কোরিয়ান লুকে রবিনা

৯০ এর হার্টথ্রব রবিনা টন্ডন। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিল গোটা বলিপাড়া। ‘টিপ টিপ বরষা পানি’ গানে রবীনা ট্যান্ডনের সেক্সি পারফর্ম্যান্স আজও ভোলার নয়। তিনি ছিলেন সেই সময়কার বোল্ড ও হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউড থেকে বহু বছর আগে বিদায় নিলেও ওয়েব সিরিজের মাধ্যমে ফের কামব্যাক করেছেন রবীনা ট্যান্ডন। সম্প্রতি অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বইয়ে পুষ্প 2 এর স্ক্রিনিংয়ে দেখা গেল রবিনা ট্যান্ডনকে। পঞ্চাশোর্ধেও অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটিজেনরা। কোরিয়ান লুক ব্যস আকর্ষণীয় অভিনেত্রী রবিনা টন্ডন। অভিনেত্রীকে দেখা গিয়েছে, সাদা স্টার্টের চেক ক্রপ জ্যাকেট আর সঙ্গে বেজ কালারের ট্রাউডার। ড্রেসের সঙ্গে মানান সই মেকআপ। লাল লিপস্টিকে নজর কাড়লেন রবিনা টন্ডন। হাসি মুখে পোড দিলেন ক্যামেরার সামনে।
WTC থেকে কি ছিটকে গেলেন রোহিতরা?

জমে উঠেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কয়েকদিন আগেও আইসিসি-র এই তালিকায় শীর্ষস্থানে ছিল ভারত। তবে অ্যাডিলেড টেস্ট হারার পর সোজা তৃতীয় স্থানে নেমে যায় টিম ইন্ডিয়া। দাপুটে জয়ের পর প্রথম স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া। তবে অজিদের এই সিংহাসন এবার কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারানোর পর আইসিসি-র তালিকায় শীর্ষস্থানে উঠে আসে প্রোটিয়া দল। সমীকরণ বলছে, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছনর দৌড়ে রয়েছে তিনটি দল – ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোন দল কীভাবে এই স্থান অর্জন করতে পারবে? চলুন তিন দলের সমীকরণ একটু দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকা: বর্তমানে ৭৬ পয়েন্ট এবং শতাংশের হিসেবে ৬৩.৩৩ নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে প্রোটিয়া দল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি ১-০ ব্যবধানে জিতলেই টেস্ট বিশ্বকাপের টিকিট পাকা হয়ে যাবে তাঁদের কাছে। এই সিরিজ ২-০ ব্যবধানে জিতলে প্রথম স্থানে থাকা দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে প্রোটিয়া দল। অস্ট্রেলিয়া: বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি অজিরা ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরেও যায়, তাহলেও তাঁদের কাছে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অজিদের ২-০ ব্যবধানে জিততে হবে। আর যদি ঘরের মাঠে ভারতকে এই সিরিজে তাঁরা হারিয়ে দেয়, তাহলে সহজেই টেস্ট বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচ খেলার সুযোগ পাবে অজিরা। ভারত: চলমান বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানেও হারিয়ে দেয়, তাহলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবেন রোহিতরা। তবে যদি এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, তাহলে ভারতকে অন্যান্য খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এমন পরিস্থিতি হলে যদি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে সিরিজ হেরে যায় কিংবা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়, শুধুমাত্র তাহলেই ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাবে।
সিরিয়ায় সুরক্ষিত রয়েছেন ভারতীয়রা, রিপোর্ট পেল বিদেশমন্ত্রক

বিদ্রোহী-সেনা সংঘর্ষে উত্তপ্ত সিরিয়াতে (Syria) ভারতীয়রা (Indian) সুরক্ষিত (Safe) রয়েছেন। বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছেন। সেই প্রেক্ষিতে সেখানে কর্মরত ভারতীয়রা কেমন রয়েছেন তা জানতে উদগ্রীব সবাই। সবাই সুরক্ষিত রয়েছে, ভারতের বিদেশমন্ত্রকের কাছে এমনই রিপোর্ট এসেছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে রবিবার রাতে এই খবর জানা গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভারতীয় দূতাবাস চালু রয়েছে। সেখান থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিরিয়ায় সব ভারতীয় নাগরিক নিরাপদ এবং দূতাবাস তাদের সাহায্য করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে বিদেশমন্ত্রকের কোনও অফিশিয়াল বিবৃতি পাওয়া যায়নি। এর আগে একটি পরামর্শে বিদেশ মন্ত্রক (এমইএ) হিংসা বিধ্বস্ত সিরিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্ভব হলে উড়ান ধরে ফিরে আসতে বলেছিল। বিদেশমন্ত্রক আগে জানিয়েছিল, সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সিরিয়ায় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। সিরিয়ায় থাকা ভারতীয়দের সাহায্যের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 জানানো হয়েছিল। দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছিল। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ও প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে বলেছিল।
বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় গর্জে উঠলেন মমতা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অন্যদিকে কলকাতা সহ বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক দিয়েছেন বিএনপি নেতা। বাংলাদেশি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় (WB Legislative Assembly) দাঁড়িয়ে মমতা বলেন, যাঁরা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ল্যাবেনচুস খাব। বিএনপি নেতাকে চরম কটাক্ষ করে বলেন, আপনার সেই ক্ষমতা নেই। কয়েকদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভি কলকাতাসহ বাংলা-বিহার ওড়িশা দখলের ডাক দিয়েছেন। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার ভারত-বাংলাদেশ বিদেশ মন্ত্রক বৈঠকে বসেছিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মমতা বলেন, বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। আমরা সমস্ত সম্পদ্রায়ের মানুষ একসঙ্গে কাজ করি। দাঙ্গা কিছু গুন্ডা করে। তিনি আরও বলেন, কিছু সংবাদ মাধ্যমের কাছে আবেদন কোনও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এর থেকে বিরত থাকুন। সরকারের কিছু পলিসি আছে।অনেকে আসতে চাইছে,সেখানে বর্ডার সিকিউরিটি আটকাচ্ছে। প্লেনে আসছে। সবাইকে বলি প্ররোচনা সৃষ্টি হতে পারে এমন কোনও মন্তব্য করবো না, যাতে সবাই বিব্রত হয়। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, এবিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে চলি। এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে বাংলা দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গ বা ভারতের কোনও জায়গা দখলের মুরোদ নেই বাংলাদেশের। যদি কেউ বিচ্ছিন্ন করতে আসে তার জবাব পাবে। বাংলা বিহার নিয়ে নেবে আমরা বসে বসে ল্যাবেনচুস খাব। আমরা সবাই আমরা সবাইকে রক্ষা করবো। সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত অখণ্ড। কেবিনেট যিনি গিয়েছেন,আশা করবো শান্তি ফিরে আসুক।অন্য কারও উস্কানিতে আমরা উস্কানি দিই। গরীব মানুষ রা আটকে যাচ্ছে।আমাদের কোনও অসুবিধা নেই। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই।