সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ কোথায়?

পশ্চিম এশিয়ার সিরিয়ায় (Syria) দীর্ঘ দিনের শাসনের অবসান। সিরিয়ার বিদ্রোহীরা (Rebel) রবিবার ঘোষণা করেছেন, তাঁরা দামাস্কাসকে বাথ পার্টির বাশার আল আসাদের (Bashar Al-Assad) শাসন থেকে মুক্ত করেছেন। প্রেসিডেন্টের রাজত্বের অবসান ঘটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ২৪ বছর ধরে দেশ শাসন করা আসাদ বিমানে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু, কোন পথে আসাদ পালালেন? পারলেন কি পালাতে? রহস্যে ঘেরা নানা প্রশ্নে দুনিয়া জুড়ে চাঞ্চল্য শনিবারই পালিয়েছেন আসাদ? একটি সূত্রের খবর সেটাই। শনিবার মধ্যরাতে আসাদ হেলিকপ্টার বা বিমানে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার নৌ-ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে মস্কো যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন, এমনটাই খবর। আমেরিকার একটি সূত্রেও জানানো হয়েছে, আসাদের সিরিয়া ত্যাগ করার ব্যাপারটা তারা জানেন। দামাস্কাস থেকে বেরিয়ে আসাদ মস্কো যেতে পারেন বলে জানানো হয়েছে। সিরিয়ার প্রধানমন্ত্রী গাজি জলিল দেশত্যাগ করতে অস্বীকার করেন। তিনি বলেছেন, সিরিয়া ছাড়া অন্য কোনও দেশ তিনি জানেন না। বিদ্রোহীরা জলিল-এর এই অবস্থান মেনে নিয়েছেন। জলিলও বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি। বিদ্রোহী সশস্ত্র বাহিনীর নেতা শেখ আবু মহম্মদ আল জোলানির হাতে সিরিয়ার প্রকৃত ক্ষমতা চলে যেতে পারে। তবে প্রধানমন্ত্রী যুক্ত থাকলে কিছুটা আইনি পথের আবরণে ক্ষমতা হস্তান্তর হয়েছে – এমনটা দেখানোর চেষ্টা হবে। অন্যান্য সূত্র অবশ্য বলছে, আসাদের বিমান আকাশে ওড়ার পরেই দ্রুত সেটাকে পড়ে যেতে দেখা গিয়েছে। সিরিয়ার শহর হোমস-এর পশ্চিমে ওই বিমান পড়ে ধ্বংস হয়েছে। এদিকে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নিতে পরামর্শ দিয়েছেন বাইডেন প্রশাসনকে। বাইডেন সরকার সিরিয়ার ব্যাপারে এখনও পর্যন্ত হস্তক্ষেপের কথা জানায়নি। গোলান হাইটস-এ ইজরায়েল অধিকৃত এলাকায় রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনী ও ইজরায়েলি বাহিনীর সঙ্গে সিরিয়ার বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম বাহিনীর সংঘর্ষের খবর মিলছে। ইজরায়েল সে দেশের একটি গোটা ডিভিশনকে গোলান হাইটস-এ নিয়ে যাচ্ছে। বড় মাপের সেনা চলাচলের খবর। উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দমন করার জন্য বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিচ্ছিল রাশিয়া ও ইরান। কিন্তু, তা নিষ্ফল হয়। জয় হয় বিদ্রোহীদের।
শীতের আমেজে বিরতি?

কলকাতায় শীতের দেখা নেই! তারমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আজ থেকে হাওয়া বদল এর ইঙ্গিত। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থেকে আপাতত সাময়িক বিরতি পাবে শহরবাসী। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা? পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। রবিবার-সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। কেমন থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া? দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি।
WTC ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

তৃতীয় দিনেই শেষ হয়েছে অ্যাডিলেড ওভালের গোলাপি বল টেস্ট। এই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে আপাতত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-১ সমতা ফিরেছে। তবে এই টেস্ট ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের আগে তালিকার সিংহাসনে ছিল টিম ইন্ডিয়া। তবে এখন ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। তবে ভারত এক্কেবারে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে এখন ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এখন আরও জটিল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ। কারণ, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১০২ পয়েন্ট এবং ৬০.৭১ শতাংশ নিয়ে আপাতত অস্ট্রেলিয়া রয়েছে প্রথম স্থানে। অজিরা এই চক্রে ১৪টি টেস্ট খেলে ৯ট টেস্ট জিতেছে, হেরেছে ৪টি টেস্টে, ড্র হয়েছে ১টি টেস্ট। এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৬৪ পয়েন্ট এবং ৫৯.২৬ শতাংশ। তাঁরা এই চক্রে ৯টি টেস্ট খেলে ৫টি’তে জিতেছে। এদিকে তৃতীয় স্থানে নেমে আসা ভারতীয় দলের খাতায় রয়েছে সর্বোচ্চ ১১০ পয়েন্ট এবং ৫৭.২৯ শতাংশ। ভারতের পর তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এখন ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ৩টি টেস্ট জিততে হবে কিংবা একজোড়া টেস্ট জিতে ১টি ড্র করলেও হবে। তাই টেস্ট বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ খেলতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ব্রিসবেন টেস্টে জিততেই হবে।
জিগরা এবার OTT-তে

পুজোর সময় মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। বক্স অফিসে ঝড় তোলেন বলি অভিনেত্রী আলিয়া। গল্প বলেন এক নারী, একাই একশো। রক্ষাকর্তার ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। পূজোর সময় বক্স অফিসে ঝড় তোলে আলিয়া অভিনীত জিগরা। এবার তা দর্শকদের জন্য এসে গেল ওটিটি প্লাটফর্মে। তাই যদি না দেখে থাকেন জিগরা, তাহলে দেড়ি না করে ছটফট দেখে নিন এই সিনেমা। এই ছবি গল্প বলে এক বোনের নিজের জীবন ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে দেওয়ার। ছবির গল্প এরকম, সত্যভামা আনন্দ (আলিয়া) তার ভাই অঙ্কুর আনন্দকে (বেদাঙ্গ রায়না) মানুষ করতেই পুরো জীবন দিয়ে দিয়েছে। এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে মানুষ হয়েছে দুজনেই। সেই আত্মিয়র ছেলেকে বাঁচাতে গিয়েই বিদেশে জেলে বন্দী হয় আঙ্কুর। মাদক পাচারের অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়। এবার সত্য কীভাবে জেল থেকে তাকে উদ্ধার করে, তাই নিয়েই ছবি।