SEBI kicks off optional T+0 settlement for top 500 stocks; permits brokers to charge different rates

Indian stock market regulator, the Securities and Exchanges Board of India (SEBI), announced that the optional T+0 settlement will now be available to the top 500 stocks, according to an official circular released on Tuesday, December 10. According to the circular, this announcement will be applicable from January 31, 2025. “Optional T+0 settlement cycle shall be made available to top 500 scrips in terms of market capitalization as on December 31, 2024,” said SEBI. The regulator also said that the option will be first rolled out for the bottom 100 companies of the total 500 list and the entire availability will be rolled out in intervals of 100. “The scrips shall be made available for trading and settlement starting with scrips at bottom 100 companies out of the aforesaid 500 companies and gradually include the next bottom 100 companies every month till top 500 companies are available for trading in optional T+0 settlement cycle,” said SEBI in its official statement. There are, in total, 25 stocks which already fall under the optional T+0 settlement cycle, and these upcoming 500 stocks will be an addition to the existing ones, as per the circular. The market regulator also allowed all stock brokers to participate in the optional T+0 settlement cycle. Within the regulatory limit, stock brokers are now permitted to charge differential brokerage for T+0 and T+1 settlement cycles, effective from January 31, 2025.
মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় আরও ৩টি বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে বাংলা। আজ বিধানসভার অধিবেশনে দুটি ১)দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪, ২) ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পরামাণিক, আনন্দময় বর্মন, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মন্ডল, মঞ্জু বসু, মহম্মদ আলী, নির্মল ঘোষ, আইএসএফ এবং বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিলের উপর জবাবি ভাষণ দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পরামাণিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো, তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ , বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাক-এর গাইড লাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের করতে হবে। নানান বিষয়ে এখানে পড়ানো হবে রিসার্চ ওর্য়াক থাকবে এই বিদ্যালয়ে। এখানে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলা হয়েছে, ভিজিটার চ্যান্সেলর থাকবে যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক।
চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে রিয়াল, বায়ার্ন, লিভারপুল

ফিরল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ ফেজের খেলা। মঙ্গলবার (ভারতীয় সময়ানুযায়ী মঙ্গল এবং বুধ) মাঠে নামবে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, বায়ার্ন মিউনিখের মতো বড় দল। লিগ ফেজে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলবে, শীর্ষে থাকা আটটি দল সরাসরি নক আউট পর্বের যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলি ফের নিজেদের মধ্যে প্লে অফ খেলে শেষ ষোলোয় যাবে। আপাতত নক আউটে যাওয়া নিশ্চিত লিভারপুল, ইন্টার, বার্সেলোনা এবং বরুসিয়া ডর্টমুন্ডের। আটালান্টা, লেভারকুসেন, আর্সেনাল, মোনাকো, ভিলারাও দোরগোড়ায়। তবে নামী দলগুলির মধ্যে চাপে আছে রিয়াল, বায়ার্ন এবং ম্যান সিটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে ধুঁকছে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল (Real Madrid)। আজ আটালান্টার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাদ্রিদের জন্য সুখবর, লা লিগায় জিরোনার বিরুদ্ধে গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। কোচ কার্লো অ্যান্সেলত্তিকে তাঁদের ফর্মে ফেরা নিশ্চয়ই স্বস্তি দেবে।
জাঁকিয়ে শীতের পূর্বাভাস!

কুয়াশায় ঢেকেছে ডিসেম্বরের শহর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইরকমভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও একই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার অবস্থা সম্পর্কে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার এবং বুধবার সকালে অল্পবিস্তর কুয়াশা থাকলেও তা খুব একটা প্রভাব ফেলবে না। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিবর্তনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ আরও বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রায় আর কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
‘পুষ্পা ২’র ঝড় বিশ্বজুড়ে

৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল। পুষ্পা ২ (Pushpa 2) জ্বরে কাবু দেশ। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মাত্র চার দিনেই সারা বিশ্বের সিনেমা হল থেকে আটশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। বাংলায় কত টাকা আয় করেছ জানেন? আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। ইতিমধ্যেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। রবিবার পুষ্পা ২ র ব্যাটিংয়ে ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবার ভারতে ‘পুষ্পা ২’ আয় করেছে ৬৫.১ কোটি টাকা। চতুর্থ দিনে সারা বিশ্বে ছবির আয় মোট ৮২৯ কোটি টাকা। সুতরাং, হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে রাজ্যের ডিস্ট্রিবিউটাররাও বেশ খুশি। তাঁদেরই একজন জানান, চার দিনে প্রায় ১৬ কোটি টাকা বাংলা থেকে আয় করে ফেলেছে।