস্কার মূল্য কত জানেন?

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ (D Gukesh)। ১৪তম ম্যাচে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দিতেই ইতিহাস গড়েন তিনি। সেই সঙ্গে পুরস্কার মূল্যও বেড়ে চলেছে ডি গুকেশের। এখনও পর্যন্ত কত টাকা পুরস্কার পেয়েছেন? বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এরপর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। সব মিলিয়ে ১৯ দিনে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়ে গেলেন গুকেশ।

অন্তর্বর্তী জামিন অল্লুর

গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। এই ঘটনার কারণে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এই ঘটনার প্রেক্ষিতে হায়দরাবাদের নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাই কোর্ট। উল্লেখ্য, অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।